Freelancer Lipy

Freelancer Lipy Hi I'm Lipy Akter.I'm A Digital Marketer..

🔰 চলুন জেনে নেই আর্নিং সোর্স এর জন্য লিড জেনারেশন টুলস গুলো কি কি হতে পারে?➡️LinkedIn ও ফেইসবুক এর গ্রুপ ও পেজ মেম্বার এ...
26/06/2024

🔰 চলুন জেনে নেই আর্নিং সোর্স এর জন্য লিড জেনারেশন টুলস গুলো কি কি হতে পারে?

➡️LinkedIn ও ফেইসবুক এর গ্রুপ ও পেজ মেম্বার এক্সট্র্যাক্ট করার জন্য Prospects জনপ্রিয় টুল, ইনস্টাগ্রাম মেম্বার, ইনস্টাগ্রাম লিড কালেক্ট এর জন্য leadstal জনপ্রিয়

➡️ এছাড়াও ইমেইল মার্কেটিং, ক্যাম্পেইন সেট-আপ, ইমেইল টেম্পলেট ডিজাইন এর জন্য মেইল চিম্প, Mailerlite, Active Campaign, Klaviyo জনপ্রিয় কিছু প্লাটফর্ম।




🔰ঘরে  বসে আয় করার নিশ্চিত উপায়:➡️মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে আয় ...➡️ ব্লগিং করে আয় ...➡️ ঘরে বসে গুগল অ্যাডসেন্...
25/06/2024

🔰ঘরে বসে আয় করার নিশ্চিত উপায়:

➡️মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে আয় ...
➡️ ব্লগিং করে আয় ...
➡️ ঘরে বসে গুগল অ্যাডসেন্স থেকে আয় ...
➡️ অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় ...
➡️ হন ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ...
➡️ ইউটিউব থেকে আয় ...
➡️ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ঘরে বসে আয় ...
➡️ কন্টেন্ট রাইটার/ আর্টিকেল লিখে আয় করুন

🔰আপনি চাইলেই ঘরে বসে বিভিন্ন টপিক এর ওপর স্কিলড হয়ে নিজের আয় শুরু করতে পারেন।



23/06/2024

Alhamdulillah 🤲
Simple House design with MS Powerpoint 🥰🌸



🔴 সঠিক গাইডলাইনের অভাবে অনেকের স্কিল থাকা সত্ত্বেও কাজ পাচ্ছে না ❗❓❓👉_যেখানে অন্য মার্কেটপ্লেসে মোটামুটি বড় একটা প্রজেক্...
23/06/2024

🔴 সঠিক গাইডলাইনের অভাবে অনেকের স্কিল থাকা সত্ত্বেও কাজ পাচ্ছে না ❗❓❓
👉_যেখানে অন্য মার্কেটপ্লেসে মোটামুটি বড় একটা প্রজেক্ট প্রাইস ২৫ ডলার হয়, সেখানে #আপওয়ার্কে ২৫+ ডলার চার্জ করতে পারবেন মাত্র এক ঘন্টার জন্য।। 😍😍😮

🤷‍♀️ অনেকে বলে থাকেন, মার্কেটপ্লেসে আগের মতো কাজ পাওয়া যায় না কিন্তু আপনার যথোপযুক্ত স্কিল থাকলে এবং কাজ সম্পর্কে সঠিক ধারণা থাকলে কাজের অভাব হবে না ইনশাআল্লাহ😇😇😇



 #সাম্প্রতিক_এক_আতঙ্কের_নাম  #রাসেল_ভাইপার_সাপ  ়ে_আমাদের_করনীয়_বর্জনীয়রাসেল ভাইপার সাপটি এতোই বিষধর সাপ, যার দংশনের প...
20/06/2024

