Voicer Abir chowdhury

Voicer Abir chowdhury কবিতা আবৃত্তি শুনতে পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন।
🎤 Voice of Abir chowdhury 👉 Follow This Page 📄

21/09/2025
সম্পর্ক সবসময় অর্থে টিকে থাকে না।কারণ অর্থ শুধু প্রয়োজন মেটায়,কিন্তু টিকিয়ে রাখে না অনুভূতির বাঁধন।কখনো কখনো সম্পর্ক টিক...
12/09/2025

সম্পর্ক সবসময় অর্থে টিকে থাকে না।
কারণ অর্থ শুধু প্রয়োজন মেটায়,
কিন্তু টিকিয়ে রাখে না অনুভূতির বাঁধন।
কখনো কখনো সম্পর্ক টিকে থাকে
শুধু কিছু কথা আর প্রতিশ্রুতির ভরসায়।

শুধু ভালোবাসি বললেই ভালোবাসা পূর্ণ হয় না।
ভালোবাসা পূর্ণ হয় যত্নে,
প্রত্যেকদিনের খোঁজখবর নেওয়ায়,
দায়িত্বকে নিজের মতো করে বয়ে নেওয়ায়।

যেখানে যত্ন নেই,
যেখানে দায়িত্ব নেই,
সেখানে কেবল কথার ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না।
আসলে ভালোবাসা টিকে থাকে কাজে,
প্রমাণে, আর নিরন্তর উপস্থিতিতে।

• ❐ সম্পর্কের টিকে থাকা
• লেখক: মাহবুব সরদার সবুজ
Follow This page
Voicer Abir chowdhury

ভালোবেসে রেখে দিও ফুলেরই মতো,যত্নে রাখলে তবে সৌন্দর্য টিকে থাকে।অযত্নে ফেলে দিলে যেমন ফুল ঝরে যায়,অযত্নে ফেলে দিলে সম্পর...
12/09/2025

ভালোবেসে রেখে দিও ফুলেরই মতো,
যত্নে রাখলে তবে সৌন্দর্য টিকে থাকে।
অযত্নে ফেলে দিলে যেমন ফুল ঝরে যায়,
অযত্নে ফেলে দিলে সম্পর্কও তেমনি ভেঙে যায়।

মানুষের মনও ফুলের মতো কোমল,
ভালোবাসা পেলে খুশিতে ভরে যায়,
অবহেলা পেলে মুহূর্তেই মলিন হয়ে যায়।

তাই বলি-ভালোবাসলে যত্ন নিও,
যত্নেই লুকানো থাকে স্থায়িত্ব।

• ❐ ফুলের মতো
• লেখক: মাহবুব সরদার সবুজ
follow This page
Voicer Abir chowdhury

বি’ষাক্ত সাপের ভয় কেবল-দেহকে আঘাত করে,কিন্তু আপন মানুষের বদলে যাওয়ার রূপআঘাত করে আত্মাকে।সাপের দংশন সাময়িক,কিন্তু আপনজনে...
10/09/2025

বি’ষাক্ত সাপের ভয় কেবল-
দেহকে আঘাত করে,
কিন্তু আপন মানুষের বদলে যাওয়ার রূপ
আঘাত করে আত্মাকে।

সাপের দংশন সাময়িক,
কিন্তু আপনজনের বিশ্বাসঘাতকতা
সারা জীবন জ্বালিয়ে রাখে ভিতরটা।

যাদের সবচেয়ে কাছের ভাবা হয়,
তাদের পরিবর্তিত আচরণই
সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হয়ে আসে।

• ❐ বদলে যাওয়ার রূপ
• লেখক: মাহবুব সরদার সবুজ
Voicer Abir chowdhury

Voicer Abir chowdhury
10/09/2025

Voicer Abir chowdhury

তুমি আমাকে ঠকিয়েছো বলেইআজ আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি।তোমার দেওয়া কষ্টে ভেঙে পড়িনি,বরং সেই কষ্টকেই করেছি অনুপ্রেরণা...
09/09/2025

তুমি আমাকে ঠকিয়েছো বলেই
আজ আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি।
তোমার দেওয়া কষ্টে ভেঙে পড়িনি,
বরং সেই কষ্টকেই করেছি অনুপ্রেরণা।

আমি থেমে থাকিনি এক মুহূর্তও,
নিজেকে নতুন রূপে গড়ে তুলেছি।
যা ভেবেছিলে আমাকে শেষ করে দেবে,
আজ সেটাই আমাকে আরো শক্ত করেছে।

