BCS Breakers

BCS Breakers Break the Barrier, Be a BCS Breaker

27/09/2025

Reason why boy’s love their mother -

🔸 বিস্ময়ে শুরু হোক গল্পটা—পাবনার বেড়ার এক কোয়ার্টারে ছোট্ট মেয়েটা সাইকেল চালিয়ে উড়ে বেড়াত। পাখির মতো মুক্ত মনে সে গান শে...
22/09/2025

🔸 বিস্ময়ে শুরু হোক গল্পটা—
পাবনার বেড়ার এক কোয়ার্টারে ছোট্ট মেয়েটা সাইকেল চালিয়ে উড়ে বেড়াত। পাখির মতো মুক্ত মনে সে গান শেখা শুরু করেছিল, কিন্তু জীবনের সবচেয়ে বড় উড়ান তখনও বাকী ছিল। তাহসিন বিনতে আনিস — সবাইকে ডেকে ‘নোভা’ — আজ ৪০তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে তৃতীয় হয়েছেন। কিন্তু এ পথ সহজ ছিল না; সেটা জানলে ইনস্পায়ার হবেন আপনি ও আমি।

শৈশব: সাইকেল, গান আর ডাক্তারের বাড়ি
বাবা—ডাক্তার; মা—শিক্ষক। তবুও পরিবারের দিক থেকে মেয়েকে ডাক্তার বলার চাপ কখনো ছিল না। বাবা-মার বিশ্বাস ও সমর্থন ছিল নোভার সবচেয়ে বড় শক্তি। ক্লাস সিক্স পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বড় হওয়া, এরপর ক্যাডেট কলেজ—এসব মিলিয়ে গড়ে উঠল এক আত্মবিশ্বাসী তরুণী।

ক্যাডেট কলেজ—“আমি” খুঁজে পাওয়া জায়গা
ক্যাডেট কলেজে ভর্তির পর নোভা নিজেকে নতুন করে গড়েছিলেন। বিতর্ক, উপস্থিত বক্তৃতা—সেখানে শুক্ষা মিলল। রোকেয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক জীবন, রোকেয়া বিতর্ক অঙ্গনের সভাপতির দায়িত্ব—সব মিলিয়ে তৈরি হল সাহসী একজন নেত্রী।

বিসিএস যাত্রা: গুগল ছিল সহচর, স্ট্র্যাটেজি ছিল নিজস্ব
প্রিলিমিনারি ছিল সবচেয়ে কঠিন। কিন্তু নোভা হতাশ হয়নি—তিনি নিজেই তার স্ট্র্যাটেজি বানালেন। পিএসসির সিলেবাস আদ্যোপান্ত পড়ে বের করলেন কোন বিষয়গুলোতে বেশি কাজ দরকার, আর কোনগুলোতে সহজে ভাল করা যাবে। “গুগল” ছিল তার বড় সহচর—অনেক তথ্য, অজানা বিষয় সবই খুলে দেখেছেন অনলাইনে। প্রতিটি মানুষের পথ আলাদা—এটি তিনি মেনে নিয়ে চলেছেন, আর সেটাই ছিল তার শক্তি।

ভাইভা—নিজের পরিচয় দেখানোর মুহূর্ত
ভাইভায় মনে হয়েছিল, তারা মূলত আমার ব্যক্তিত্বটাই যাচাই করছেন। ছোটবেলা থেকে বিতর্ক ও উপস্থিত বক্তৃতার চর্চা ছিল এখানে কাজে লাগার মতো। ভাইভার দিনগুলো মিশ্র অনুভূতি নিয়ে কেটে গেছে—ভালও ছিল, কষ্টও ছিল—কিন্তু সবচেয়ে বড় জিনিস ছিল আত্মবিশ্বাস।

ইংরেজি দক্ষতা, লাইফ-স্কিল আর পরামর্শ
ইংরেজি শিখতেই সময় লাগে—নোভার কৌশলটা সরল: পড়া, দেখা, বলা। উপন্যাস, খবর, সিনেমা, আয়নায় কথা—সবকিছুই কাজে লাগে। আর বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম—ডেবেট, বন্ধু-বন্ধন—এগুলোই ব্যক্তিত্ব গড়ার পরীক্ষিত উপায়।
তার প্রস্তাব: বিসিএসের পথে ধৈর্য্য আর প্ল্যান 'বি' রাখুন। “বিসিএস ক্যাডার হতেই হবে”—এমন একচেটিয়া চাপ জীবন শেষ বলে ভাবাবেন না। প্ল্যান 'স' থাকলেই মন ইতস্তত হওয়া থেকে মুক্ত থাকে।

