H M ANAS AMINE

H M ANAS AMINE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from H M ANAS AMINE, Digital creator, Sadar Upazila.
(1)

আসসালামু আলাইকুম, সম্মানিত ফলোয়ারস বৃন্দ। আমি আপনাদের সাথে আছি সব সময় হাঃ মাওঃ মোঃ আনাছ আমিনী হাফিঃ। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। মুঠোফোন 01619275040

আমার বিধবা মাকে হুমকি দেওয়া হচ্ছে।বললেন পাথর দিয়া শহীদ করা সোহাগ ভাইয়ের ছোট ছেলে।
16/07/2025

আমার বিধবা মাকে হুমকি দেওয়া হচ্ছে।
বললেন পাথর দিয়া শহীদ করা সোহাগ ভাইয়ের ছোট ছেলে।

পরিবারের সন্ধান পেতে পোস্টটি দয়া করে শেয়ার করুন।নামঃ খাদিজা জেলাঃ চাদপুরউপজেলাঃ ফরিদগন্জগ্রামঃ দেইচরবাবার নাম: এনায়েত ...
16/07/2025

পরিবারের সন্ধান পেতে পোস্টটি দয়া করে শেয়ার করুন।
নামঃ খাদিজা
জেলাঃ চাদপুর
উপজেলাঃ ফরিদগন্জ
গ্রামঃ দেইচর
বাবার নাম: এনায়েত উল্লাহ
বড় ভাইয়ের নাম: রবিউল আউয়াল

⚠️ সড়ক দুর্ঘটনায় এক্সিডেন্ট হয়ে বর্তমানে বরিশাল শেরেবাংলা হাসপাতালে ভর্তি রয়েছে সে তার পরিবারের নাম্বার বলতে পারতেছে না তাই পরিবারের সন্ধান পেতে সহযোগিতা করুন।

যোগাযোগঃ (+8801798629837 মোঃ হানিফ ফরাজী) এই নাম্বারে যোগাযোগ করুন।

16/07/2025

যেই প্রশাসন একটি জেলার নিরাপত্তা দিতে ব্যর্থ তাদের দ্বারা 64 জেলার নির্বাচন কিভাবে সম্ভাব আমার বুঝে আসেনা।

16/07/2025

আজকে ছাত্র জনতার উপর যদি কিছু হয় বাংলাদেশের আওয়ামীলীগের ঘরে ঘরে আগুন জ্বলবে, ইনশাআল্লাহ।

16/07/2025

গোপালগঞ্জে ছাত্র জনতার পাশে কোন কোন রাজনৈতিক দল দাঁড়িয়েছে এটা দেশের জনগণ জানতে চায়।

16/07/2025

যারা ইমাম খতীব মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষক নি'র্যা'ত'ন করেন। তাদের সাথে প্রথমে সুন্দর ও বিনয়ী ভাষায় শানে সাহাবার দায়িত্বশীলগণ সর্বোচ্চ সম্মানের সাথে কথা বলেন। যারা সু-মানুষ, তারা শানে সাহাবার এ বিনয়কে সম্মান করেন। তাঁর কৃতকর্মের জন্য অনুতপ্ত হন, ক্ষমা চান। আমরাও এসব ঘটনা সামাজিকভাবে মিমাংসা করে থাকি। ভবিষ্যতের জন্য তাদেরকে সতর্ক করি।

কিছু অপরাধী এমন আছেন, যখন আমরা তাদের কাছে জানতে চাই; কেন ইমাম খতীব মুয়াজ্জিন বা মাদরাসা শিক্ষকের উপর জুলুম করা হল? তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করেন। ভাব নেন, ভয় দেখান। ভাবেন দুই টাকার কোন মৌলভী বুঝি ফোন করেছে। তাই তিনি বাগাড়ম্বর গলায় কথা বলেন। আমাদের প্রতিনিধিকে পাত্তা দেন না। বরং ফাঁফরবাজি করেন। আমরা তখন তার বিরুদ্ধে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে থানায় কিংবা ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করি। বড় দূর্ঘটনা হলে শুরুতেই ভিকটিমকে দিয়ে এজাহার বা মামলা করাই।

কোন কোন অপরাধী থানার লিখিত অভিযোগকে গুরুত্ব দেন না। পাত্তা দেন না। এটা বেশি দেখা যাচ্ছে ৫ আগস্টের পরে। অর্থাৎ কতিপয় পাতি নেতা পুলিশকে গুরুত্বপূর্ণ মনে করেন না। আমাদের অভিযোগের প্রেক্ষিতে তারা থানার ডাকে আসতে চান না। ভাবেন, আমিতো অমুক দলের এই, তমুক দলের সেই। তখন শুরু হয়ে যায় শানে সাহাবার তৃতীয় পদক্ষেপ।

তৃতীয় পদক্ষেপে আমরা ভিকটিমকে দিয়ে থানায় জিডি বা সাধারণ ডায়েরি করাই। উক্ত জিডি তদন্ত কর্মকর্তা আদালতে নিয়ে যান। ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উক্ত জিডি প্রসিকিউশন করারপর একজন পুলিশ অফিসারের মাধ্যমে অভিযোগ তদন্ত হয়। এতকিছু করার শুরুতেই আমরা যেহেতু ঘটনার প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে ফেলি; তাই সাধারণত জিডির তদন্ত আমাদের পক্ষেই চলে আসে। এতেকরে ইমাম খতীব মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষক নি'র্যা'ত'ন'কারী বহু বাঘ পরে শিয়ালের ভুমিকা নিয়ে শানে সাহাবার কাছে ক্ষমা চাইতে আসেন।

তখন আর শানে সাহাবার কিছুই করার থাকে না। বেচারা পাতি নেতা তখন গলায় মামলার ঘন্টি নিয়ে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে থাকেন।