#সাম্প্রতিক_এক_আতঙ্কের_নাম
#রাসেল_ভাইপার_সাপ
়ে_আমাদের_করনীয়_বর্জনীয়

রাসেল ভাইপার সাপটি এতোই বিষধর সাপ, যার দংশনের পর ব্যক্তির অঙ্গহানি,অঙ্গের পচন, স্নায়ুবৈকল্য ,রক্তপাত এমনকি হতে পারে মৃত্যুও । সাপটির দ্রুত বংশ বিস্তার করার ক্ষমতা থাকায় এটি বর্তমানে দ্রুত ছড়িয়ে পড়ছে। গ্রাম থেকে শহর কোনো জায়গা যেন বাকি নেই, সর্বত্র সাপটির বিস্তার।
শুধু কৃষি ক্ষেতেই নয় বাসার ভেতরেও ডুকে পড়ার নিউজ ইতিমধ্যে দেখা গেছে।
এমন একটা নিউজ স্বাভাবিক ভাবে সবার কাছে চিন্তারই। কিন্তু কোনো পদক্ষেপ এখন পর্যন্ত সরকার বা কোনো কর্তৃপক্ষ নেয়নি।

তাই এমন পরিস্থিতিতে বিষধর প্রাণী থেকে হিফাজতের জন্য দুআ করার বিকল্প কিছু নেই।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)

দোয়াটি হলো :

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিং শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমাসমূহের ওসিলায় তাঁর নিকট তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই।

আর মনে রাখতে হবে সাপটি যদি দংশন করেই ফেলে তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কোনো পরিস্থিতিতেই ওঝা,কবিরাজ কিংবা বৈদ্যর কাছে যাওয়া যাবে না।

নিজে সতর্ক হোন এবং অন্যকে সতর্ক করতে পোস্টটি শেয়ার করতে পারেন আপনিও।

Copy post

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌸🥰  ঈদ মোবারক 🌙🥰
17/06/2024

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌸🥰
ঈদ মোবারক 🌙🥰

উপরে যে ছবিটি দেখছেন, এটা বিশ্বের অন্যতম বিধ্বংসী ক্রিকেটার ক্রিস গেইলের এক সময় বাড়ি ছিল। এই ছোট্ট বাড়িতে যেখানে দুটো...
13/06/2024

উপরে যে ছবিটি দেখছেন, এটা বিশ্বের অন্যতম বিধ্বংসী ক্রিকেটার ক্রিস গেইলের এক সময় বাড়ি ছিল। এই ছোট্ট বাড়িতে যেখানে দুটো রুম, একটা রুমে থাকতো বাবা-মা আর একটা রুমে ক্রিস গেইল থাকতেন ৫ জন ভাই বোনের সাথে।

ওই ছোট্ট রুমে দুটো সিঙ্গেল বিছানা ছিল যার একটি তার বোন দখল করে নিতেন, আরেকটি সিঙ্গেল বেডে চার ভাই মিলে চলত জায়গা দখলের লড়াই। সেখান থেকে উঠে এসেছেন ক্রিস গেইল।
এতটা কঠিন জায়গা থেকে উঠে এসে হয়েছেন বিশ্বের সবথেকে বিধ্বংসী ক্রিকেটারদের অন্যতম, আর আজ নিজের বাড়ির নিচে তৈরি করেছেন এমন সংস্থা যার হাত ধরে তার আইল্যান্ড জ্যামাইকার হাজারো মানুষ দুবেলা দুমুঠো খেতে পারছে।

অত্যন্ত কঠিন জায়গা থেকে উঠে আসার ফলে, তিনি জানেন দুমুঠো অন্নের প্রয়োজনীয়তা কতটা। তাই শুধু ওয়েস্ট ইন্ডিজ নয় সারা বিশ্বে ক্রিস গেইল একজন সুপারস্টার।
একদম ট্রুলী একজন লেজেন্ড ♥️

💥একজন মানুষ চাইলে কি না পারে...শুধু স্বপ্ন টা কে বাঁচিয়ে রাখতে হয় ...সেটা নিয়ে কাজ করে যেতে হয়...সামনের দিকে এগিয়ে দেখতে হয়...পিছনে কি হলো সেটা আর দেখার প্রয়োজন নেই...শুধু শিক্ষা টা নিয়ে চললেই হলো

💥আপনি তো এর চেয়ে অনেক বেশি ভালো অবস্থানে আছেন ...তাহলে আপনার স্বপ্ন পুরন বাধা কোথায়..?!



