Shafin's Gallery

Shafin's Gallery "Interested in self-development"

    বৃক্ষফাইট (কাঁঠাল গাছ বনাম অশ্বত্থ গাছ)জন্ম - মৃত্যু এর মাঝখানের সময়টুকু শুধু যুদ্ধ বা লড়াই এর। এইটাই দুনিয়ার সারকথা...
14/07/2025




বৃক্ষফাইট (কাঁঠাল গাছ বনাম অশ্বত্থ গাছ)
জন্ম - মৃত্যু এর মাঝখানের সময়টুকু শুধু যুদ্ধ বা লড়াই এর। এইটাই দুনিয়ার সারকথা।
পৃথিবীতে সবাই যুদ্ধ করে শুধু মানুষ যুদ্ধ করলে হাতিয়ার ব্যবহার করে। সকল প্রানীকূলের মানুষের থেকে অনেক কিছু শেখার আছে।

লোকেশন :কামারপাড়া রেলস্টেশন, গাইবান্ধা।

    পড়ন্ত বিকেলআশেপাশে কোন ক্যাফেটেরিয়া নাই।
10/07/2025




পড়ন্ত বিকেল
আশেপাশে কোন ক্যাফেটেরিয়া নাই।

04/07/2025

মাঝে মাঝে আমার প্রচন্ড জ্বর আসে। সর্দি জ্বর। আমার মনে হয় আমার শরীরে অ্যান্টিবডি কম। তবে জ্বর হওয়ার মধ্যে একটা আনন্দ আছে। জ্বর আসলে "মা "কে খুবই মনে পড়ে। অন্য কোন অসুখ বা শরীর খারাপে "মা"কে তেমন বেশী মনে পড়ে না, যেমনটা জ্বর আসলে হয়। এর একটা কারণ খুঁজে বের করা দরকার -

আমার মনে হয় জ্বর একমাত্র রোগ যেখানে অতীত খুব মনে পড়ে। প্রত্যেক মানবজীব ছোটবেলায় একবার হলেও প্রচন্ড কাঁপুনে জ্বরের শিকার হয়েছিল। সে সময় পাশে কিন্তু মা ছিল আর কেউ না। সারারাত জেগে কোলে নিয়ে কপালে জলপট্টি দিয়ে থেমে থাকে নি,বরং মাথায় পানিও ঢালতে ভুলে যায়নি।
এই চিকিৎসার নাম "জল"চিকিৎসা। হয়তো সকল মা জাতির ধারণা, এ চিকিৎসা সর্ব কার্যকরী চিকিৎসা। কারণ পানিতে থাকা প্রাণীদের কখনো সর্দি, জ্বর হয় না। অন্য রোগ হতে পারে। যেমন মাছের শরীরে ঘা হয়। সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ে পড়েছিলাম।
আর একটা কারণ হতে পারে সেটা হলো শীতল ভালোবাসা। জ্বরের সময় মাথা ও শরীরে খুবই ব্যথা ও যন্ত্রণা হয়। যদি পাশে "মা" থাকে তবে মাথায় সরিষার তেল বসিয়ে দেয়, কপালে হাত বুলিয়ে দেয়,ঘাড়,গলা,পিঠ ম্যাসেজ করে দেয়।এতে হয়তো জ্বর পালিয়ে যায়। তবে এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে - তা হলো যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও কি এমন ঘটে?? এরকম সেবা তো তারা তাদের স্ত্রী ও স্বামীর থেকেও পেয়ে থাকে।
আসলে আমি এখন অবিবাহিত তাই হয়তো জানি না। বিবাহের পর এই বিষয়টা জানতে পারবো।

