Sampa Rani Saha

  • Home
  • Sampa Rani Saha

Sampa Rani Saha continue to study and learn new skills .

নমষ্কার /আদাব 👉অনেক দিন তো কোভিট 19 এর এর জন্য অনেক সময় নষ্ট করেছেন।আর সময় নষ্ট না করে এক্ষুনি নিজের ক্যারিয়ার গড়তে ...
20/01/2023

নমষ্কার /আদাব

👉অনেক দিন তো কোভিট 19 এর এর জন্য অনেক সময় নষ্ট করেছেন।আর সময় নষ্ট না করে এক্ষুনি নিজের ক্যারিয়ার গড়তে সাহায্য করুন। নিজের লাইফ নিয়ে ভাবুন।

👉আর ফেসবুক, ইউটিউব,গেমস এর পেছনে বৃথা সময় নষ্ট না করে আজই ফেসবুক, ইউটিউব, থেকে ঘরে বসেই ইনকাম করুন। এমন কি সকল সোস্যাল মিডিয়া থেকে খুব সহজেই ঘরে বসেই ইনকাম করতে পারবেন।

👉এর জন্য দরকার আপনার সময়, ধৈর্য্য, দক্ষতা, তা হলেই আপনি ও ঘরে বসেই অনলাইনে ফ্রিল্যান্সিং করে মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং চাইলে এর থেকে বেশি ও ইনকাম করতে পারবেন। আর এর জন্য চাই আপনার ইচ্ছা শক্তি দিয়ে কাজ করা।

👉আর সেই ইচ্ছা শক্তিটা কে সম্পুর্নভাবে তৈরি করার জন্য আপনাদের সকলের জন্য উন্মুক্ত কিছু অফার চলচ্ছে।। এবং এই উন্মুক্ত সুযোগ ও অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ 💯 % এর সাথে শেখার জন্য Freelancing solution career দিচ্ছে সুবর্ণ সেই সুযোগ।

👉 পরীক্ষা শেষ, তাই বলছি বেকার সময় নষ্ট না করে আজই যোগাযোগ করুন।আর আপনার সিট কনফার্ম করুন। গড়ে নিন নিজের ক্যারিয়ার।এর পাশাপাশি অন্য কে ও সুযোগ করে দিন।

✍️যা থাকচ্ছে শিক্ষার্থীদের জন্য:-
1!💯% ইনকাম এর সুযোগ।
2!💯% কাজের নিশ্চয়তা।
3! লাইফ টাইম সার্পোট
4!💯% স্কলারশিপ।
5! বেকার জীবন শেষ, সুন্দর জীবন শুরু।
7!💯% সুনিশ্চিত ক্যারিয়ার।
🎁 আরো অনেক কিছু থাকছে।

✍️কোর্স সমূহ হলো:-
১! ডিজিটাল মার্কেটিং।
২! গ্রাফিক্স ডিজাইন।
৩! বেসিক কম্পিউটার।
৪! স্পোকেন ইংলিশ।

👉 আর দেরি না নিজের মূল্যবান সময়টুকুকে কাজে লাগানোর জন্য, অনলাইনে নিজের একটা স্কিল ডেভলপ করার জন্য ফ্রিল্যান্সিং এ কাজ শুরু করুন।

✍️কেন শিখবেন আমাদের থেকেঃ
👉মোবাইলের মাধ্যমে ক্লাস করার সুযোগ।
👉দেশের যে কোন প্রান্ত থেকে ক্লাস করার সুযোগ।
👉প্রতিটি ক্লাস শেষে ক্লাস ভিডিও প্রদান করা হবে।
👉২৪/৭ ঘন্টা ট্যাকনিক্যাল সাপোর্ট এর সুবিধা।
👉আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান।

✍️বিস্তারিত জানতে, যোগাযোগ করুন success Bis Family তে।
👉Zoom apps এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ফ্রি ক্লাসে জয়েন করুন।

18/01/2023

Hi, I am Sampa Rani Saha. Thank you for your visiting my page.

