Md Dalim

Md Dalim photography video

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।১- ডোনারের যাতায়াত খরচ২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খ...
05/09/2025

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।
পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন।

অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু পরবর্তী ব্যবহারে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। হয়তো পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়। অনেক সময় প্রয়োজনীয় খাদ্য ইনটেক করার মত সুযোগ কিংবা সামর্থ্য থাকে না।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেন। নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

লাইসেন্স দিয়ে অবৈধকে বৈধ করা হবে, মাঝখানে সরকারি লোকের পকেটে টাকা ঢুকবে, আর ভুক্তভোগী ভুক্তেই থাকবে?
01/09/2025

লাইসেন্স দিয়ে অবৈধকে বৈধ করা হবে, মাঝখানে সরকারি লোকের পকেটে টাকা ঢুকবে, আর ভুক্তভোগী ভুক্তেই থাকবে?

সিএনজি অটোরিকশা মেইন রাস্তায় উঠতে পারবে না ভালো কথা। মেনে নিলাম, কিন্তু এইগুলো আবার কি এর অনুমোদন দিলো  কে?
01/09/2025

সিএনজি অটোরিকশা মেইন রাস্তায় উঠতে পারবে না ভালো কথা। মেনে নিলাম, কিন্তু এইগুলো আবার কি এর অনুমোদন দিলো কে?

সত্যের হয়ে দাঁড়াতে পারো নি, ভালো কথা।মিথ্যের হয়ে তালি বাজিও না।
31/08/2025

সত্যের হয়ে দাঁড়াতে পারো নি, ভালো কথা।
মিথ্যের হয়ে তালি বাজিও না।

“চিনোস আমারে” বলে গত ১০০ বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করতো, তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্তর...
30/08/2025

“চিনোস আমারে” বলে গত ১০০ বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করতো, তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্তর দেয়ার মতও কেউ নেই। আসলেই তাদের কেউ চিনে না আর।

গোরস্থানের সারি সারি কবরের মাঝে তার কবর কোনটা? খুঁজে বের করতে পারে না তার বংশধরেরাও। অথচ তাদের নাম শুনলে একসময় থরথর করে কাপতো মানুষ। তাদের কবরের উপর দিয়েই আজ শিয়াল কুকুর হেঁটে যায়😥

খাটের এক কোনে শুয়ে থাকা প্য্যরালাইজড লিকলিকে বৃদ্ধ মানুষটিও একদিন কথায় কথায় “দেখে নেয়ার” হুমকি দিতো। অথচ আজ তাকেই দেখার কেউ নেই। সন্তানেরাও তার খোঁজ নেয় না এটাই রিয়েলিটি 🤔

ভুলে যায় মানুষ তার অতীত, ভুলে যায় ভবিষ্যত। এটাই নিয়ম। তারপরও মানুষের কতো ক্ষমতার দাপট? মৃত্যুতে সব ধুয়ে মুছে বিলীন হয়ে যায়।

- কুল্লু নাফসিন জাইকাতুল মাউত.!
- মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ
করতে হবে!

কৈয়ারা দীঘিতে প্রবেশ করলে দীঘির অংশ শেষ হওয়া পর্যন্ত সুরা ফাতিহা থেকে শুরু করে অনেক গুলো সুরা আয়াত তেলাওয়াত করতে থাকি এবং দোয়া করতে থাকি রাব্বির হাম হুমা কামা রাব্ বা ইয়া নী ছাগিরা।

আল্লাহ আমাকে এবং সবাইকে এই মৃত্যুর কথা বেশি বেশি স্বরণ করার তৌফিক দান করুন আমিন চুম্মা আমিন 😪🤲🤲

প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট করার আগে ইঞ্জিনে যেগুলো চেক করবেন সহজে জানুন! ⠀গাড়ি আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অং...
28/08/2025

প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট করার আগে ইঞ্জিনে যেগুলো চেক করবেন সহজে জানুন!