"ভালো থাকুক পৃথিবীর সকল মা "
-শাফিন

25/06/2025



একাকীত্ব আবিষ্কার হয় ১৯২০ সালে। তার ঠিক কিছুদিন আগে আবিষ্কার হয় হাবল টেলিস্কোপ। রাতের ঝকঝকে আকাশে বিজ্ঞানী এডউইন হাবল টেলিস্কোপে চোখ রাখেন। সেই প্রথম কোন মানবের চোখ মিল্কিওয়ে গ্যালাক্সি অতিক্রম করে অকল্পনীয় দূরে পৌঁছে যায়। বোঝা যায় এই অসীমে বিস্তৃত মহাবিশ্বের ভেতর কি ভয়াবহ একা আমরা।

কিছু মানুষ এই আকাশ দেখাটেখা পছন্দ করতো না। তারা ভাবতো খুঁজতে খুঁজতে আকাশে স্বর্গের সন্ধান মিলে যাবে। রীতিমত স্বর্গের প্রায়ভেসি লঙ্ঘন! যা হোক, এই মহাবৈশ্বিক একাকীত্ব ঘোচাতে মানুষ মরিয়া হয়ে একে অন্যের কাছে আসতে চাইলো। ডাক উন্নত হলো। টেলিগ্রাম আসলো। রেল আসলো। তারপর বিমান, মোবাইল, ইন্টারনেট কতো কি! তবু মানুষের একাকীত্ব যেন আর ঘোচে না।

তুমি আমার সাথে কথা বলছো, যথেষ্ট নয়
আমি বহু দূর থেকে তোমাকে দেখতে পাচ্ছি যথেষ্ট নয়
আমি হাওয়ার বেগে তোমার কাছে এলাম, তবু যথেষ্ট নয়
আমি তোমাকে ছুঁয়ে দেখছি তবু হচ্ছে না
এমনকি তোমাকে জড়িয়ে ধরার পরও কি যেন নেই।

দুটো ক্ষুদ্রতম কণা যেহেতু একে অপরকে স্পর্শ করতে পারে না। আমরাও কেউ কাউকে স্পর্শ করতে পারছি না। একটা অতি আণবিক ব্যবধান রয়েই যাচ্ছে আমাদের মাঝে। তারপরো মানুষের সে কি চেষ্টা, প্রেমে, কামে, বন্ধুত্বে, আত্মীয়তায়। কোনকিছু চিরস্থায়ী নয় জেনেও কেন এত ব্যাকুলতা।

21/06/2025

"যারা বাঁচতে চায়,
তারা লড়াই করে বাঁচুক।আর
যারা লড়তে চায় না,
তাদের বাঁচার কোন অধিকার নাই।"
-হিটলার

   মানুষের মনও প্রকৃতির মতো রং বদলায়। কখনও কালো, কখনও নীল, কখনও বা ধূসর সাদা।
20/06/2025




মানুষের মনও প্রকৃতির মতো রং বদলায়।
কখনও কালো, কখনও নীল, কখনও বা ধূসর সাদা।

18/06/2025



নেকড়ে একটি গর্বিত প্রাণী, তাই তুর্কিরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে। নেকড়ে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনো আপোষ করে না এবং কারো দাস হয় না, তবে ধরা পরার দিন থেকে খাবার গ্রহণ বন্ধ করে দেয়, তাই আপনি এটিকে চিড়িয়াখানা বা সার্কাসে দেখতে পাবেন না। নেকড়ে কখনও মৃতকে খায় না, বা নেকড়ে মাহরাম (মা, বোন) এর দিকে তাকায় না, অর্থাৎ নেকড়ে তার মা এবং বোনকে বাকি প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা জানে এবং খারাপভাবেও দেখে না। নেকড়ে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে অন্য কারও সাথে তার সম্পর্ক নেই। একইভাবে, বিশ্বাসী (অর্থাৎ, তার স্ত্রী) একইভাবে নেকড়ের প্রতি অনুগত। নেকড়ে তার আদর্শ সন্তানদের জন্ম দেয় যাদের বাবা-মা একই থাকে ৷ যদি দম্পতির মধ্যে একজন মারা যায়, অন্যজন অন্তত তিন মাস মৃত্যুর জায়গায় দাঁড়িয়ে থাকে। নেকড়েকে আরবীতে "ইবনে আল-বার" বলা হয়, যার অর্থ "ভাল ছেলে" কারণ তার বাবা-মা বৃদ্ধ হয়ে গেলে সে তাদের জন্য শিকার করে এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয়। সেজন্য, তুর্কি এবং মঙ্গোলরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে। তারা বিশ্বাস করে যে "সিংহের মতো রক্তপিপাসু সন্তান হওয়ার চেয়ে নেকড়ের মতো কর্তব্যপরায়ন শাবক হওয়া ভালো।"

