Radha Madhav 2.0

Radha Madhav 2.0 হরে কৃষ্ণ!🌸
সনাতন ধর্ম প্রচারে আপনার সহযোগিতা একান্তই কাম্য।
ধর্মীয় সকল আপডেট FOLLOW করুন আমাদের।😍

06/08/2025

People are crazy about impermanent things!🥺























“যতক্ষণ পর্যন্ত আমরা এই জড় চেতনায় থাকব ততক্ষণ আমরা কৃষ্ণকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারব না। অনেকে কৃষ্ণকে দেখতে চান ...
28/07/2025

“যতক্ষণ পর্যন্ত আমরা এই জড় চেতনায় থাকব ততক্ষণ আমরা কৃষ্ণকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারব না। অনেকে কৃষ্ণকে দেখতে চান কিন্তু পদ্ধতিটি হলো তাদেরকে শুদ্ধ হতে হবে এবং স্বাভাবিকভাবেই তারা কৃষ্ণের প্রতি আকর্ষণ অনুভব করবে এবং কৃষ্ণ তাদের কাছে নিজেকে প্রকাশ করবেন।”

~শ্রীল জয়পতাকা স্বামী, ২২শে জানুয়ারি, ২০২১, শ্রীধাম মায়াপুর

Mahavatar Cinematic Universe (MCU) যার মাধ্যমে আগামী ১২ বছরে বিষ্ণু অবতার নিয়ে মোট ৭ টি মুভি মুক্তি পাবে। বিষয়টি ঘোষণা ...
27/07/2025

Mahavatar Cinematic Universe (MCU) যার মাধ্যমে আগামী ১২ বছরে বিষ্ণু অবতার নিয়ে মোট ৭ টি মুভি মুক্তি পাবে। বিষয়টি ঘোষণা দিয়েছে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান Hombale Films

১। মহাবতার নৃসিংহ – ২০২৫
২। মহাবতার পরশুরাম – ২০২৭
৩। মহাবতার রঘুনন্দন – ২০২৯
৪। মহাবতার দ্বারকাধীশ – ২০৩১
৫। মহাবতার গোকুলানন্দ – ২০৩৩
৬। মহাবতার কল্কি (পর্ব ১) – ২০৩৫
৭। মহাবতার কল্কি (পর্ব ২) – ২০৩৭

25/07/2025

হরে কৃষ্ণ মহামন্ত্র....

25/07/2025

হরিনাম সংকীর্তন....

25/07/2025
25/07/2025

হরিনাম কর সদা....

25/07/2025

গৃহে বৈষ্ণবসেবা...

“ভগবানের নাম, গুণাবলি, লীলাসমূহ বুঝতে হলে কোন ব্যক্তিকে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হবে।”~ শ্রীল জয়পতাকা স্বামী, ১১ই...
23/07/2025

“ভগবানের নাম, গুণাবলি, লীলাসমূহ বুঝতে হলে কোন ব্যক্তিকে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হবে।”

~ শ্রীল জয়পতাকা স্বামী,
১১ই ফেব্রুয়ারি, ২০২১,
শ্রীধাম মায়াপুর

 াংলাদেশের_পক্ষ_থেকে_গভীর_শোকবার্তা:২১ জুলাই ২০২৫, সোমবার, ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান...
21/07/2025

াংলাদেশের_পক্ষ_থেকে_গভীর_শোকবার্তা:

২১ জুলাই ২০২৫, সোমবার, ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের করুণ মৃত্যু এবং ১৬৪ জনের আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় ইসকন বাংলাদেশ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

বিমানটি ঢাকার এ কে খন্দকার ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করার পরপরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম গভীর সাহসিকতা ও মানবিক দায়বদ্ধতা নিয়ে বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন কিন্তু এই প্রচেষ্টার মধ্যেই দুর্ভাগ্যজনকভাবে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

এই শোকাবহ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করছি এবং আহত সকলের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।
ইসকন বাংলাদেশ নিহতদের স্বজন, আহত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছে। পাশাপাশি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত সকল সরকারি ও বেসরকারি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

ইসকন, বাংলাদেশ।

আগামীকাল পরম পবিত্র কামিকা একাদশী তিথি।কামিকা একাদশীর মাহাত্ম্যশ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণ...
20/07/2025

আগামীকাল পরম পবিত্র কামিকা একাদশী তিথি।

কামিকা একাদশীর মাহাত্ম্য

শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে।

যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন - "হে গোবিন্দ! হে বাসুদেব! শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী।"

প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, "হে রাজন! পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন - "হে প্রভু! শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কী, এর আরাধ্য দেবতা কে, এই ব্রতের বিধিই বা কি রকম এবং এই ব্রতের কী ফল লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে।"

শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, "হে বৎস! জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ কর। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী 'কামিকা' নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত সুফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষ্যারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণে লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাঁরা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনও নিম্ন যোনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রী হরির পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসীমঞ্জরী দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন - "হে নারদ! যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাঁকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাঁকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাঁকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবদ্ভক্তি লাভ হয়। যে ব্যক্তি হরিবাসরে তুলসী দেবীর সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তাঁর পুণ্যের হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন।"

শ্রীকৃষ্ণ বললেন - "হে রাজন! আমি আপনার কাছে সর্বপাপহারিনী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রুণহত্যা পাপবিনাশিনী, মহাপুণ্যফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। যাইহোক, কারো মনে করা উচিত না যে, তিনি ব্রহ্মহত্যা অথবা কোন নির্দোষ প্রাণীহত্যা করবেন এবং তারপর কেবল একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে দণ্ড থেকে মুক্তি পাবেন। এই ধরনের জ্ঞাতসারে পাপ করা নিকৃষ্ট কার্য।"

"তোমাদের প্রত্যেকের তোমাদের ভক্তিকে বিকশিত করার ব্যাপারে অত্যন্ত সতর্ক হওয়া উচিত। কলিযুগ ভক্তির বৃক্ষকে উপড়ে ফেলার চেষ্ট...
20/07/2025

"তোমাদের প্রত্যেকের তোমাদের ভক্তিকে বিকশিত করার ব্যাপারে অত্যন্ত সতর্ক হওয়া উচিত। কলিযুগ ভক্তির বৃক্ষকে উপড়ে ফেলার চেষ্টা করছে। তোমাদের দেখা উচিত যে, তোমাদের ভক্তির বৃক্ষ যেন যথাযথভাবে সুরক্ষিত থাকে এবং ভক্তিযোগ যেন অপ্রতিহতভাবে বিকশিত হয়। তো এইভাবে তোমাদের ভক্তি উত্তরোত্তর বাড়তে থাকবে।"

~ শ্রীল জয়পতাকা স্বামী, ৪ঠা অক্টোবর, ২০২৩

Address

Rangpur
5020

Alerts

Be the first to know and let us send you an email when Radha Madhav 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share