04/10/2025
সিভিলিয়ানদের কিছু প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর:
১। ইট কাকে বলে ?
২। আদর্শ ইটের সাইজ কত ?
৩। Civil - এর অর্থ কী ?
৪। Civil - এর পূর্ণরূপ লিখ ?
৫। যুগল কাকে বলে ?
৬। শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কাকে বলে ?
৭। এস্টিমেট কাকে বলে ?
৮। সিমেন্টের মূল উপাদান গুলো কী কী ?
৯। বালি কত প্রকার ও কী কী ?
১০। সাইট ইঞ্জিনিয়ার কাকে বলে ?
উত্তরঃ
১। ইট হচ্ছে একটি আয়তকার কঠিন ঘনবস্তু। যা কাঁচা অবস্থায় নমনীয় থাকে এবং পোড়ানোর পড়ে শক্ত আকার ধারন করে।
২। ৯.৫"×৪.৫" ×২.৭৫" ইঞ্চি।
৩। Civil:পুরকৌশল
৪। Civil full meaning
C: construction I: investigation V: various I: information L: leveling
৫। যুগল:যখন দুটি সমান ও সমান্তরাল বল একটি অপরটির বিপরীত দিকে ক্রিয়া করে কিন্তু তাদের ক্রিয়া রেখা একই সমান্তরাল রেখা বরাবর কাজ করে না,তাকে যুগল বলে।
৬। শিয়ার ফোর্স ডায়াগ্রাম: বীমের বিভিন্ন বিন্দুতে হিসাবকৃত শিয়ার ফোর্সের মান ও প্রকৃতি দেখিয়ে যে ডায়াগ্রাম অংকন করা হয় তাকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলে।
বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম:বীমের বিভিন্ন বিন্দুতে সৃষ্ট বেন্ডিং মোমেন্টের মান ও প্রকৃতি দেখিয়ে যে ডায়াগ্রাম অংকন করা হয় তাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলে।
৭। প্রকৌশল কাজের সম্ভাব্য পরিব্যয় নির্ণয়ের পদ্ধতিকে এস্টিমেট বলে।
৮। সিমেন্টের মূল উপাদানগুলি হল - চূনাপাথর, সিলিকা (বালি), আয়রন অক্সাইড ইত্যাদি। এই উপাদানগুলি কে ২ ভাগে ভাগ করা যায়
ক. চুন জাতীয় পদার্থ।(চক্, চূনাপাথর ইত্যাদি)
খ. মাটি জাতীয় পদার্থ।(সিলিকা, আয়রন অক্সাইড, এ্যালুমিনা ইত্যাদি)
সোর্সঃ উইকিপিডিয়া
৯। বালি তিন প্রকার:
i) গর্তের বালি
ii) নদীর বালি
iii) সমুদ্রের বালি
১০। সাইট ইঞ্জিনিয়ার : নির্মাণ স্থলে প্রকৌশল কাজের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাইট ইঞ্জিনিয়ার বলে।