❤️‍🔥𝗪𝗵𝘆 𝗶𝗻𝘃𝗲𝘀𝘁 𝗳𝗼𝗿 𝘆𝗼𝘂𝗿𝘀𝗲𝗹𝗳 𝗼𝗿 𝘄𝗵𝘆 𝗶𝘁 𝗶𝘀 𝗶𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝘁❤️‍🔥⁉️নিজের জন্য বা নিজের ওপর ইনভেস্ট করা কেনো প্রয়োজন.?কারণ👉🔰নিজের ও...
12/06/2024

❤️‍🔥𝗪𝗵𝘆 𝗶𝗻𝘃𝗲𝘀𝘁 𝗳𝗼𝗿 𝘆𝗼𝘂𝗿𝘀𝗲𝗹𝗳 𝗼𝗿 𝘄𝗵𝘆 𝗶𝘁 𝗶𝘀 𝗶𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝘁❤️‍🔥⁉️
নিজের জন্য বা নিজের ওপর ইনভেস্ট করা কেনো প্রয়োজন.?
কারণ👉

🔰নিজের ওপর বিনিয়োগ করা বলতে মূলত বুঝানো হয় নিজেকে যে কোনো বিষয়ের ওপর দক্ষ করে তোলা। তবে আপনাকে এমন বিষয়ের ওপর ইনভেস্ট যেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমন পসিবিলিটি কম।

🔰ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই ভেবে চিন্তে ইনভেস্ট করতে হবে।যখন ইনভেস্ট করবেন ওই নির্দিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তি এমন কোনো ব্যক্তির আয়ত্তে থেকে নিজেকে দক্ষ করে তুলতে পারেন।

🔰তবে ইনভেস্টমেন্ট দুই প্রকার।1. সময় 2. অন্যটি অর্থ।
এই দুটি জিনিষ জিনিষ ই যদি ভুল জায়গায় বিনিয়োগ করেন তবে অনেক বেশি পিছিয়ে পড়বেন।

💥মনে রাখবেন বর্তমান যুগে কেউ কারো জন্য অপেক্ষা করে না।নিজের জায়গা নিজে তৈরি করে নিতে হয়। তাই দেরি না করে self investment এর ওপর মনোযোগ দিন💥


‪“Being different is your super power.”‬
11/06/2024

‪“Being different is your super power.”‬


🍀আল্লাহর সৃষ্টি সবার জন্য সময় ২৪ ঘণ্টা। এই সময়ের মধ্যে যা করার করতে হয় ... কেউ হয়তো এই সময় কে কাজে লাগিয়ে জীবনের স...
10/06/2024

🍀আল্লাহর সৃষ্টি সবার জন্য সময় ২৪ ঘণ্টা। এই সময়ের মধ্যে যা করার করতে হয় ... কেউ হয়তো এই সময় কে কাজে লাগিয়ে জীবনের সর্বচ্চো চূড়ায় পৌছে যাচ্ছে ,আবার হয়তো অনেকে সেই একই সময়ে কি করবে সেটা ভাবতে ভাবতে দিশেহারা।

💥মনে রাখবেন একজন সফল মানুষের জন্য যত টুকু সময় বরাদ্দ ,একজন ব্যার্থ মানুষের জন্য ঠিক একই সময় বরাদ্দ💥