সফলতা।মানুষের জীবনে সফলতা একদিনে আসে না।এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ধৈর্য ধরতে হবে। হতাশ হলে চলবে না। কাজের পি...
28/12/2022

সফলতা।
মানুষের জীবনে সফলতা একদিনে আসে না।এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ধৈর্য ধরতে হবে। হতাশ হলে চলবে না। কাজের পিছনে দৌড়াতে হবে। আপনি আপনার জায়গায় সঠিক থাকবেন। অনেক বড় বড় সফল ব্যক্তিদের জীবনের শুরুটা দেখবেন আপনার জীবনের থেকে কঠিন ছিল তাদের পথ চলা। তাই ভেঙে পড়া যাবে না।

দক্ষতা বৃদ্ধি।প্রতিটি মানুষের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। আমি যেটা পারি অন্যকে সেটাই পারতে হবে এমনটা মনে করা বোকামি। প্রত...
27/12/2022

দক্ষতা বৃদ্ধি।
প্রতিটি মানুষের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। আমি যেটা পারি অন্যকে সেটাই পারতে হবে এমনটা মনে করা বোকামি। প্রতিটি মানুষের মধ্যে কিছু সুপ্ত প্রতিভা থাকে। সেটাকে প্রকাশ করতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি কোন বিষয়ে ভালো কিছু করতে পারবেন। সেই বিষয়ে গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বর্তমান সময়ে শুধু ভালো রেজাল্ট সার্টিফিকেট দিয়ে কিছু হয় না। কাজের দক্ষতা বৃদ্ধি করতে হবে।আপনি চাইলে ফ্রীল্যানসিং শিখতে পারেন। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় পেশা।

24/12/2022

Level 1 এর চতুর্থ ক্লাস ছিল Google Family.ক্লাসের মেন্টর ছিলেন ফ্রীল্যানসার রুবায়েত করিম স্যার।স্যারকে অনেক ধন্যবাদ সবাইকে সুন্দর ভাবে বিষয়টি সম্পর্কে ধারনা দেওয়ার জন্য।ক্লাসটি না করলে আমার জানতে পারতাম না Google Family আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Google Translate, Google Contact, Google Calendar, Google Drive, Gmail, Google form.google translate এর মাধ্যমে আপনি সহজেই কোন ভাষাকে বিভিন্ন ভাষায় রূপান্তর করতে পারবেন। ফোন নষ্ট হয়ে গেলে Google Contact নাম্বার সেভ করা থাকলে খুব সহজেই আপনি পেয়ে যাবেন।

বেকারত্ব:বেকারত্বের হার দিন বেড়ে চলেছে। দেশের অর্থনীতি প্রতিদিন হ্রাস পাচ্ছে।যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বেকার...
19/12/2022

বেকারত্ব:
বেকারত্বের হার দিন বেড়ে চলেছে। দেশের অর্থনীতি প্রতিদিন হ্রাস পাচ্ছে।যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বেকারত্ব দূর করতে সাহায্য করবে ফ্রীল্যানসিং। ফ্রীল্যানসিং শিখে নিজের দক্ষতা বৃদ্ধি করেন। তাহলে আপনাকে চাকরির জন্য দৌড়াতে হবে না। চাকরি আপনার পিছনে দৌড়াবে।তাই সময় নষ্ট না করে নিজের দক্ষতা বৃদ্ধি করেন। ছেলে মেয়ে উভয়কেই বলবো পড়াশোনার পাশাপাশি ফ্রীল্যানসিং শিখেন।

09/11/2022

কালকে আমাদের চতুর্থ নাম্বার ক্লাস ছিল। ক্লাসটিচার ছিলেন Any prova sushil mam. ক্লাসটি আমার কাছে ভালো লেগেছে। আমার আরো বেশি মনোযোগী হতে হবে।

09/11/2022

Content writing.content এর অর্থ হলো কোন একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানা বা অন্যকে জানানো। content কে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে।যথা1 Text content.2 Video content 3 Audio content 4Emige content.text content বলতে লেখার মাধ্যমে কোন কিছু বোঝানোকে text content বলে। video content বলতে ছবি দেখে কোন কিছু বোঝানোকে video content বলে। audio content বলতে শুধুমাত্র কথা সোনা তাই অডিও কন্টেট। Emige content বলতে ছবি দেখে কোন কিছু বোঝানোকে ইমেজ কন্টেট বলে। Content writing যেন সহজ এবং সাধারন হয় যেন সবাই ভালো মতো পড়তে পারে। content writingএর শিরোনাম দেখে যেন পাঠকদের আগ্রহ প্রকাশ পায়।

Address


Telephone

+8801726141528

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sampa Rani Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sampa Rani Saha:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share