Jamuna News Bd

Jamuna News Bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamuna News Bd, News & Media Website, Rangpur.

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডঃ শফিকুর রহমান জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।আল্লাহ তাকে সুস্...
19/07/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডঃ শফিকুর রহমান জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।
আল্লাহ তাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুক। আমিন

"এরাই আরবের ‘রাজা’ নামধারী গোলাম"এই ছবিটা নিছকই ব্যঙ্গচিত্র নয়,এটা মুসলিম বিশ্বের এক নির্মম বাস্তবতা। এই আরব শাসকরা প্রত...
25/05/2025

"এরাই আরবের ‘রাজা’ নামধারী গোলাম"

এই ছবিটা নিছকই ব্যঙ্গচিত্র নয়,এটা মুসলিম বিশ্বের এক নির্মম বাস্তবতা। এই আরব শাসকরা প্রতিনিয়ত তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পশ্চিমা প্রভুদের পদসেবা করতেই ব্যস্ত। তারা যখন নিজেদের গৌরব, সম্মান ও দ্বীনকে তুচ্ছ করে ক্ষমতার জন্য মাথা নত করে, তখন মুসলিম উম্মাহ রক্ত ঝরায় ফিলিস্তিনের রাস্তায়, কাশ্মীরের উপত্যকায়, মিয়ানমারের ঘরছাড়া জনপদে কিংবা চীনের উইঘুর নিধন ক্যাম্প গুলোয় ।

এরা যদি সত্যিই নিজেদের নেতৃত্বের যোগ্য মনে করত, উম্মাহের জন্য প্রকৃতপক্ষে কিছু করতে চাইতো তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোকে নিয়ে একটি শক্ত, সম্মানিত ও আত্মনির্ভরশীল জোট গড়ে তুলতো। হামলা দূরের কথা বরং বাধ্য হতো বিশ্ব তখন মুসলিমদের স্বার্থে সিদ্ধান্ত নিতে, ফিলিস্তিন হয়তো আজও পরাধীন থাকতো না।

কিন্তু দুর্ভাগ্যজনক এদের হৃদয়ে না আছে উম্মাহর প্রতি দায়বদ্ধতা, না আছে ঈমানী শক্তি। এরা প্রাসাদের বিলাসে ডুবে থাকায় ফিলিস্তিনের শিশুর কান্না শুনতে পায় না।

এই জুব্বা ওয়ালারা এখন উম্মাহর জন্য অভিশাপে পরিনতি হয়েছে।

আল্লাহ্‌ যেন আমাদের শত্রুদের চিনে নিতে, তাদের মুখোশ খুলে ফেলতে এবং ঐক্যবদ্ধভাবে উম্মাহকে জয়নবাদী আগ্রাসন থেকে রক্ষা করতে তৌফিক দেন। আমিন।

12/04/2025

কাজটা ছোট হলেও জিনিসটা অন্তরে নাড়া দেওয়ার মত

12/04/2025

এরকম নিউজ আর কখনো দেখি নাই মাশাল্লাহ ,,,,

07/04/2025
বাংলাদেশের ২য় নোবেল বিজয়ী হতে যাচ্ছে আমাদের ফয়জু কাক্কু।কোন বিষয়ে নোবেল পেতে পারে???
29/03/2025

বাংলাদেশের ২য় নোবেল বিজয়ী হতে যাচ্ছে আমাদের ফয়জু কাক্কু।

কোন বিষয়ে নোবেল পেতে পারে???

৪৭,৭১,২৪ কোনোটাই কারো বাপের না, সবগুলাই বাংলাদেশের: রাফি
29/03/2025

৪৭,৭১,২৪ কোনোটাই কারো বাপের না, সবগুলাই বাংলাদেশের: রাফি

পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষক...
28/03/2025

পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

বিস্তারিত:https://www.ekushey-tv.com/national/1360873111111158545

কলেজের সামনে আর্ট করার দায়িত্ব অর্পিত হয়েছে, সবাই দোয়া করবেন 🥰 আর যারা এমন আর্ট করতে চাচ্ছিলেন তারা অন্য খোলা মেলা জায়গা...
28/03/2025

কলেজের সামনে আর্ট করার দায়িত্ব অর্পিত হয়েছে, সবাই দোয়া করবেন 🥰 আর যারা এমন আর্ট করতে চাচ্ছিলেন তারা অন্য খোলা মেলা জায়গায় আর্ট করার চেষ্টা করুন.
ধন্যবাদ

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamuna News Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share