14/10/2024
✳️আপনার ব্যস্ততম জীবনে অথবা একটু অলস দিনের সংগী হতে পারে আমার এই দেশী আইটেম গুলি,,, প্রতিটি আইটেমই দুর্দান্ত সুস্বাদু, কোয়ালিটিফুল এবং হাইজেনিক,,, ✳️প্রতিটি অর্ডার কালেক্ট করে বাজার করে তারপর রান্না করে ডেলিভারি করা হয় বলে থাকে একদম ফ্রেশ। আর,,,আপনার ডেলিভারি টাইমের সম্পুর্ণ খেয়াল রাখা হয়।
✳️ এখানে ভরতা থেকে শুরু করে ছোট মাছ,বড় মাছ,মাংস, রোস্ট পোলাও,হাস,ভুড়ি, ফ্রোজেন আইটেম, পিঠাপুলি, খেজুর গুড়ের পায়েস সবই পেয়ে যাবেন।
✳️আমার সততার প্রমাণ আমার হাজারো রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ। তারা যেভাবে বারবার আস্থা রেখে চলেছেন,,আমিও সেভাবেই তাদেরকে শতভাগ দেয়ার জন্য সদা তৎপর,,,
✳️আপনার পছন্দের আইটেম সিলেক্ট করে ইনবক্সে আপনার ফুল এড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন। অর্ডার করার সময় আপনার রিকুয়ারমেন্ট গুলি জানাতে ভুলবেন না,,কারণ এখানে কাস্টমাইজ করে নেবার পূর্ণ সুযোগ রয়েছে।
✳️ যে কোন পার্টি,গেট টুগেদার অথবা ঘরোয়া প্রোগ্রামের জন্য নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।
✳️ প্রতিটি আইটেম মিনিমাম ১ দিন আগে অর্ডার করতে হবে।
সবাইকে ধন্যবাদ ❤️