রং লিমিটেড

রং লিমিটেড This is an official page of Rong Limited! A Government Engineering College in Rangpur.

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ", " হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে...
22/07/2025

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ",

" হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে",

" বাবা আর অফিস যাবার পথে সত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না", "মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"

" কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"

"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না",,,,,,,,,, সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে🙂
" আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা",,,,,🙂

২১.০৭.২৫(উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনা)

এই মেসেজ পেয়ে বাবা মায়ের কেমন লেগেছিলো ভাবতেই চোখ ভিজে যাচ্ছে..💔😔
22/07/2025

এই মেসেজ পেয়ে বাবা মায়ের কেমন লেগেছিলো ভাবতেই চোখ ভিজে যাচ্ছে..💔😔

28/01/2025
29/12/2024

ট্যালেন্ট 🤪

29/12/2024

যে মানুষটা যত বড় ভারত বিরোধী,
সে তত বড় দেশ প্রেমিক। (প্রমানিত)

কয়দিন আগে জিনিসপত্রের দাম নিয়ে কিছু লোক ফেসবুকে তুফান শুরু করেছিলো আগেই ভালো ছিলাম,আজ তারা কই কোন পোস্ট করছে না তো..?তাদ...
29/12/2024

কয়দিন আগে জিনিসপত্রের দাম নিয়ে কিছু লোক ফেসবুকে তুফান শুরু করেছিলো আগেই ভালো ছিলাম,
আজ তারা কই কোন পোস্ট করছে না তো..?
তাদের মা/খালা/আপা পরামর্শ দিয়েছিল কাঁচা মরিচ শুকনা করে রেখে,,, আবার সেটাকে পানিতে ভিজিয়ে তাজা বানিয়ে খেতে.! বেগুনির পরিবর্তে পেপনি খেতে..!
বর্তমানে পেয়াজের কেজি ২৫০/৩০০ নয়..!
((মাএ-৪০-৪৫৳)) টাকায় পাওয়া যাচ্ছে প্রতি কেজি পেয়াজ.
আর সবজির দাম তো "আলহামদুলিল্লাহ" হাতের নাগালেই আছে, বেশিরভাগ সবজিই -৩০-৩৫৳ মধ্যে প্রতি কেজি..!
৮/১০ বছরের কখনো পিয়াজের দাম এত কম ছিল না,,
মাত্র ৪০ টাকা এর আগে কোনদিনও ছিল না,,
সব সময় এই ভাবে চলতে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে,, ☺☺
ধন্যবাদ ড.ইউনুস স্যারকে,
"আলহামদুলিল্লাহ"

লাখো কোটি শুকরিয়া আদায় করি ওই রবের প্রতি, যিনি আমাদের প্রতিপালক ও রব,,,। ওই মহান রব আল্লাহ আমাদের প্রতি রহমত নাযিল করেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ।।

17/12/2024

১৯৭১ সালে পাকিস্তান দাসত্ব থেকে মুক্তি পেয়েছি

২০২৪ সালে ভারত দাসত্ব থেকে মুক্তি পেয়েছি
আগামীতে কারো দাসত্ব হতে চাই না বাংলাদেশ 😊

17/12/2024

ঘুষ চাইলে দরজা বন্ধ করে দেন, তারপর যা দেয়ার দিয়ে দেন 😊 এর চাইতে বেশি পাবলিক মিটিংয়ে আমি বলতে চাই না

- জনপ্রশাসন সচিব ❤️‍🔥

25/08/2024

সচিবালয়ে সেনাবাহিনী চলে আসছে, আলহামদুলিল্লাহ। টিএসসি থেকে ছাত্রদের দ্বিতীয় গ্রুপ এবার এগোচ্ছে সচিবালয়ের দিকে।

ঢাকাবাসী যারা রাজপথে নেমে গেসেন, রাস্তায় আনসার দেখলেই ধরবেন। এরা আপনার আমার ও আমাদের ছোটভাই-সন্তানদের ভবিষ্যত নষ্ট করতে নামসে।
আমার সন্দেহ, প্রচুর পরিমান আনসার-পুলিশ-বিজিবির ইউনিফর্ম আন্দোলন চলাকালে ছাত্রলীগের মধ্যে বিলি করা হয়েছে। এগুলি তারা ২০১৩-১৫ সালের আন্দোলনেও করতো।

ভবিষ্যতে হাঙ্গামা সৃষ্টি করতে চাইলে এসব পোশাক কাজে লাগানো হবে।

আজকের রাতে উদাহরন সৃষ্টি করেন, এরা যেন পরবর্তীতে রাস্তায় নামার আগে ইয়া নাফসী ইয়া নাফসী করে।

25/08/2024

বেঁচে থাকতে দুইটা জিনিস দেখে যেতে পারার খুব ইচ্ছা
০১. স্বাধীন ফিলিস্তিন।🥰
০২. খন্ডিত ভারত।😛

Address

Rangpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+966503573674

Alerts

Be the first to know and let us send you an email when রং লিমিটেড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category