Aitijya NEXTO

  • Home
  • Aitijya NEXTO

Aitijya NEXTO I will design PowerPoint presentation, google slides, PowerPoint template, pitch deck

====গাঁদা ফুল ও আমার স্কুল জীবন===== # #গাঁদা ফুলের সাথে জীবনের একটা গভীর সম্পর্ক জড়িয়ে রয়েছে।  বিদ্যার দেবী সরস্বতী ...
06/02/2024

====গাঁদা ফুল ও আমার স্কুল জীবন=====
# #গাঁদা ফুলের সাথে জীবনের একটা গভীর সম্পর্ক জড়িয়ে রয়েছে। বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজার সময় গাঁদা ফুলের ব্যাপক ব্যবহার রয়েছে। স্কুল জীবনে অন্যের বাড়ি থেকে গাঁদা ফুল চুরি করে মালা বানিয়ে সরস্বতী পূজার দিন সকাল সকাল শেম্পু দিয়ে স্নান করে মাথার চুল ফুলিয়ে গাঁদা ফুলের মালাটি হাতে পেঁচিয়ে স্কুলে যাওয়ার কত যে পরিকল্পনা থাকতো সেটি বলাই বাহুল্য। পুজোর শেষে অঞ্জলিতে সামনের কাতারে বসতে হবে। কেননা অঞ্জলি শেষে যখন সবাই গাঁদা ফুলের পাপড়ি গুলো মায়ের উদ্দেশ্যে ছুড়ে মারবে সেই পাপড়ির কিছু অংশ শ্যাম্পু করা চুলে জড়িয়ে থাকবে। এটি ছিল চিরাচরিত একটি দৃশ্য। এছাড়াও এই ফুলের বহুবিধ ব্যবহার সরস্বতী পূজার দিনে হতো। যেমন ফুল বিনিময়ের মাধ্যমে বন্ধুত্ব হতো, দীর্ঘদিনের মান-অভিমান ভাঙ্গানো হতো। কারো দিকে ফুলটা ছুড়ে মেরে একদিকে যেমন দুষ্টু মিষ্টি হাসি উপভোগ করার সুযোগ হতো। তেমনি কারো কারো কাছ থেকে উত্তপ্ত ভাষায় বকাঝকা ও পাওয়া যেত। আজ হঠাৎ করে গাঁদা ফুলের গাছটি দেখে স্কুল জীবনের দিনগুলোর কথা ভীষণভাবে স্মৃতির পটে ভেসে উঠছিল। সেই অনুভূতিটা কিছুটা প্রকাশ করার প্রয়াস মাত্র। সেই গাঁদা ফুল এখনো প্রকৃতির নিয়মে ফুটছে। এখনো বিদ্যার দেবী সরস্বতী মায়ের পুজো নিয়মিত হচ্ছে। শুধু সময়ের স্রোতে আমার সেই অবস্থানটা নেই।

শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রোফাইলে কভার ফটো হিসেবে নিজ প্রতিষ্ঠানের ছবি দিলাম।আপনি ও দিন।
17/01/2024

শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রোফাইলে কভার ফটো হিসেবে নিজ প্রতিষ্ঠানের ছবি দিলাম।
আপনি ও দিন।

04/12/2023
আজ ২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ থেকে সকল সম্মানিত শিক্ষককে আইডি ও পিন নম্বর দেওয়া হবে। আর এই আইডি ও পিন দিয়েই প্রবেশ করতে হব...
02/12/2023

আজ ২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ থেকে সকল সম্মানিত শিক্ষককে আইডি ও পিন নম্বর দেওয়া হবে। আর এই আইডি ও পিন দিয়েই প্রবেশ করতে হবে।
পূর্বের আইডি ও পিন ব্যবহার না করতে অনুরোধ করা হলো।
১/ প্রতিষ্ঠান হলে EIIN হবে আইডি
২/ শিক্ষক হলে হলে PDS হবে আইডি
৩/ লগ ইন না হলে Forgot এ গিয়ে সহজেই পিন রিসেট করে নেওয়া যায়
৪/ 2017 সালের আগের এ্যান্ড্রয়েড ভার্সন হলে নৈপূণ্য ব্যবহারে সমস্যা হতে পারে।
৫/ গুগল প্লেস্টোর থেকে আপডেটেড নৈপূণ্য ডাউনলোড করার অনুরোধ থাকলো।
৬/ আগামীকাল পর্যন্ত কোন সহকারী শিক্ষক এসএমএস না পেলে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমেই এসএমএস পাওয়া যাবে।
৭/ মোবাইল নম্বর অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।

20/11/2023

#
# #সপ্তম শ্রেণির বিজ্ঞান বিষয়ের সাইন্স ফিকশনের উপর বইমেলা।
# #শিক্ষার্থীরা নিজেরা বই লিখেছে, বইয়ের কাভার পেজ ডিজাইন করেছে এবং তারা সে বইগুলি প্রকাশ করেছে। শুনুন তাদের অভিব্যক্তি।
# #মেলার উদ্বোধন করেছেন জনাব আব্দুল হালিম হাওলাদার স্যার (প্রধান শিক্ষক করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়), পিরোজপুর সদর, পিরোজপুর।

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত ক...
15/11/2023

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।।"

সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।।

শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!!