আমরা চাই এসব পাতি নেতারা রাস্ট্রের আইনকে সমীহ করুন। যত্রতত্র নেতাগিরি বন্ধ করুন। তাহলেই তাদের জন্য তা কল্যাণকর হবে। কারণ ইমাম খতীব মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকগণ এখন আর সামাজিকভাবে এতিম নন। তাদের মাথার উপর একটা সংগঠন আছে। যার নাম- 'শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন।'

ফালিল্লাহিল হামদ।

-চেয়ারম্যান,
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন।

16/07/2025

নিকট অতিত থেকে
শিক্ষা নিন
না হলে ধ্বংস হতে দেরি হবে না

তিনি এমন একজন নেতা যিনি নেতা নয় দায়িত্বশীল গড়ার কারিগর,, নেতা তো অনেকেই তৈরী করতে পারেন কিন্তু দায়িত্বশীল নেতা কয়জনে তৈর...
16/07/2025

তিনি এমন একজন নেতা যিনি নেতা নয় দায়িত্বশীল গড়ার কারিগর,, নেতা তো অনেকেই তৈরী করতে পারেন কিন্তু দায়িত্বশীল নেতা কয়জনে তৈরি করতে পারেন।

আমিরে মজলিস আল্লামা মামুনুল হক দাঃ বাঃ
দায়িত্বশীল আদর্শবান নেতা গড়ার কারিগর।
বারাকাল্লাহ ফি হায়াতি।

,,,,,,,,,,,,,,বিশেষ দ্রষ্টব্য,,,,,,,,,,,
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদগঞ্জ থানা কমিটি গঠন আগামী ১৯ জুলাই ২৫ ইং শনিবার সকাল ৯টায় ফরিদগঞ্জ পৌরসভা মধ্যে।

ফরিদগঞ্জের ওলামায়ে কেরাম সকলে আমন্ত্রিত আমার পরিচিত যারা রয়েছেন কমিটিতে উপস্থিত থাকতে চান আপনারা আমার সাথে কল দিন 01619-275040

মাওলানা রেজাউল করিম আবরার আমাদের সম্পদ। লেখক ও বক্তা হওয়ার সুবাদে তার চিন্তা-চেতনা নিয়ে আমাদের সুস্পষ্ট ধারণা আছে। উনি ক...
15/07/2025

মাওলানা রেজাউল করিম আবরার আমাদের সম্পদ। লেখক ও বক্তা হওয়ার সুবাদে তার চিন্তা-চেতনা নিয়ে আমাদের সুস্পষ্ট ধারণা আছে। উনি কখনোই পাকিস্তানপন্থী কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন না, থাকার প্রশ্নও আসেনা। অতএব উত্থাপিত অভিযোগ ও মামলা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।

আসিফ আদনান ও জাকারিয়া মাসুদ ভাই জুলাই গণঅভ্যুত্থানে জোরালো ভূমিকা রেখেছেন। উনাদের চিন্তার সাথে দ্বিমত থাকতে পারে। তাই বলে মামলা দিয়ে ট্যাগিংয়ের রাজনীতিতে যারা ফিরতে চায় তারা এখনো হাসিনার আমল থেকে বের হতে পারেনাই।

চব্বিশ পরবর্তী বাংলাদেশে হাসিনার স্ক্রিপ্টে যারা নাটক লিখতে চায় তারা সর্বাত্মক প্রতিরোধের মুখে পড়বে। কোন প্রমাণ ছাড়া শুধুমাত্র আলেম ও ইসলামপন্থী হওয়ার কারণে ট্যাগ লাগিয়ে হত্যাযোগ্য করে তোলার কারিগরদের আমরা চিহ্নিত করছি। ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সমুচিত জবাব দেওয়া হবে।

15/07/2025

চাঁদপুর বাসস্ট্যান্ড টু বাবুরহাট মেইন রোডের পাশেই একটি মাদরাসা হাত বদল হবে, আগ্রহীগন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
01619-275040

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতা।এখন বলুন যুদ্ধ করলেন গতকাল চরমোনাইর বিরুদ্ধে...
15/07/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতা।

এখন বলুন যুদ্ধ করলেন গতকাল চরমোনাইর বিরুদ্ধে
এখন আবার এক মঞ্চে। কথা হলো যুদ্ধ করতে হবে সেটা হলো আত্মসমালোচনার গঠনমূলক সমালোচনার যুদ্ধ।
একে অন্যের ভুল গুলো তুলে ধরতে হবে। ভুল পর্যালোচনা করে শুধরে নিতে হবে। এটাই হলো রাজনৈতিক শ্রষ্টচার ও সৌন্দর্য।

-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত 'গণ‌অভ্যুত্থানের বাঁক বদলের দিন' শীর্ষক আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান ভাই ।

15/07/2025

যুব দলের যুব নেতার এই জদি হয় আচার ব্যবহার ক্ষমতায় আসলে তাহলে কি করবে তারা এটা কি কখনো ভাবছেন।

বাবার বয়সী লোকটা হবে,মনে যে কত কষ্ট পেয়েছে তাই না। এই কষ্টগুলোই যথেষ্ট আগামী নির্বাচনের হাদিয়া এখন থেকেই শুরু।

এখনো সময় আছে বিএনপির তৃণমূল ও পাতিনেতাগুলো জনাব Tarique Rahman সাহেবের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে এবং মানে তাহলে অবশ্যই আমাদের দেশ ও জনগণ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

Address

Sadar Upazila

Telephone

+8801619275040

Website

Alerts

Be the first to know and let us send you an email when H M ANAS AMINE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H M ANAS AMINE:

Share