Henna Art By Nusrat

Henna Art By Nusrat "Bridal, party, or any special event? Make your hands stunning with Henna Art by Nusrat. Bookings open now — Call or WhatsApp today!"🤍

গোপনে আমি ভেঙে গেছি খুব,পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন,আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষেরসবকয়টি সবুজ পাতা,তবুও শক্ত আছি। নি...
04/07/2025

গোপনে আমি ভেঙে গেছি খুব,
পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন,
আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের
সবকয়টি সবুজ পাতা,
তবুও শক্ত আছি।
নিজেই নিজেকে বুঝাই যে-
এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই,
ভেঙে যেতে নেই এমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদি,
তবুও নিজের ক্ষতগুলো আর
কাউকে দেখাতে যাই না।
কারণ,,, এই পৃথিবীর মানুষগুলো
আপন সেজে অনেক কিছু শিখিয়ে দিয়েছে!

পৃথিবীতে গন্তব্যে পৌঁছে দেবেএমন একটা হাতের খুব অভাব!কারণ বিশ্বাস করা প্রতিটি হাতইমাঝপথে ছেড়ে চলে গেছে,,,আর যাওয়ার সময় এট...
28/06/2025

পৃথিবীতে গন্তব্যে পৌঁছে দেবে
এমন একটা হাতের খুব অভাব!
কারণ বিশ্বাস করা প্রতিটি হাতই
মাঝপথে ছেড়ে চলে গেছে,,,
আর যাওয়ার সময় এটা ভাবে নি যে-
ওই হাতটার কি হবে?
যে হাতটা ধরে এতদূরে হাঁটলাম!❤️‍🩹

যারা স্পষ্টভাষী তাদেরকে আমার অন্যরকম ভালো লাগে!কারণ তারা আর যাই হোক অভিনয় করে না-মানুষকে ঠকায় না-বিরক্তিকর অনুভব হচ্ছে জ...
25/06/2025

যারা স্পষ্টভাষী
তাদেরকে আমার অন্যরকম ভালো লাগে!
কারণ তারা আর যাই হোক অভিনয় করে না-
মানুষকে ঠকায় না-
বিরক্তিকর অনুভব হচ্ছে জেনেও
জোর করে কোনো সম্পর্কে থাকে না-
লম্বা সময় ধরে কাউকে যন্ত্রণা দেওয়ার থেকে
সত্য বলে অল্প সময়ের জন্য
মানুষকে কষ্ট দেয়!
এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে!

Artist: Nusrat Islam
Organic Mehendi By: Henna Art by Nusrat

🌿 "অচেনা কেউ নয়, এই হাতের শিল্পী আমি নিজেই — অনুভব করেছি প্রতিটা রঙ."
23/06/2025

🌿 "অচেনা কেউ নয়, এই হাতের শিল্পী আমি নিজেই — অনুভব করেছি প্রতিটা রঙ."

🌿"এই ছোট্ট হাতে মেহেদির রঙ, যেন একটুকরো আদরের জাদু!"🌿
22/06/2025

🌿"এই ছোট্ট হাতে মেহেদির রঙ, যেন একটুকরো আদরের জাদু!"🌿

খুব সম্ভবত,,,বেশি আঘাতেই মানুষ চুপ হয়ে যায়!অনেকটা সইতে সইতেসহ্য ক্ষমতাও আর থাকে না,তখন মানুষ পাথর হয়ে যায়!অনুভূতি থাকে ঠ...
18/06/2025

খুব সম্ভবত,,,
বেশি আঘাতেই মানুষ চুপ হয়ে যায়!
অনেকটা সইতে সইতে
সহ্য ক্ষমতাও আর থাকে না,
তখন মানুষ পাথর হয়ে যায়!
অনুভূতি থাকে ঠিকি
তবে সেটা আর প্রকাশ করার ইচ্ছে থাকে না-
তারপর~ একাকিত্বকে ভালো লাগায়,
মানুষের ভীরে শ্বাসকষ্ট হবে বিধায়
নিঃসঙ্গতা অভ্যস্থ হয়ে যায়!
Artist: Nusrat Islam
Henna By: Mehendi By Mimi

#

কেউ আমাকে দুঃখ দিয়ে মেরে ফেলেকবরে রেখে আসার পরেযদি আবার সেখান থেকে তুলে সরি বলেদু'টো ভালো কথা বলে কাছে টেনে নেয়-আমি তখন ...
17/06/2025

কেউ আমাকে দুঃখ দিয়ে মেরে ফেলে
কবরে রেখে আসার পরে
যদি আবার সেখান থেকে তুলে সরি বলে
দু'টো ভালো কথা বলে কাছে টেনে নেয়-
আমি তখন পূর্বের সব ভুলে যাই,
আর নতুন করে বাঁচতে চাই!
হ্যাঁ,,,,, এটাই আমি...!
ভেঙে যাওয়ার অন্তিমে গিয়েও
একটু সহানুভূতিতে নির্লজ্জ হয়ে যাই।

দূরের ওই নিস্তব্ধ আকাশ জুড়েআভিজাত্যপূর্ণ জোসনার রাজত্ব,আর আমার হৃদয়ে দুঃখে ভরা কষ্টের ধস!আমি হাসি ঠিকই, তবে সে হাসিতে প্...
15/06/2025

দূরের ওই নিস্তব্ধ আকাশ জুড়ে
আভিজাত্যপূর্ণ জোসনার রাজত্ব,
আর আমার হৃদয়ে দুঃখে ভরা কষ্টের ধস!
আমি হাসি ঠিকই, তবে সে হাসিতে প্রাণ নেই!
বুঝি যে,,,,,
নিজের সবটা বিসর্জন দিয়ে দুঃখ কিনেছি,
কিন্তু এই বুঝ আমাকে স্বস্তির ঠিকানা দিতে পারে না।
প্রাপ্তির স্বপ্ন দেখায় না।
শুধু তিলে তিলে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়!
আর আমি অভাগা এক পা দু পা করে
সেই ধ্বংসের পথে এগিয়ে যায়..!
Artist: Nusrat Islam
Covered by: Kaveri



Color Transformation 🤍✨Artist: Nusrat Islam Covered by: Kaveri
12/06/2025

Color Transformation 🤍✨
Artist: Nusrat Islam
Covered by: Kaveri



Eid Henna Done 🤍✨
07/06/2025

Eid Henna Done 🤍✨

Address

Rarikhal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Henna Art By Nusrat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share