ভুবন-দৃষ্টি: এখন থেকে ভবিষ্যৎ
নোভা বললেন—প্রতিবছর নিজের একটি বেটার ভার্সান হতে চাই। সিভিল সার্ভিসে এ সুযোগ পেয়েছেন—এটাকে নিষ্ঠার সঙ্গে পালন করবেন। সাফল্য কিংবা ব্যর্থতা—দুইটাই জীবনের অংশ; দুটোই গ্রহণ করে এগিয়ে যেতে চান তিনি।

ফেসবুক পাঠকের জন্য শেষ কথা:
স্বপ্ন বড় হলে ভয় পাবেন না। পরিবারের বিশ্বাস, নিজের স্ট্র্যাটেজি আর নিয়মিত পরিশ্রম—এগুলো যখন একসঙ্গে থাকে, তখন সম্ভব অনবদ্যকিছু। নোভার গল্পটা তাই কেবল এক পরীক্ষার কাহিনি নয়—এটা সিদ্ধান্ত, ধৈর্য্য আর বিনয়ী বিশ্বাসের গল্প।

⚠️⚠️⚠️Ruet maingate today
21/09/2025

⚠️⚠️⚠️Ruet maingate today

🏆 বিসিএসে প্রথম স্থান দখল করলেন মাদরাসার ছাত্র। সারাদেশে বিসিএস  শিক্ষা ক্যাডারে মেধাতালিকায় প্রথম স্থানে যার নামটি জ্বল...
21/09/2025

🏆 বিসিএসে প্রথম স্থান দখল করলেন মাদরাসার ছাত্র।

সারাদেশে বিসিএস শিক্ষা ক্যাডারে মেধাতালিকায় প্রথম স্থানে যার নামটি জ্বলজ্বল করছে, তিনি চট্টগ্রামেরই ছেলে। গাজী মুহাম্মদ ইমরোজ হোসেন ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে হয়েছেন সেরাদের সেরা।

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী এলাকার গাজী পাড়ার সন্তান গাজী মুহাম্মদ ইমরোজ হোসেন। তিনি পটিয়ার শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসা থেকে ২০০৯ সালে গোল্ডেন-এ প্লাস পেয়ে দাখিল এবং একই মাদ্রাসা থেকে ২০১১ সালে মানবিক বিভাগে এ প্লাস পেয়ে আলিম পাশ করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

ইমরোজ বলেন, ‘আমি পড়ালেখার ক্ষেত্রে কোন ধরনের কম্প্রোমাইজ করতাম না। সময়ের কাজ সময়ে শেষ করতাম।’
ইমরোজ বলেন, ‘৩৮ তম বিসিএস পরীক্ষা দিয়েছি ২০১৭ সালের ডিসেম্বর মাসে। বাবা-মা চেয়েছিলেন আমি যেন প্রশাসন ক্যাডারে যাই। কিন্তু আমার ধ্যান-জ্ঞান ছিল শিক্ষা ক্যাডার।’

তিনি বলেন, ‘যদিও বাবা-মায়ের কথা রাখতে গিয়ে ফরমে প্রথম পছন্দ হিসেবে প্রশাসন ক্যাডার দিয়ে দ্বিতীয় পছন্দ দিয়েছিলাম শিক্ষা ক্যাডার। আমি মনে করি, প্রশাসনসহ অন্য ক্যাডারের চাকুরেরা তাদের কাজের বাইরে কিছুই করতে পারেন না। কিন্তু একজন আদর্শ শিক্ষক তার মনের সৃজনশীলতাকে প্রকাশ করে দেশ ও জাতির জন্য কাজে লাগাতে পারেন এবং অনেক মানুষের মনে জায়গা করে নিতে পারেন। মানুষ গড়ার কারিগরের এমন পেশায় যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’

ইমরোজের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ গাজী মুহাম্মদ ইদ্রিস বলেন, ‘পড়ালেখার প্রতি তার প্রবল আগ্রহ ছিল সবসময়। আমি নিজে দেখেছি সারা রাত জেগে থেকে পড়াশোনা করেছে। অবশেষে কষ্টের ফল পেয়েছে সে।’