গাড়ি আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে অনেক সময় আমরা গাড়ি চালানোর আগে ইঞ্জিনের অবস্থা ঠিকভাবে যাচাই করি না। এর ফলে হঠাৎ করে রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাওয়া, ইঞ্জিন ড্যামেজ হওয়া, বা বিপদজনক পরিস্থিতির সম্মুখীন হওয়া খুবই সাধারণ ঘটনা। তাই প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চেক করা অভ্যাস গড়ে তোলা জরুরি। চলুন জেনে নিই, কী কী জিনিস খেয়াল রাখবেন।


১. ইঞ্জিন অয়েল লেভেল চেক করুন: ইঞ্জিন অয়েল ইঞ্জিনের প্রাণ। ইঞ্জিনের ভেতরের বিভিন্ন অংশ যেন ঘর্ষণ ছাড়াই মসৃণভাবে কাজ করে, সেটি নিশ্চিত করে ইঞ্জিন অয়েল।
কীভাবে চেক করবেন: গাড়ি সমতল জায়গায় পার্ক করুন। ডিপস্টিক খুলে পরিষ্কার করে আবার ঢোকান ও বের করে অয়েলের লেভেল দেখুন। অয়েল যদি 'Low' থাকে, নির্ধারিত গ্রেডের অয়েল যোগ করুন।
লাভ: ইঞ্জিন দীর্ঘস্থায়ী হবে এবং ফুয়েল খরচও কমবে।


২. কুল্যান্ট (Coolant) বা ইঞ্জিন কুলিং সিস্টেম পরীক্ষা করুন: ইঞ্জিন অতিরিক্ত গরম হলে বড় ক্ষতি হতে পারে। এজন্য কুল্যান্ট সিস্টেম চেক করা অপরিহার্য। কীভাবে চেক করবেন:
রেডিয়েটরের কুল্যান্ট লেভেল পর্যবেক্ষণ করুন।
ওভারফ্লো ট্যাঙ্কের মধ্যে মিনিমাম ও ম্যাক্সিমাম লেভেল চিহ্নিত থাকে তা ঠিক আছে কিনা দেখুন।
লাভ: ইঞ্জিন ওভারহিটিং রোধ করা যায়।


৩. ব্যাটারি কানেকশন ও চার্জ চেক করুন: গাড়ি স্টার্ট নেয় না — এর প্রধান কারণ হতে পারে দুর্বল ব্যাটারি।
কীভাবে চেক করবেন: ব্যাটারির টার্মিনালগুলো পরিষ্কার ও শক্তভাবে সংযুক্ত আছে কিনা দেখুন। ব্যাটারির চার্জ যদি দুর্বল মনে হয়, তখন সার্ভিসিং বা পরিবর্তন করতে হবে।
লাভ: ঝামেলা ছাড়াই প্রতিদিন স্টার্ট নেয়া গাড়ি।


৪. ব্রেক ফ্লুইড পর্যবেক্ষণ করুন: নিরাপদ চালনার জন্য ব্রেক সিস্টেম ঠিকঠাক থাকা অপরিহার্য।
কীভাবে চেক করবেন: ব্রেক ফ্লুইড ট্যাংকের মিনিমাম-ম্যাক্সিমাম লেভেল দেখুন। যদি কম থাকে, নির্ধারিত ফ্লুইড যোগ করুন।
লাভ: হঠাৎ ব্রেক ফেল হওয়ার ঝুঁকি কমবে।


৫. ইঞ্জিন বেল্ট ও হোসপাইপ চেক করুন: ইঞ্জিনের সাথে সংযুক্ত বিভিন্ন বেল্ট ও পাইপ সময়ের সাথে পুরনো বা ক্ষয়প্রাপ্ত হতে পারে।
কীভাবে চেক করবেন: বেল্টে ফাটা, ছিঁড়ে যাওয়া বা ঢিলা অবস্থা আছে কিনা দেখুন। হোসপাইপে লিক বা ফাটল আছে কিনা খেয়াল করুন।
লাভ: মাঝপথে গাড়ি বন্ধ হয়ে যাওয়া রোধ করা যায়।