তুমি একদিন বলেছিলে-
আমি নাকি তোমার যোগ্য নই।
আজ জেনে রাখো,তুমিই আমার যোগ্য নও।

• ❐ তুমিই আমার যোগ্য নও
• লেখক: মাহবুব সরদার সবুজ

তুমি অর্ধেক শাড়ি পরে কুঁচির কাছে এসে থমকে যাও এমন দৃশ্য পৃথিবী পাড়ায় অদ্বিতীয়। পাতার ছায়া জানালার গায়ে দীর্ঘ হয়, মধুরাঙ...
05/09/2025

তুমি অর্ধেক শাড়ি পরে কুঁচির কাছে এসে থমকে যাও এমন দৃশ্য পৃথিবী পাড়ায় অদ্বিতীয়।

পাতার ছায়া জানালার গায়ে দীর্ঘ হয়, মধুরাঙা সব রোদ এসে থামে তোমার দেরাজে।

ভাগ্যিস, কাঁচের আয়নার চোখ থাকে না।

•বই- যে তুমি দীর্ঘতম দুপুরে
•লেখা- সানোয়ার হোসেন

মানুষ যখন প্রেমে পড়ে,তখন রাত হয়ে যায় সবচেয়ে দীর্ঘ সঙ্গী।কারো রাত কেটে যায় মধুর হাসিতে,কারো রাত ডুবে যায় অশ্রুর স্রোতে।কে...
02/09/2025

মানুষ যখন প্রেমে পড়ে,
তখন রাত হয়ে যায় সবচেয়ে দীর্ঘ সঙ্গী।
কারো রাত কেটে যায় মধুর হাসিতে,
কারো রাত ডুবে যায় অশ্রুর স্রোতে।

কেউ ভালোবাসার টানে জেগে থাকে,
আবার কেউ অভিমানের আগুনে নিদ্রাহীন হয়।
প্রেম শেখায় রাত জাগতে,
আর সেই রাতেই বোঝা যায়-
ভালোবাসা সুখও দেয়, আবার ব্যথাও দেয়।

• ❐ প্রেম আর রাত জাগা
• লেখক: মাহবুব সরদার সবুজ

মা, তোমার জন্য এই চিঠি লিখছি আজ।তুমি হয়তো পড়বে না,তবুও মনে হলো কিছু কথা বলে যাই;যা কখনো তোমার সামনে বলা হয়নি।মা, তোমার ত...
02/09/2025

মা, তোমার জন্য এই চিঠি লিখছি আজ।
তুমি হয়তো পড়বে না,
তবুও মনে হলো কিছু কথা বলে যাই;
যা কখনো তোমার সামনে বলা হয়নি।

মা, তোমার ত্যাগ আমি-
কোনোদিনও পূর্ণভাবে বুঝতে পারিনি।
তুমি হাসতে শিখিয়েছো,
যেদিন তুমি নিজে কান্না লুকিয়ে রেখেছিলে।
তুমি খেতে দিয়েছো,
যেদিন তুমি নিজের ক্ষুধা চাপা দিয়েছিলে।

আজ বুঝি;
তুমি ছিলে নিঃস্বার্থ ভালোবাসার একমাত্র নাম।
তুমি না থাকলে আমি হোঁচট খেতাম হাজারবার।
তুমি আমাকে বিশ্বাস দিয়েছো,
যখন পৃথিবী আমার বিপরীতে দাঁড়িয়েছিল।

মা, তোমার কাছে আমার কোনো হিসাব নেই,
কোনো প্রতিদানও নেই।
শুধু এই স্বীকারোক্তি আছে-
তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

• ❐ মা তোমার জন্য এই চিঠি
• লেখক: মাহবুব সরদার সবুজ

বর্তমানে মানুষ এতো সুন্দর করেমিথ্যা গুছিয়ে বলে-কোনটা সত্যি, আর কোনটা মিথ্যাতা বোঝা যায় না সহজে।চোখে চোখ রেখে কথা বলে,হাস...
30/08/2025

বর্তমানে মানুষ এতো সুন্দর করে
মিথ্যা গুছিয়ে বলে-
কোনটা সত্যি, আর কোনটা মিথ্যা
তা বোঝা যায় না সহজে।

চোখে চোখ রেখে কথা বলে,
হাসিমুখে দেয় আশ্বাস,
কিন্তু ভিতরে থাকে লুকানো হিসাব,
স্বার্থ আর অভিনয়ের মুখোশ।

ভালোবাসাও আজকাল সন্দেহে ভরা,
কে আসল, কে অভিনয় করছে-
সব মিলিয়ে মন দ্বিধায় পড়ে যায়।
বিশ্বাস করার আগে এখন শতবার ভাবতে হয়।

❐ মুখোশের ভিড়ে
• লেখক: মাহবুব সরদার সবুজ

27/08/2025

🕊️ “ভাগ্যের ফয়সালা আল্লাহর, আর মুমিনের কাজ হলো আল্লাহর উপর ভরসা রাখা।” আলহামদুলিল্লাহ

লেখা- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
16/08/2025

লেখা- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Voicer Abir chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share