13/07/2025
ছোট উদ্যোক্তাদের জন্য অনলাইন মার্কেটিং মানে হলো অল্প খরচে বেশি মানুষের কাছে পৌঁছানো, বিশ্বাস তৈরি করা, আর ধাপে ধাপে বিক্রি বাড়ানো। নিচে ধাপে ধাপে সহজ ভাষায় পুরো স্ট্রাটেজি দিচ্ছি, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে একদম বাস্তবসম্মত:
🧭 ১. নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স চিন্তা করো
সবাই তোমার কাস্টমার না। ঠিক করো — কারা তোমার পণ্য বা সেবা কিনবে?
🔹 বয়স,
🔹 পেশা,
🔹 লোকেশন,
🔹 আগ্রহ (যেমন: fashion lover, busy mom, tech geek)
📱 ২. একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করো
• সুন্দর লোগো আর কভার ফটো দাও
• About, location, phone number ঠিকমতো দাও
• মেসেঞ্জার অটো রিপ্লাই সেট করো
📸 ৩. ভালো কনটেন্ট পোস্ট করো নিয়মিত
Content Mix:
• ✅ পণ্যের ছবি + মূল্য
• ✅ পণ্যের ব্যবহার দেখানো ভিডিও
• ✅ কাস্টমার রিভিউ বা ফিডব্যাক
• ✅ সমস্যার সমাধান ভিত্তিক টিপস
• ✅ ব্যক্তিগত গল্প (Behind the brand, struggle story)
📌 Tips:
ছবি ঝকঝকে হওয়া দরকার, আর ক্যাপশনে বাংলায় কথা বলো যেন কাস্টমার কানেক্ট করতে পারে।
📢 ৪. ফেসবুক Boost করো টার্গেট করে
সপ্তাহে ৫০০–১০০০ টাকা দিয়ে নির্দিষ্ট এলাকায় পোস্ট Boost করো।
🎯 Boost করতে গিয়ে:
• Audience: নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম ইত্যাদি বেছে নিতে পারো
• Age: যাদের জন্য প্রোডাক্ট
• Interest: যারা আগ্রহী সেই টপিকগুলো (fashion, parenting, beauty ইত্যাদি)
📦 ৫. কাস্টমার মেসেজ/কমেন্টের ভালোভাবে রিপ্লাই দাও
• দ্রুত রিপ্লাই দাও (১০ মিনিটের মধ্যে ভালো)
• দামে ছাড় থাকলে কাস্টমাইজ করে অফার দাও
• অর্ডার নেওয়ার প্রক্রিয়া সহজ করে দাও
🤝 ৬. বিশ্বাস তৈরি করো
• রিয়েল কাস্টমারের রিভিউ পোস্ট করো
• প্যাকেটিং, ডেলিভারির ভিডিও দেখাও
• কাস্টমারের ছবি বা ভিডিও দিলে শেয়ার করো (permission নিয়ে)
🎁 ৭. অফার দাও – কিন্তু বুঝে!
• “3-day discount offer”
• “Buy 2 get 1 free”
• “Ramadan Special Pack”
📌 মনে রেখো: বেশি ডিসকাউন্ট দিলে প্রোডাক্টের ভ্যালু কমে যায় — ব্যালান্স রাখো।
🌐 ৮. WhatsApp বা Instagram ব্যবহার করো বাড়তি Reach-এর জন্য
• Instagram-এ Reel, Story ভালো কাজ করে
• WhatsApp Broadcast List তৈরি করে আগ্রহী কাস্টমারদের Update পাঠাও
এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে মেসেজ অথবা কল করে ।
☎️ Call: +8801601769444
WhatsApp: +01834077781