হাতির বাচ্চা স্কুলে এলো।‌। বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উট ,, জিরাফ,, সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেলো।।

শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।‌।

"ফার্স্ট ইউনিট টেষ্ট" হলো।। হাতির বাচ্চা ফেল।।

- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।‌।

-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।"

হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।

শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।।

হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।।

ফার্স্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।। দেখা গেলো - হাতি,, উট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্চা ফেল।। বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে।।

প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।।

চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান!!
তারা মেনে নিতে পারলো না।।

-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার।। শিখে নে, বাঁদরের বাচ্চার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।।"

ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে।। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।।

প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম।। পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।"

মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।

বাচ্চা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"

মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।"

হাতি,, উট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।।

শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"

হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না।। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।"

শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।
শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না‌।। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।। তোমার গাছে ওঠা লাগবে না।।"

-- "উট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।।"

-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবো।। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না।। ও মারা যাবে।।"

মনে রাখতে হবে,, *শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান নয়*
প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে।
আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবেl

Collected.

 #৬ষ্ঠ_ও ্রেণির_বার্ষিক_মূল্যায়ন অ্যাপ্স এবং ম্যানুয়ালি-দুই ভাবেই করার সুযোগ থাকছে। যেটি আপনার কাছে সুবিধাজনক মনে হবে -*...
16/10/2023

#৬ষ্ঠ_ও
্রেণির_বার্ষিক_মূল্যায়ন অ্যাপ্স এবং ম্যানুয়ালি-দুই ভাবেই করার সুযোগ থাকছে।
যেটি আপনার কাছে সুবিধাজনক মনে হবে -
*********************************
যথাযথ কর্তৃপক্ষ-আফিয়া পিনা ম্যাডামের স্ট্যাটাস থেকে সংগৃহীত-
--------------------------------------------------------------
#সম্মানিত_শিক্ষক_মহোদয়,
আপনারা ইতোমধ্যে বার্ষিক মূল্যায়নের রুটিন দেখেছেন। প্রতিটি বিষয়ের জন্য এই রুটিন অনুযায়ী ৩ দিন সময় পাওয়া যাবে। বার্ষিক মূল্যায়নের জন্য আলাদা মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হবে। মূল্যায়ন নির্দেশিকায় যে প্রজেক্ট/অ্যাসাইনমেন্ট থাকবে সেটি মূল্যায়নের প্রথম দিন বুঝিয়ে দিয়ে মূল্যায়ন শুরু করতে হবে।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের জন্য আলাদা আলাদা কাজ মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ থাকবে। প্রতিটি কাজের সাথে নির্দিষ্ট PI ও উল্লেখ থাকবে। উল্লেখিত PI অনুযায়ী প্রতিটি কাজের জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়ন রেকর্ড করতে হবে।

#সবগুলো_অভিজ্ঞতা শেষ করতে হবে। যেহেতু শিখনকালীন মূল্যায়ন সবগুলোর অভিজ্ঞতার উপরই ইনপুট দিতে হবে। আর সামষ্টিক মূল্যায়নে কোন কোন যোগ্যতা এবং পারদর্শীতার নির্দেশক (PI) থাকবে তা মূল্যায়ন নির্দেশিকায় পাবেন।

#বার্ষিক_মূল্যায়ন_নির্দেশিকা মূল্যায়নের প্রথম দিনের এক সপ্তাহ আগে প্রকাশ হবে।

#তৃতীয়_দিন প্রতি বিষয় মোট কত সময় মূল্যায়ন হবে তা অ্যাসাইনমেন্ট/প্রজেক্ট এর ডিজাইন অনুযায়ী বিভিন্ন বিষয়ে বিভিন্ন হতে পারে। ৩-৪ ঘন্টা হতে পারে।

সবকিছু মূল্যায়ন নির্দেশনায় উল্লেখ থাকবে। এছাড়া প্রথম মূল্যায়নের দিন ৯০ মিনিট এবং দ্বিতীয় মূল্যায়নের দিন ৯০ মিনিট থাকবে।

#মূল্যায়ন শেষে নির্দিষ্ট সময়ের ভিতর
এই বছর অ্যাপ্স এবং ম্যানুয়েলি দুইভাবেই ইনপুট দেওয়ার সুযোগ থাকবে আশা করি। শিক্ষক যে পদ্ধতিতে সুবিধা মনে করবেন সে পদ্ধতিতে ইনপুট দিতে পারবেন।

গতকাল ভিইসি পরিচালিত ইসতিয়াক স্যারের উপস্থাপনায় (AI- Artificial intelligence) এর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে বি...
08/09/2023

গতকাল ভিইসি পরিচালিত ইসতিয়াক স্যারের উপস্থাপনায় (AI- Artificial intelligence) এর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানলাম। নিজেকে কাপ খাওয়াতে না পারলে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে।

Address

Pirojpur Sadar

8500

Alerts

Be the first to know and let us send you an email when Aitijya NEXTO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aitijya NEXTO:

  • Want your business to be the top-listed Media Company?

Share