
04/07/2025
গোপনে আমি ভেঙে গেছি খুব,
পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন,
আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের
সবকয়টি সবুজ পাতা,
তবুও শক্ত আছি।
নিজেই নিজেকে বুঝাই যে-
এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই,
ভেঙে যেতে নেই এমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদি,
তবুও নিজের ক্ষতগুলো আর
কাউকে দেখাতে যাই না।
কারণ,,, এই পৃথিবীর মানুষগুলো
আপন সেজে অনেক কিছু শিখিয়ে দিয়েছে!