তার গৃহিণী মা নুর আয়েশা বেগম বলেন,‘ ভালোভাবে পড়াশোনা করলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরাও বিসিএস ক্যাডার হতে পারে। প্রতিবারই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিসিএসে উত্তীর্ণ হচ্ছে। আমার ছেলে ছাত্র হিসেবে খুবই মেধাবী। ইসলামী শিক্ষায়ও সমানভাবে পারদর্শী। তার এই সাফল্যে আমি মা হিসেবে আমি খুবই আনন্দিত ও গর্বিত।’

রিমার অনুপ্রেরণা ছিলেন তার মা। তিনি প্রিলিমিনারির জন্য কোন কোচিং করেননি। তবে লিখিত প্রস্তুতি তার জন্য অনেক কঠিন ছিল।একটা...
21/09/2025

রিমার অনুপ্রেরণা ছিলেন তার মা।

তিনি প্রিলিমিনারির জন্য কোন কোচিং করেননি। তবে লিখিত প্রস্তুতি তার জন্য অনেক কঠিন ছিল।

একটা কোচিং এ ভর্তির একমাস পড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি টেবিলে বসে পড়াশোনা ও লেখালেখি করতে নিষেধ করলেন ডাক্তার।

তিনি বলেন, কান্নাকাটি করেছি আল্লাহর কাছে, মনে হতো আমার সাথেই এমন কেন হলো। মা বলতেন ধৈর্য ধরো রিজিকের মালিক আল্লাহ।

তবে আমি প্রস্তুতি বন্ধ রাখিনি। ফলস্বরূপ ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি।

রিমা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রিমা ইসলামের গ্রামের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে। তার নিজ এলাকায় তিনি প্রথম বিসিএস ক্যাডার।রিমার জন্য শুভকামনা রইল।

কে কে বিসিএস ক্যাডার হতে চান কমেন্ট করুন।

৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার পূর্ণাঙ্গ (২০০টি) প্রশ্ন সমাধান দেখে নিন।কেমন হতে পারে এই পরীক্ষার কাটমার্ক ? আপনার অভিজ্ঞতা...
19/09/2025

৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার পূর্ণাঙ্গ (২০০টি) প্রশ্ন সমাধান দেখে নিন।
কেমন হতে পারে এই পরীক্ষার কাটমার্ক ? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাবেন।

Collected : জয়কলি BCS

⚡৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্টপ্রশ্ন সমাধান (বাংলাদেশ বিষয়াবলি অংশ)পরবর্তীতে আরো সমাধান আসছে...
19/09/2025

⚡৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
প্রশ্ন সমাধান (বাংলাদেশ বিষয়াবলি অংশ)
পরবর্তীতে আরো সমাধান আসছে...


আজকে অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন।👉 পরীক্ষার তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫শীঘ্রই সমাধান আসছে...নির্ভুল...
19/09/2025

আজকে অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন।
👉 পরীক্ষার তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫
শীঘ্রই সমাধান আসছে...
নির্ভুল প্রশ্ন সমাধান পেতে চোখ রাখুন আমাদের পেজে ও গ্রুপে

------------
BCS সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান এবং নতুন আপডেটের জন্য Join করুন
ফেসবুক গ্রুপ BCS Breakers
গ্রুপ লিংক:- https://facebook.com/groups/2316169478727843/

আজকের ৪৭ তম বিসিএস এর MCQ  প্রশ্ন। দেখে নেন এবং কমেন্ট করে যানান যে প্রশ্ন কেমন হয়েছে।
19/09/2025

আজকের ৪৭ তম বিসিএস এর MCQ প্রশ্ন।
দেখে নেন এবং কমেন্ট করে যানান যে প্রশ্ন কেমন হয়েছে।

আগামীকাল ৪৭তম বিসিএস। OMR এর স্যাম্পল দেখে রাখুন
19/09/2025

আগামীকাল ৪৭তম বিসিএস। OMR এর স্যাম্পল দেখে রাখুন

19/09/2025

বিসিএস পরিক্ষায় ২০ মিনিট লেইট
অতঃপর!!!
ম্যাজিসট্রেট যা বললেন!!


Address

Saidpur

Alerts

Be the first to know and let us send you an email when BCS Breakers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BCS Breakers:

Share