16/06/2025

পৃথিবীতে এত খাবার থাকতে মানুষ কেন না খেয়ে থাকবে।
পৃথিবীতে এত জ্ঞান থাকতে মানুষ কেন মূর্খ থাকবে।

          একাকী বসে আকাশ দেখা গেলেও,একাকী ঘরের ভেতর বসে থাকা যায় না।
15/06/2025




একাকী বসে আকাশ দেখা গেলেও,
একাকী ঘরের ভেতর বসে থাকা যায় না।

13/06/2025



সক্রেটিসের দৃষ্টিতে "সত্য" কি?
প্রাচীন গ্রিসের এথেন্স শহর ।
সক্রেটিস তার ছাত্রদের নিয়ে বসে কথা বলছেন এক বাগানে।

এক ছাত্র জিজ্ঞাসা করলেন,
সত্য কিভাবে বুঝবো ?
সক্রেটিস কোন উত্তর না দিয়ে বললেন,
বসো সবাই, একটু আসছি ৷
একটু পর এলেন । হাতে একটি আপেল ৷ ছাত্রদের দেখালেন । জিজ্ঞাস করলেন,
- এটা কি ?
সবাই বললেন,
আপেল ৷
ফলটি হাতে সক্রেটিস ছাত্রদের চারপাশে একটু ঘুরে জিজ্ঞাসা করলেন,
- তোমরা কি কোন কিছুর গন্ধ পেলে?
কেউ কোনো উত্তর দিচ্ছে না । সবাই চুপ । দেখতে আপেল মনে হলেও গন্ধ তো তারা পায় নি ।একজন শুধু উঠে দাঁড়িয়ে বললেন,
আপেলের গন্ধ পেয়েছি !

বলেই ছাত্রটি দাঁড়িয়ে সবার দিকে সমর্থনের আশায় তাকাল, কিন্তু কেউ তার সমর্থনে সাড়া দিল না ৷ সবাই নিশ্চুপ ।

সক্রেটিস আবার আপেলটি নিয়ে ছাত্রদের চারপাশে ঘুরে ঘুরে নাড়িয়ে নাড়িয়ে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করলেন,

- এবার তোমরা কি কোন কিছুর গন্ধ পেলে ?

বেশির ভাগ ছাত্র হাত তুলে বললেন,
- হুম, আমরা আপেলের গন্ধ পেয়েছি এবার !

একটু চুপ থেকে এবার সক্রেটিস আপেল হাতে সবার নাকের কাছে তুলে ধরলেন । ঘুরে ঘুরে শুঁকিয়ে শুঁকিয়ে জানতে চাইলেন,

- এবার কেমন গন্ধ পেলে ?
সব ছাত্রই হাত তুলে বললেন,
- আপেলের মিষ্টি গন্ধ ৷
সবাই হাত তুলে বলছে, কিন্তু একজন ছাত্র হাত তুলে নি !

বাকিরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে । সক্রেটিসও ছাত্রের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে ৷ লজ্জা পেয়ে সেও আর থাকতে পারল না, হাত তুলল । বাকিরা সমস্বরে হেসে উঠল ৷ হাসি শেষ হলে সক্রেটিস ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন,

- তুমিও কি আপেলের গন্ধ পেয়েছিলে ?
ছাত্রটি মাথা নেড়ে বললেন,
হাঁ ৷
সক্রেটিস একটু থামলেন । ফলটি নেড়েচেড়ে বললেন,
আপেলটি ছিল আসলে একটি নকল আপেল, যার কোন গন্ধ নেই !

