02/01/2023
🔴 - জরুরী সতর্কীকরণ বিজ্ঞপ্তি - 🔴
এতদ্বারা জনসাধারন সকলকে জানানো যাচ্ছে যে, হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার সুন্নতি জামে মসজিদ বগুড়ার পেশ ইমাম ও খতীব মুহাম্মাদ MMD. ইমাম আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী উনার কোনরূপ ভিডিও (চলমান আলোকচিত্র) কিংবা ছবি (স্থির আলোকচিত্র) কেউ ধারন করতে পারবেন না। রাষ্ট্রীয় নিরাপত্তায় নিয়োজিত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক কিংবা সংবাদপত্র মিডিয়া জরুরী অবস্থায় ছবি তুললেও তা গনসম্মুখে প্রকাশিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সবার জ্ঞাত থাকা উচিত যে, বাংলাদেশ বিচার বিভাগ তথা আদালত হতে এ বিষয়ে সুষ্পষ্ট বিবৃতি রয়েছে যে, , যদিও কারো বিরুদ্ধে আভিযোগ আনিত হয় তারপরও অভিযোগ প্রমান ও আদালত কর্তৃক রায় না হওয়া পর্যন্ত কোন মাধ্যমেই তার ছবি কিংবা ভিত্তিহিন লেখা প্রকাশযোগ্য নয়। জাতীয় তথ্য অধিকার আইন অনুযায়ী কোন তথ্য বা তথ্য সম্বলিত স্থির চিত্র কোন ব্যক্তির অনুমতি ব্যতিরেকে প্রকাশযোগ্য নয়। এর ব্যতয় হলে নাগরিক অধিকার আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা আইনত প্রতিষ্ঠিত।
ইতিপূর্বেও যে বা যারা মুহাম্মাদ MMD. ইমাম আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী উনার মানহানি উদ্দেশ্যে বা অন্য কোন উদ্ধেশ্যে স্থির চিত্র কিংবা ভিডিও চিত্র ধারন ও প্রকাশের পায়তারা করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহন করা হয়েছে ও এই কার্যক্রম চলমান রয়েছে।
তাই জানসাধারন, প্রশাসন ও সংবাদ মাধ্যমের সকলকে এ বিষয়ে সতর্ক করা হচ্ছে যে, আইনের প্রতি শ্রদ্ধাশীল ভূমিকায় কেউ কোনভাবেই স্থির চিত্র, চলমান চিত্র কিংবা ভিত্তিহীন লেখা প্রকাশ করবেন না। অন্যথায় অনিবার্যকারন হেতু ব্যক্তি কিংবা সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
-পক্ষে -
*সাংবাদিক মুহাম্মাদ অলিউল হাসনাত সিফাত।
কার্যনির্বাহী সদস্য, হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার, সুন্নতি জামে মসজিদ, বগুড়া।
*সাংবাদিক মুহাম্মাদ রাহাতুল ইসলাম সৌরভ।
Zongi Sontrash Birodhi Waz D. Ashraf Siddique Zongi Sontrash Birodhi Waz D. Ashraf Siddique Disciple group Sunni Waz Bogra
YouTube and Facebook admin
কার্যনির্বাহী সদস্য, হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার, সুন্নতি জামে মসজিদ, বগুড়া।