20/10/2025
দুঃখে মন ভারী হলে হাতে মেহেদী দিই, মনে হয় কষ্ট গুলো গলে যায় রঙে রঙে।
আবার মনে যখন খুশি থাকে, তখন ও হাতে মেহেদী দিতে বসি, আনন্দটা যেন হাতের তালুতে ফুটে ওঠে।
আমার কাছে মেহেদী এক আশচযর্ ওষুধ, যা দুঃখে সান্তনা দেয়, খুশিতে সৌন্দর্য আনে।
Artist Mehedi touch by sovnam
S P Rifa