🍀এখন আপনি ভেবে দেখেন আপনার সময়টা আপনি কিভাবে কাজে লাগাবেন🍀




💥𝐈𝐧𝐩𝐮𝐭➤ 𝐏𝐫𝐨𝐜𝐞𝐬𝐬 ➤ 𝐎𝐮𝐭𝐩𝐮𝐭 =𝐩𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐢𝐨𝐧এটা একটা চিরন্তন সত্য প্রক্রিয়া। ☺️নিউটনের একটি সূত্র আছে যে 🤔প্রত্যেক ক্রিয়ারই সমা...
07/06/2024

💥𝐈𝐧𝐩𝐮𝐭➤ 𝐏𝐫𝐨𝐜𝐞𝐬𝐬 ➤ 𝐎𝐮𝐭𝐩𝐮𝐭 =𝐩𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐢𝐨𝐧
এটা একটা চিরন্তন সত্য প্রক্রিয়া। ☺️
নিউটনের একটি সূত্র আছে যে 🤔

প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে৷👉👈

তার মানে হলো 🤔
যেমন কর্ম তেমন ফল💪🏋️‍♂️

আমের চারাগাছ লাগালে সেখানে যেমন আমই আসবে🥭কাঠালের চারা লাগালে কাঠালই আসবে। কিন্তু আমের চারা লাগিয়ে কাঠাল প্রত্যাশা করা যাবেনা। ❌❌❌
শুয়ে বসে সময় নষ্ট করবেন, জীবনে কিছু করার পথ পাবেন না।
সঠিক পরিকল্পনায় পরিশ্রম করবেন, জীবন উজ্জ্বল হবে। সোজা হিসাব।
যত ঝুঁকি নিবেন ততই লাভবান হবেন।
হেটে যাবেন দেরি করবেন, দৌড় দিবেন তারাতাড়ি যেতে পারবেন।

তাই সময়কে কাজে লাগান।
ভালো কিছু ইনপুট দিয়ে যথাযথ প্রসেসিং করে ভালো কিছু আউটপুট বের করুন।





06/06/2024

২১ বছরের পর থেকে -

✔ যারা আড্ডায় বসে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে,
✔ যারা আড্ডায় বসে ক্রিয়েটিভ আলোচনা করে,
✔ যারা আড্ডায় বসে অন্যের ভালো দিকগুলো খুঁজে বের করে,
✔ যারা আড্ডায় বসে নতুন আইডিয়া খুঁজে বের করার চেষ্টা করে,.. তাদের সাথে চলুন, বসুন, হাঁটুন, আড্ডা দিন 🖤

আর যদি এমন কোনো বন্ধু খুঁজে না পান, then please change your friends ♻

Don't forget, your friends define YOU 💯

আপনার সোশ্যাল মিডিয়া নিউজ ফিড যদি,

❎ কম্পলেইন
❎ এন্টারটেইনমেন্ট
❎ তর্ক-ঝগড়া
❎ সেলিব্রেটি
❎ মিডিয়া ননসেন্স
❎ রাজনীতি
❎ বাগবিতন্ডা
❎ ট্রলিং
.. দিয়ে ঢেকে যায়, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া থেকে ভালো কিছু আশা করতে পারেন না ❌

২০২৪ এর ভেতরেই - আপনার ইকোসিস্টেম চেইঞ্জ করুন ♻️

নিউজ ফিড'কে,

☑️ স্বাস্থ্য
☑️ ব্যবসা
☑️ অর্থনীতি
☑️ জ্ঞান
☑️ তথ্য - তত্ত্ব
☑️ সেলফ ডেভেলপমেন্ট
☑️ মোটিভেশন আর এডুকেশনাল কন্টেন্টে ঢেকে ফেলুন!

আমার টার্গেটও এটাই - More Positivity, Less Stupidity 💪

প্রত্যেকদিন অন্তত ১টা কাজের কন্টেন্ট, প্রয়োজনের কন্টেন্ট পেতে চাইলে - সেইভ করে শেয়ার করে ফেলুন
©


Address

Sachar, Kachua, Chandpur
Sachar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Lipy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share