BAUST Short Stories

  • Home
  • BAUST Short Stories

BAUST Short Stories বাউস্টিয়ানদের রসবোধ এবং দৈনন্দিন জীবনের বাণী প্রকাশকে বিকশিত করার এক ক্ষুদ্র প্রচেষ্টা।

Deu ektu😐
16/05/2025

Deu ektu😐

29/09/2024

কুড়িগ্রাম,রংপুর ,লালমনিরহাট সহ উত্তরবঙ্গের প্রায় ৫টা জেলার গ্রামের অবস্থা আশংকাজনক।এলাকায় পানি'র উচ্চতা বেড়েছে।
As a উত্তরাঞ্চলের ইউনিভার্সিটি আমাদের উচিত ফান্ড রাইস করা। সাধ্যমত তাদের পাশে থাকা। ভার্সিটির সকল ক্লাব প্রতি ডিপার্টমেন্ট থেকে ফান্ড কালেক্ট করে অসহায় মানুষদের হেল্প করা। তোমরা যারা রানিং স্টুডেন্ট আছো দয়া করে উত্তরটা নাও। 🙂
মহান আল্লাহ তায়ালা সবার সহায় হোক🙏

উত্তরবঙ্গের ৫ জেলায় বন্যার ভয়াবহ অবস্থা৷। মানুষের খাবার নাই, বিশুদ্ধ পানি নাই, থাকার জায়গা নাই।। কই গেলো টিএসসির ত্রান ভ...
29/09/2024

উত্তরবঙ্গের ৫ জেলায় বন্যার ভয়াবহ অবস্থা৷। মানুষের খাবার নাই, বিশুদ্ধ পানি নাই, থাকার জায়গা নাই।। কই গেলো টিএসসির ত্রান ভান্ডার, কোটি টাকার তহবিল, কেন রে ভাই উত্তরের মানুষের দাম নাই নাকি??
নাকি কুমিল্লা আর ফেনীর লোকের দেশ এটা।।
আজ কোন সুশীলের ফেসবুকে স্টাটাস নাই কেন???
কই গেলো বন্যা নিয়ে বড় বড় লেকচার দেয়া বন্ধুরা!!
কোন মিডিয়াতেও নাই কোন খবর, কেন কেন????
এগুলো এআই দিয়ে বানানো নয়, সত্যিকারের চিত্র..
যে যার জায়গা থেকে সবাই এগিয়ে আসুন...
দেশবাসী দ্রুত আবারো এক হন!

22/09/2024

যেভাবে আসল পরিচয় নির্ধারণ করতে পারেনঃ

সিজি ৩.৫ থেকে ৪.০ = শিবির

সিজি ৩.০০ থেকে ৩.৪৯ = সাধারণ শিক্ষার্থী

সিজি ২.০ থেকে ২.৯৯ = ছাত্রলীগ (একাধিক রিএড থাকতে পারে/ ছাত্রত্ব নাও থাকতে পারে)

বাবার বয়সী স্টুডেন্ট = ছাত্রদল

কেউ সপ্তাহে একাধিকবার গোসল না করলে=শাহবাগী।

হ***ত্যার আগে খাবার খাওয়ানো হলো কিন্তু খাবার হজমের সময় দেওয়া হলো না। এখন তোদের খাবার হজম হবে তো?
19/09/2024

হ***ত্যার আগে খাবার খাওয়ানো হলো কিন্তু খাবার হজমের সময় দেওয়া হলো না। এখন তোদের খাবার হজম হবে তো?

Unity is strength
14/09/2024

Unity is strength

খুব কি ক্ষতি হতো?অপরিচিত হয়েই না হয় রয়ে যেতাম এজন্মে।।:- নীল মানুষ 🙂
24/08/2024

খুব কি ক্ষতি হতো?
অপরিচিত হয়েই না হয় রয়ে যেতাম এজন্মে।।
:- নীল মানুষ 🙂

আসসালামু আলাইকুম সৈয়দপুরের সকল সাধারণ শিক্ষার্থী এবং সৈয়দপুরবাসীদের কাছে একটি মানবিক অনুরোধ, আপনারা হয়তো অনেকেই জানেন...
21/08/2024

আসসালামু আলাইকুম সৈয়দপুরের সকল সাধারণ শিক্ষার্থী এবং সৈয়দপুরবাসীদের কাছে একটি মানবিক অনুরোধ, আপনারা হয়তো অনেকেই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত ৫ আগস্ট আমাদের সৈয়দপুরের সন্তান মো:সাজ্জাদ হোসেন সাভারে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় পরবর্তীতে এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট মৃত্যুবরণ করেন। সে সোনারগাঁও ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে এবং একটি গার্মেন্টসে চাকরি করতো । তার বাবা-মার ৪ সন্তানের মধ্যে সে একমাত্র ছেলে সন্তান এবং পরিবারের একমাত্র উপার্জন কারী ব্যক্তি । তার মৃত্যুতে তার পরিবারের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে । তার বাবা সাভারে একটি মসজিদের ইমাম । পরিবারের একমাত্র উপার্জন কারী ব্যক্তিকে হারিয়ে তারা আজ নিঃস্ব। আমরা সৈয়দপুরের সাধারণ শিক্ষার্থীরা একটি উদ্যোগ গ্রহণ করেছি তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এজন্য সৈয়দপুরের সকল সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ আপনারা যে যা আর্থিক সাহায্য করতে পারেন আপনারা করেন। সে তার নিজের জীবনের বিনিময়ে আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে এখন সৈয়দপুরবাসী হিসেবে এবং একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য তার পরিবারকে সাহায্য করা ।
আপনারা নিজ নিজ ডিপার্টমেন্ট এর দায়িত্ব নিয়ে আমাদের এই শহীদ ভাই এর পরিবারের জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করতে পারেন৷
প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করলে সকল ডকুমেন্টস দিতে পারবো৷
" Rayhan - EEE -17 - 01762530006 - 01619658421 "

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BAUST Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share