
12/09/2025
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর কামারপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আজ প্রায় সকাল ৬টা ৩০ মিনিটে একটি গাভী একসাথে চারটি বাচ্চার জন্ম দেয়,
তবে দুর্ভাগ্যজনকভাবে চারটি বাচ্চাই মৃত অবস্থায় প্রসব হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গরুটি দীর্ঘ সময় ধরে ব্যথায় কষ্ট পাচ্ছিল। পরে স্থানীয়রা মিলে প্রসবের ব্যবস্থা করেন। কিন্তু চারটি বাচ্চা মৃত জন্ম নেওয়ায় সবার মাঝে হতাশা নেমে আসে।
সাধারণত গরু একসাথে একটি বা দুইটি বাচ্চা প্রসব করে থাকে, কিন্তু চারটি বাচ্চা একসাথে জন্মানো বিরল ঘটনা।
গ্রামবাসীরা বলছেন, এতগুলো বাচ্চা একসাথে জন্ম নেয়া সৃষ্টিকর্তার এক অদ্ভুত নিদর্শন হলেও, একসাথে চারটি বাচ্চার মৃত জন্ম সবাইকে দুঃখে ভরিয়ে দিয়েছে।
বর্তমানে গাভীটির শারীরিক অবস্থা কিছুটা দুর্বল হলেও তাকে সুস্থ করার জন্য যত্ন নেওয়া হচ্ছে।
এই ঘটনা এখন সুজাপুর কামারপাড়া এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই এটিকে প্রকৃতির অদ্ভুত খেলা বলে মন্তব্য করছেন।