allor jug 02

allor jug 02 Asif hosen

21/08/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই

31/07/2025

Assalamualaikum kemon achen sobai

আজ আমি এমন একটি গল্প বলছি যেটা 🌙✨ আলোর যুগ (ইসলামিক গল্প) ✨🌙অনেক অনেক আগে, পৃথিবী ডুবে ছিল অন্ধকারে—না শুধু রাতের অন্ধকা...
30/07/2025

আজ আমি এমন একটি গল্প বলছি যেটা 🌙✨ আলোর যুগ (ইসলামিক গল্প) ✨🌙

অনেক অনেক আগে, পৃথিবী ডুবে ছিল অন্ধকারে—
না শুধু রাতের অন্ধকারে, বরং অজ্ঞতা, অন্যায়, শিরক, নিপীড়নের অন্ধকারে।
এই সময়কে বলা হয় "জাহিলিয়াতের যুগ" –
যেখানে মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো,
দরিদ্রদের ওপর চলত নিপীড়ন,
আর মানুষ ভুলে গিয়েছিল এক সৃষ্টিকর্তার কথা।

এই ভয়ংকর অন্ধকারে আল্লাহ তাআলা পাঠালেন এক আলোকবর্তিকা,
এক মহাপুরুষ— হযরত মুহাম্মদ ﷺ।

তিনি ছিলেন আখেরি নবী,
যিনি মানুষকে ডেকে আনলেন আল্লাহর একত্বে,
শিখালেন দয়া, ন্যায়বিচার, শিক্ষা, আত্মসংযম আর ভ্রাতৃত্ব।

প্রথমে লোকেরা বিরোধিতা করল, অপমান করল, কষ্ট দিল।
তবুও রাসুল ﷺ কখনো ক্রুদ্ধ হলেন না,
তিনি শান্তি আর ধৈর্যের সঙ্গে সত্যের দাওয়াত দিতে লাগলেন।

কিছুদিনের মধ্যেই, যারা আগে অন্ধকারে ছিল,
তারা আলোতে ফিরে এল।
তারা বুঝে গেল—
আলো মানে হচ্ছে ঈমান,
আলো মানে হচ্ছে কুরআন,
আলো মানে হচ্ছে নবীর (ﷺ) আদর্শে জীবন গঠন।

এই আলোর ছোঁয়ায় বদলে গেল পুরো আরব উপদ্বীপ।
মানুষ শিক্ষা পেল, নারীরা পেল সম্মান,
গরিব পেল অধিকার, সমাজ পেল ন্যায়।

এই সময়টিকেই বলা হয়—

"আলোর যুগ" —

ইসলামের যুগ,
যেখানে মানুষ আল্লাহর আলোয় জীবন গড়তে শিখেছিল।

---

📖 কুরআনের আয়াত:

> "আল্লাহু নূরুস্-সামাওয়াতি ওয়াল আরদ..."
“আল্লাহ্‌ হলেন আসমান ও যমীনের আলো।”
(সূরা নূর, আয়াত ৩৫)

---

🌟 শিক্ষা:

ইসলামের আলো শুধু নামাজ-রোজায় সীমাবদ্ধ নয়,
বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা দেয়।

যখন আমরা কুরআন ও সুন্নাহর পথে চলি, তখনই আমরা আলোর যুগে বাস করি।

28/07/2025

আলোর যুগ কোনটা কে কে বলতে পারেন

28/07/2025

Assalamualaikum kemon achen sobai

কে কে বলতেপারবেন এটা কোন শহর
27/07/2025

কে কে বলতেপারবেন এটা কোন শহর

27/07/2025

আপনারা কি জানেন যে আলোর যুগ কাকে বলে

27/07/2025

Assalamualaikum

Address

Kurigram
Rangpur
408082

Alerts

Be the first to know and let us send you an email when allor jug 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share