
09/05/2025
আচ্ছা, আমি তার জন্য কেন এত পাগল? সে তো আমাকে চায় না…
প্রশ্নটা নিজের ভেতরেই ঘুরপাক খায়। মনে হয়, কেন এমন করে তার জন্য হৃদয় কাঁদে, কেন তার এক ঝলক দেখার জন্য এত অধীর হয়ে থাকি, কেন তার নামটা মনে আসলেই বুকের ভেতর কেমন যেন ফাঁকা হয়ে যায়? অথচ সে… সে তো জানেই না আমার ভালোবাসার ওজন কতখানি। সে কখনও বুঝতেই চায়নি, আমার নিঃশব্দ অপেক্ষাগুলো কতটা ব্যথায় ভরা।
তার হাসি, তার চোখ, তার উপস্থিতি আমাকে কেন এত টানে? কেন তার অবহেলাকে বারবার ক্ষমা করে দেই? কেন তার জন্য সব ভুলে যেতে ইচ্ছে করে? আমি জানি, সে আমাকে চায় না, সে কখনও আমার হয়ে আসবে না। তবুও মনটা তার দিকেই ছুটে যায়, তার নামেই হারিয়ে যেতে চায়।
কেন ভালোবাসা এমন একতরফা হয়ে থাকে? কেন যে কাউকে ভালোবাসলেই সে আমাদের ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই? কেন হৃদয় এতটা অবুঝ হয়ে যায়, যাকে পাওয়ার সম্ভাবনা নেই, তার জন্যও পাগল হয়ে যায়?
হয়তো ভালোবাসা এভাবেই কাজ করে। কোনো শর্ত মানে না, কোনো হিসাব মানে না। শুধু চুপচাপ ভালোবেসে যেতে চায়, প্রতিদান না পেলেও তৃপ্ত থাকতে চায়, তার সুখের ভেতরেই নিজের সুখ খুঁজে নিতে চায়।
তবুও মাঝে মাঝে প্রশ্ন জাগে—**“আমি তার জন্য এত পাগল কেন? সে তো কখনোই আমাকে চায়নি…”**
゚