11/11/2025
ভাবো তো—ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ল একটি নতুন আইকন। ইনস্টাগ্রামের DM খুলেও অচেনা আরেকটা অপশন। WhatsApp-এ ঢুকলেও একই জিনিস। নাম একটাই: Meta AI।
প্রথম দেখায় মনে হতে পারে, “এটা আবার কী নতুন আপডেট?”
কিন্তু কয়েক সেকেন্ড ব্যবহার করলেই বুঝবে—এটা সাধারণ AI না। ঠিক মানুষের মতো করে তোমার কথা বোঝে, দ্রুত উত্তর দেয়, আর তোমার কাজ আরও সহজ ও ফাস্ট করে দেয়। তাই খুব দ্রুত বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে Meta AI।
Meta AI কী?
Meta AI হলো Meta (Facebook)-এর তৈরি একটি স্মার্ট AI অ্যাসিস্ট্যান্ট, যা ফেসবুক, ইনস্টাগ্রাম, WhatsApp এবং মেসেঞ্জারের ভেতরেই কাজ করে।
বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি মানুষ ইতোমধ্যে এটি ব্যবহার করছে। বাংলাদেশেও ধীরে ধীরে ফিচারটি সক্রিয় হচ্ছে।
ফেসবুকে ব্যবহার করার পদ্ধতি
• ফেসবুক অ্যাপ বা ডেস্কটপ থেকে লগইন করো
• সার্চ আইকন (ম্যাগনিফাইং গ্লাস) ট্যাপ করো
• সার্চ বারের ভেতরে Meta AI আইকন দেখালে সিলেক্ট করো
• না দেখালে ফেসবুক অ্যাপ আপডেট করো
মেসেঞ্জারে ব্যবহার করার পদ্ধতি
• মেসেঞ্জার অ্যাপ খুলো
• সার্চ বারের উপরের Meta AI আইকনে ট্যাপ করো
• ক্লিক করলেই চ্যাট শুরু
ইনস্টাগ্রামে ব্যবহার করার পদ্ধতি
• ইনস্টাগ্রামে DM (মেসেজ) আইকন ট্যাপ করো
• নতুন মেসেজ আইকনে চাপ দাও
• অপশনগুলোর মধ্যে Meta AI দেখে সিলেক্ট করো
Meta AI কী কী সুবিধা দেয়?
• যেকোনো প্রশ্নের দ্রুত উত্তর
• ক্যাপশন সাজেশন
• কনটেন্ট আইডিয়া
• ছবি জেনারেশন
• তথ্য খুঁজে দেওয়া
• রিসার্চে সাহায্য
• প্ল্যানিং সাপোর্ট
• সমস্যা সমাধানে গাইড
সবই সোশ্যাল মিডিয়ার ভেতরেই—অতিরিক্ত অ্যাপ লাগবে না।
কেন Meta AI ব্যবহার করবে?
• সময় সেভ হয়
• কাজ দ্রুত শেষ হয়
• কনটেন্ট বা মার্কেটিংয়ের কাজ সহজ হয়
• বিজনেস, স্টাডি, ক্রিয়েটিভ—সব জায়গায় কাজে লাগে
• তুমি যত বেশি ব্যবহার করবে, AI তত স্মার্ট হবে
আমরা এমন সময়ে আছি যেখানে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জায়গা নয়—এটা এখন তোমার কাজের সাপোর্ট সিস্টেম। Meta AI সেই ভবিষ্যতের আরও এক ধাপ এগিয়ে।
তাহলে তুমি কি প্রস্তুত তোমার ডিজিটাল লাইফে Meta AI-কে জায়গা দিতে?