04/02/2024
#একটি মানবিক সাহায্যের আবেদন
আমাদের রমজান আলী চৌধুরী হাটের দোকানদার এবং বাসিন্দা।
দীর্ঘ ১০ দিন যাবৎ আইসিউতে(ICU)মৃত্যুর সাথে লড়াই করছে ২৩ বছরের আজিজুল হাকিম রিয়াদ।সে গত ৯ দিন ধরে লাইফ সাপোর্টে আছে।
রোগ: Sepsis with acute respiratory distress syndrome with acute left ventricular failure with acute kidney injury (রিপোর্ট ছবিতে)
(তার রক্ত এবং কিডনি ইনফেক্টেড। নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে। তার হার্ট এবং লিভারেও ইনফেকশন দেখা দিয়েছে)
বর্তমানে সে চট্টগ্রাম জেনারেল ডায়াবেটিক হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছে।এরই মধ্যে প্রায় ৬ লক্ষ টাকা খরচ হয়েছে।গত ০২/০২/২৪ইং আরো ১লক্ষ ৩৫ হাজার টাকার মতো হসপিটাল থেকে বিল দেয়া হয়েছে।
তাকে বাঁচাতে হলে খুব দ্রুত উন্নত মানের হসপিটালে ডায়ালাইসিস সহ আরো অন্যান্য চিকিৎসা দেয়া প্রয়োজন।যেখানে তার চিকিৎসার জন্য প্রায় ৬-৮ লক্ষ টাকার প্রয়োজন।
এখন পরিবারের পক্ষে আর খরচ চালানো সম্ভব হচ্ছে না।তাদের ইতোমধ্যে ৪ লক্ষ টাকার মতো ঋণ করতে হয়েছে।তাই আপনাদের আর্থিক সহায়তা ভীষণ প্রয়োজন।
তার ৫ মাসের একটি কন্যা সন্তান আছে, যার মুখ থেকে এখনো বাবা ডাক শুনতে পারেনি।।
আপনারা সবাই মিলে নিজেদের জায়গা থেকে আর্থিক সাহায্য করলে হয়তো সে উন্নত চিকিৎসা পেতে পারে এবং কন্যা শিশুটি ফিরে পাবে তার বাবাকে।।
সে মোহাম্মদপুর হাই স্কুলের একজন প্রাক্তন ছাত্র (ব্যাচ-২০১৮)।
আপনাদের সবার কাছে তাই আর্থিক সাহায্য কামনা করছি।।
সাহায্য পাঠানোর নাম্বারের তালিকাঃ
১. 01880-311571 (নগদ)/বিকাশ
২.01628199223 (নগদ)/(বিকাশ)
৩. 01859449152 (নগদ)/(বিকাশ)
রোগীর সর্বশেষ আপডেট জানতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ 01818-208323 (মা)
সবাই বেশি করে শেয়ার করেন, আসসালামু আলাইকুম ।