01/12/2025
মিঠু… তোকে নিয়ে এটাই আমার শেষ পোস্ট।
যে ছোট্ট পাখিটার সাথে প্রতিদিনের শুরু আর শেষ জড়িয়ে ছিল,
সে আজ আর আমার কাছে নেই—এই কথাটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।
আজ থেকে আর তোকে নিয়ে কোনো পোস্ট করব না,
তোর নামে কিছু লিখব না,
কারণ তোর নাম শুনলেই মনে হয় তুই ঠিক পাশেই আছিস…
কিন্তু সত্যিটা জানি—তুই এখন অন্য জগতে, অনেক দূরে।
তুই আমাকে “মিঠু” বলে ডাকতিস,
ছোট ছোট পায়ে লাফিয়ে আমার কাছে আসতিস,
সেই মুহূর্তগুলো ভেবে আজ খুব নরম একটা ব্যথা বুকের ভেতর জমে আছে।
তুই ছিলি আমার শান্তি, আমার দিনের সঙ্গী,
যাকে যতটুকু ভালোবেসেছি, তার চেয়েও বেশি জায়গা তুই আমার মনে রেখে গেছিস।
মিঠু, তুই না থাকলেও
তোর স্মৃতি আমার ভেতরে নরম সুরের মতো বাজবে সবসময়।
তুই তো শুধু একটা পাখি ছিলি না—তুই ছিলি এক টুকরো মমতা,
একটা হাসির কারণ।
তোকে আর ডাকব না, কিছু লিখব না—
এই পোস্টটুকুই তোর প্রতি আমার শেষ শুভেচ্ছা, শেষ ভালোবাসা।
যেখানে আছিস, খুব ভালো থাকিস …
শান্তিতে থাকিস, উড়ে বেড়াস আকাশের ওপারে।
বিদায় মিঠু…
তুই চিরদিন আমার হৃদয়েই রয়ে যাবি। 🕊️