কেউ শুরুতে আপেলের গন্ধ পায় নি । একজন পেয়েছে বলাতে বিভ্রান্ত হয়ে পরের বারে বেশিরভাগই বললো আপেলের গন্ধ । কিন্তু ঠিকই একজন তখনও নিশ্চিত ছিল কোনো আপেলের গন্ধ সে পায় নি ।কিন্তু সেও শেষে সামষ্টিকের নিশ্চিতের কাছে পরাস্ত হয়ে গেলো । সবশেষে দেখা গেলো আপেলটি নকল ছিল ।

সত্য বিচারে মানুষ তার নিজের বিচারকে খুব কম অনুসরণ করে । সমষ্টির সমর্থনের আশায় সামষ্টিকের মিথ্যেকেই প্রতিদিন এমন করে বড় সত্য ভেবে অনুকরণ করে ৷

আজকের সমাজ, বিশ্ব এবং সামাজিক মিডিয়া তার বাস্তব উদাহরণ।

04/06/2025



জার্মান কবি, এমিল মার্টিন নিম্যোলা এর বিখ্যাত কবিতা, ❝ওরা প্রথমত এসেছিল❞
____________________________

যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিলো,
আমি কোন কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট নই।

তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল,
আমি নীরব ছিলাম,কারণ আমি শ্রমিক নই।

তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে,
আমি তখনও চুপ করে ছিলাম,কারণ আমি ইহুদি নই।

আবারও আসল ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,
আমি টু শব্দটিও উচ্চারণ করিনি,কারণ আমি ক্যাথলিক নই।

শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে,
আমার পক্ষে কেউ কোন কথা বলল না,
কারণ, কথা বলার মত তখন আর
কেউ বেঁচে ছিল না।

01/06/2025

ভালোবাসা সম্পর্কে একটা থিওরি আছে। আমার ধারণা প্রকৃতি প্রথমে একটি চমৎকার নকশা তৈরি করে। অপূর্ব একটি ডিজাইন। যা জটিল এবং ভয়াবহ রকমের সুন্দর। তারপর সেই ডিজাইনটি কাঁচি দিয়ে কেটে দুভাগ করে। এক ভাগ দেয় একটি পুরুষকে অন্য ভাগ একটি তরুণীকে। পুরুষটি তখন ব্যাকুল হয়ে ডিজাইনের বাকি অংশ খুঁজে বেড়ায়।মেয়েটিও তাই করে। কেউ যখন তার ডিজাইনের কাছাকাছি কিছু দেখে তখন প্রেমে পড়ে যায়। তারপর দেখা যায় ডিজাইনটি ভুল।তখন ভয়াবহ হতাশা। আমার মনে হয় প্রকৃতির এটা একটা মজার খেলা।
মাঝে মাঝে প্রকৃতি একটা কাজ করে। সেটা হলো-মূল ডিজাইনের দুই অংশকে কাছাকাছি এনে মজা দেখে, আবার সরিয়ে নিয়ে যায়। প্রকৃতি চায় না এরা একত্র হোক। দুজনে মিলে মূল ডিজাইনটি তৈরি করুক।প্রকৃতির না চাওয়ার কারণ আছে। মূল ডিজাইন তৈরি হওয়া মানে এ্যাবসলিউট বিউটির মুখোমুখি হয়। প্রকৃতি মানুষকে তা দিতে রাজি নয়। প্রকৃতির ধারণা মানুষ এখনো তার জন্য তৈরি হয়নি।

-( নীল অপরাজিতা )

Address

Saghata
5750

Telephone

+8801755328957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafin's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafin's Gallery:

Share