Jago Rupganj

Jago Rupganj all time news

25/08/2024

পুজা মন্ডবে আনসারসহ সকল বাহিনীর লোক নিয়োজিত করার পূর্বেই ঘাচাই বাছাই করতে হবে তারা সঠিক না ভূয়া।

25/08/2024

আপনারা দশের দানের টাকায় ভাড়া খরচ ও খানা খাইছেন? না হলে আলহামদুলিল্লাহ

22/08/2024

আমাদের দেশের জ্ঞানীগুণী রা ৫৩ বছর কি করেছেন এ বাঁধের বিকল্প ব্যবস্থায়?

ফকিন্নীরা বাঁধ দিতে পারে, ডিজিটাল দেশ পারেন না।
আমরা সবাই সহযোগিতা করব এ বাঁদের বিকল্প বাঁধ করার জন্য।

09/08/2024

আমার মতামত
দেশের ক্ষতি পুরনে সহায়ক ভূমিকা হবে সরকারি ছুটি ১ দিন বহার রাখা।

09/08/2024

মুসলমানদের বসবাসরত দেশে ছবি মূর্তি স্থাপন করার প্রয়োজন নাই। পাপের কাজ ছাড়ব, নেকের কাজ ধরব। ইনশাআল্লাহ

15/07/2024

আমরা সৃষ্টাচার ও নম্র আচরণ শিকব ও মানব। দুনিয়াতে পরকালে জান্নাত পাব ইনশাআল্লাহ।

26/04/2024

জর্দা দিয়ে গাল ভরে পান খায় আবার মোনাজাতের দাওয়াত দেয়!! ইসতিস্কার সালাত আদায় জর্দা খোর ইমাম!!

27/03/2024

আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা র দয়া রহমতে মা ও ছোট ছেলে দুজনেই সুস্থ্যতার নেয়ামতে আছেন।

23/03/2024

জ্ঞান যার বিকশিত তার জন্য সহজ।
১. সিএস প্রশ্ন
২. এসএ (বাবা)
৩.আরএস (মা)
৪. মাঠপর্চা (ছেলে)
৫. বিএস ( প্রস্তুতি সাজাচ্ছেন)
জমির বড় বিপদ / সমাধান এমন রেকড। উপজেলা নিয়ন্ত্রণে ১. এমপি ২. উপজেলা চেয়ারম্যান ৩. মেয়র/ ইউপি চেয়ারম্যান / কাউন্সিলর/ মেম্বার। সোনায় সোহাগা রূপগঞ্জ। সেবা কেন ধারে ধারে। সব সেবা..... ঘরে।

23/03/2024

পথভ্রষ্ট আলেম উম্মতের জন্য ফিতনা‼️
📣 রাসূল সাঃ বলেছেনঃ
সমাজে অসংখ্য পথভ্রষ্ট আলেম থাকবে, যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে।
📚 বুখারী- ৭০৮৪, ৩৬০৬, ৩৬০৭,
মুসলিম- ৩৪৩৫

📣 আবূ যার (রাঃ) বলেছেন,
“আমি নবী ﷺ-এর নিকটে একদিন উপস্থিত ছিলাম এবং আমি তাঁকে বলতে শুনেছি, ‘এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মাহ্‌-এর জন্য দাজ্জালের অপেক্ষাও অধিক ভয় করি।’ তখন আমি ভীত হয়ে পড়লাম, তাই আমি বললাম,
‘হে আল্লাহ্‌র রসূল! এটি কোন জিনিস, যার ব্যাপারে আপনি আপনার উম্মাহ্‌-এর জন্য দাজ্জালের চাইতেও অধিক ভয় করেন?’
তিনি [নবী ﷺ] বললেন,
‘পথভ্রষ্ট ’আলিমগণ।’”
📚 -মুসনাদ আহমাদ, হাদীস নং. ২০৩৩৫

অন্য বর্ণনায় এসেছে: শাদ্দাদ ইবনে আউস রা. থেকে বর্ণিত,

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "إِنِّى لاَ أَخَافُ عَلَى أُمَّتِى إِلاَّ الأَئِمَّةَ الْمُضِلِّينَ، فَإِذَا وُضِعَ السَّيْفُ فِى أُمَّتِى لَمْ يُرْفَعْ عَنْهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ.

📣 নবী ﷺ বলেছেন,
“নিশ্চয়ই আমি আমার উম্মাহ্‌-এর জন্য কোন কিছুরই ভয় করি না, পথভ্রষ্ট ’আলিমগণ ব্যতীত‼️
এভাবে, যখন আমার উম্মাহ্‌-এর বিরুদ্ধে তলোয়ার উঠানো হবে, এটা তুলে নেওয়া হবে না বিচার দিবস পর্যন্ত।”

📚 -মুসনাদ আহমাদ, হাদীসঃ নং. ১৬৪৯৩, ২১৩৬০, ৩১৩৫৯, ২০৩৩৪, এবং, আদ্-দারিমী, হাদীস নং. ২১১ ও ২১৬।

Address

Rupganj
Rupganj
1464

Telephone

+8801930723272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jago Rupganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jago Rupganj:

Share