Tahmina Mitu

Tahmina Mitu যেকোনো কিছুর মাত্রাতিরিক্ততা সৌন্দর্য হারিয়ে ফেলে,ভারসাম্যই সব কিছুকে সুন্দর করে তোলে।

Facebook Ads চালাচ্ছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না? 🤔আপনার অ্যাড চলছে, টাকা খরচ হচ্ছে, কিন্তু❌ সেল নেই❌ ক্লিক পড়ছে, কিন্ত...
01/08/2025

Facebook Ads চালাচ্ছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না? 🤔

আপনার অ্যাড চলছে, টাকা খরচ হচ্ছে, কিন্তু

❌ সেল নেই

❌ ক্লিক পড়ছে, কিন্তু কেউ ইনবক্স করছে না

❌ অডিয়েন্স দেখছে, কিন্তু রিঅ্যাক্টও করছে না

কেন এমন হচ্ছে? 🤯

🔴 ভুল অডিয়েন্স: আপনার পণ্য বা সার্ভিসে আগ্রহী মানুষকে টার্গেট করছেন তো?

🔴 দুর্বল কনটেন্ট: আকর্ষণীয় পোস্ট না হলে মানুষ স্ক্রল করে চলে যাবে

🔴 স্ট্র্যাটেজির অভাব: অ্যাড চালিয়ে দিলেই কাজ শেষ নয়, সেটাকে কনভার্সনে রূপান্তর করতে হয়

সমাধান কি? ✅

💡 সঠিক টার্গেটিং: যারা সত্যিই আগ্রহী, তাদের কাছে অ্যাড পৌঁছানো

💡 ক্রিয়েটিভ কনটেন্ট: এমন ডিজাইন ও কপি ব্যবহার করুন, যা দেখে মানুষ থেমে যাবে

💡 ফানেল সেটআপ: শুধু ভিউ বা ক্লিক নয়, সেল বাড়ানোর জন্য স্ট্র্যাটেজি দরকার

17/07/2025

❤️❤️❤️❤️❤️❤️

🔥 Meta × Ray-Ban: ভবিষ্যতের চোখে দেখা যাচ্ছে নতুন প্রযুক্তির দুনিয়া! 👓🌐📌Meta সম্প্রতি Ray-Ban–এর মালিক EssilorLuxottica...
12/07/2025

🔥 Meta × Ray-Ban: ভবিষ্যতের চোখে দেখা যাচ্ছে নতুন প্রযুক্তির দুনিয়া! 👓🌐

📌Meta সম্প্রতি Ray-Ban–এর মালিক EssilorLuxottica–তে প্রায় ৩% স্টেক কিনেছে! 😲

🎯 এই অংশীদারিত্ব শুধুই আর্থিক নয় — এটি Meta–র AR/VR চশমা ও মেটাভার্স পরিকল্পনায় এক বিশাল পদক্ষেপ! Ray-Ban এর বিশ্বমানের স্টাইল এবং Meta–র cutting-edge প্রযুক্তি মিলেই তৈরি হচ্ছে আগামী দিনের স্মার্ট গ্লাস। 🤖✨

🔥 ভাবুন তো, আপনার চোখেই ভেসে উঠছে নোটিফিকেশন, কল, ভিডিও — হাত ছাড়াই!
Meta–র Ray-Ban Stories ইতিমধ্যেই চশমায় ক্যামেরা, অডিও ও AI সংযুক্ত করেছে। আর এই নতুন ইনভেস্টমেন্ট সেই ভবিষ্যৎকেই আরো কাছাকাছি আনছে! 😍🕶️

✅ AR/VR দুনিয়ায় আগ্রহী? তাহলে এই ধরনের অংশীদারিত্ব আপনার জন্য ভবিষ্যতের সেরা ইনসাইট! এখনই বিষয়টা শেয়ার করুন — আর জানিয়ে দিন, আপনি কতটুকু প্রস্তুত এই প্রযুক্তির যুগে পা রাখতে! 🚀
Digital Atik

08/07/2025
ফ্রিল্যান্সার ও স্টুডেন্টদের জন্য দারুণ আপডেট। ✅Google Meet নিয়ে এসেছে এক এক্সাইটিং ফিচার। Real-Time Translation। এখন থে...
04/06/2025

ফ্রিল্যান্সার ও স্টুডেন্টদের জন্য দারুণ আপডেট। ✅

Google Meet নিয়ে এসেছে এক এক্সাইটিং ফিচার। Real-Time Translation। এখন থেকে যেকোনো ভাষার ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারবেন সহজেই, কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছাড়াই।

ধরুন, আপনি বাংলায় কথা বলছেন আর ক্লায়েন্ট বলছে স্প্যানিশে। চিন্তার কিছু নেই। Google Meet আপনার কথা অন দ্য স্পট ট্রান্সলেট করে ক্লায়েন্টকে শুনাবে তার ভাষায়। একইভাবে ক্লায়েন্টের কথাও আপনি শুনবেন বাংলায়। পুরো কমিউনিকেশন হবে স্মুথ ও ঝামেলাহীন।

বর্তমানে এই ফিচারটি যেসব ভাষায় একটিভ:
🔸 Spanish
🔸 Italian
🔸 German
🔸 Portuguese

এখন আপনি যেকোনো দেশের ক্লায়েন্টের সঙ্গে কমফোর্টেবললি কথা বলতে পারবেন, এমনকি যদি আপনি তাদের ভাষা না-ও জানেন। এতে করে গ্লোবাল মার্কেটে কাজ করার স্কোপ আরও বেড়ে গেলো। 🔥

🤲🤲🤲🤲
03/06/2025

🤲🤲🤲🤲

03/06/2025

পরিশ্রম না করলে,,,
ভিক্ষাও জুটে না,তাহলে তুমি পরিশ্রম ছাড়া সফলতার কথা ভাবো কি করে

ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিকশন ( Limited Originality Of Content Issues) ) আসলে কিভাবে সমাধান করবেন!🤯সমাধানের জন্য যা যা ক...
31/05/2025

ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিকশন ( Limited Originality Of Content Issues) ) আসলে কিভাবে সমাধান করবেন!🤯

সমাধানের জন্য যা যা করবেন:

১. আপনার ফেসবুক একাউন্ট বা পেইজে অন্য কারো কন্টেন্ট আপলোড থাকলে ডিলেট করে দিন!
২. যেকোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কোনো কন্টেন্ট থাকলে সেগুলোও ডিলেট করে দিন!
৩. আপনার ভিডিও অন্য কেও রাইট ম্যানেজার নিয়ে ক্লেইম করলে, সেগুলো সরিয়ে ফেলুন!
৪. সম্ভব হলে প্রতি ১-২ দিন পর পর লাইভ করুন।
৫. ১০০% নিজস্ব কন্টেন্ট ,অডিও, ভিডিও ব্যবহার করুন
৬. এসব করার পরে, Appeal Option আসলে, সেখান থেকে এপ্লাই করুন

আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারীইনশাআল্লাহ যা হবে ভালোই হবে।
31/05/2025

আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী
ইনশাআল্লাহ যা হবে ভালোই হবে।

Address

Rupasdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmina Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share