৬. ফুয়েল লেভেল যাচাই করুন: অনেক সময় তাড়াহুড়োতে বেরিয়ে গিয়ে দেখি ট্যাংক প্রায় ফাঁকা! তাই আগে থেকেই ফুয়েল লেভেল দেখে রাখা উচিত।
কীভাবে চেক করবেন: গাড়ির ফুয়েল গেজ দেখে বর্তমান অবস্থা যাচাই করুন। প্রয়োজনে আগেভাগেই ফুয়েল ভর্তি করুন।
লাভ: রাস্তায় অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে হবে না।


প্রতিদিন সকালে মাত্র ৫ মিনিট সময় দিয়ে ইঞ্জিনের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো চেক করলে আপনার গাড়ির জীবনকাল বাড়বে, রাস্তায় ঝামেলা কমবে এবং আপনার নিজের নিরাপত্তাও নিশ্চিত হবে।
আজ থেকেই এই ভালো অভ্যাস শুরু করুন, আর নিশ্চিন্তে চলুন আপনার গন্তব্যের পথে!

আপনার বন্ধুদের সাথেও এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন যাতে তারাও নিরাপদে গাড়ি চালাতে পারে!

23/08/2025

একজন প্রাপ্তবয়স্ক যুবক যখন হাফপ্যান্ট পরে লোকালয়ে আসবে, বুঝে নিবেন তার লজ্জা নামক সেন্সর অকেজো হয়ে গেছে..

22/08/2025
16/08/2025

🤲

এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে!
পাশ দিয়ে ছোট্র একটি পিপীলিকা যাচ্ছিল!
মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়াল!
ভাবলো একটু মধু খেয়ে নেই!
তারপর না হয় সামনে যাবো!
এক চুমুক খেলো!
বাহ্! খুব মজা তো! আর একটু খেয়ে নেই!
আরেক চুমুক খেলো!
তারপর সামনে চলতে লাগলো!
হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল!
ভাবলো,এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়?
আবার পিছনে ফিরলো!
পূর্বে মধুর একপাশ থেকে খেয়েছিল!
এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরও মজা!
এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল!
বসে বসে আরামছে মধু খাচ্ছে!
খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল!
ঐ দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে!
তখনই হঠ্যাৎ টনক নড়লো তার!
কিন্তু কতক্ষণে অনেক দেরি হয়ে গেছে!
মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে!
কিন্তু নাহ্! মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা!
অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না!
নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগল!
অবশেষে.. পিপীলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যু বরণ করল!!
এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোটা মধুর মত!
যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে তুষ্ট থাকবে সেই বেঁচে গেল!
আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল-
হারাম বাচ-বিচার না করে শুধু খেয়েই গেল,আরেকটু
আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে!
তখন আর কেউই উদ্ধার করতে পারবে না!
ধ্বংস অনিবার্য!
তার দুনিয়া ও আখেরাত দু'টোই শেষ!
হে আল্লাহ্ তুমি আমাদেরকে এই দুনিয়ার ভালাবাসায়অন্ধ করে দিওনা! আমাদেরকে হালাল-হারাম বেছে চলার তাওফিক দান করুন... আমিন!!

পাথর খাইয়া পাথর হজম করে ফেলল অথচ পরিবেশ আপা টের'ই পাইল না। চরিত্রবান চোর চুরি হওয়ার পর নিউজ।
12/08/2025

পাথর খাইয়া পাথর হজম করে ফেলল অথচ পরিবেশ আপা টের'ই পাইল না।
চরিত্রবান চোর চুরি হওয়ার পর নিউজ।

Address

Rohanpur
6320

Alerts

Be the first to know and let us send you an email when Md Dalim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Dalim:

Share