BCS Breakers

BCS Breakers Break the Barrier, Be a BCS Breaker

কেন ইংরেজি পত্রিকা পড়বেন? কি ভাবে পড়বেন? নিয়মিত ইংরেজি পত্রিকা পড়া ইংরেজি ভাষার জ্ঞান উন্নত করার একটি কার্যকর উপায়।...
07/08/2025

কেন ইংরেজি পত্রিকা পড়বেন? কি ভাবে পড়বেন?

নিয়মিত ইংরেজি পত্রিকা পড়া ইংরেজি ভাষার জ্ঞান উন্নত করার একটি কার্যকর উপায়। নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো কীভাবে একজন শিক্ষার্থী বা আগ্রহী পাঠক ইংরেজি পত্রিকা পড়া শুরু করতে পারে এবং কীভাবে তা থেকে সর্বোচ্চ উপকার পেতে পারে।

কেন ইংরেজি পত্রিকা পড়বেন?

১. ইংরেজি শব্দভাণ্ডার (Vocabulary) বৃদ্ধি পায়
২. ব্যাকরণ (Grammar) শেখা সহজ হয়
৩. sentence structure বোঝা যায়
৪. স্পেলিং ও ব্যবহারিক ইংরেজি শেখা যায়
৫. current affairs সম্পর্কে জ্ঞান হয়
৬. Academic writing এবং Spoken English এ সহায়তা করে

কীভাবে ইংরেজি পত্রিকা পড়বেন? (ধাপে ধাপে গাইড)

১. সহজ ও নির্ভরযোগ্য পত্রিকা নির্বাচন করুন

যেমন:

The Daily Star

The Guardian

BBC News

The New York Times

The Times of India

Hindustan Times

পরামর্শ:
The Daily Star বা BBC Learning English শুরু করার জন্য সবচেয়ে ভালো।

২. নির্দিষ্ট বিভাগ নির্বাচন করুন (Topic Wise)

শুরুতে পুরো পত্রিকা পড়ার দরকার নেই। প্রথমে আগ্রহের বিষয় থেকে শুরু করুন।

যেমন:

Headlines (শিরোনাম)

National News (জাতীয় সংবাদ)

Sports (খেলাধুলা)

Lifestyle

Editorial (সম্পাদকীয়) – উন্নত পর্যায়ের জন্য

Technology বা Science

৩. প্রতিদিন ১টি নিউজ আর্টিকেল পড়ুন

পড়ার সময় শব্দ বোঝার চেষ্টা করুন

অজানা শব্দগুলো চিহ্নিত করুন এবং ডিকশনারিতে অর্থ দেখুন

শব্দটি নিয়ে নিজে একটি বাক্য বানানোর চেষ্টা করুন

৪. গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য লিখে রাখুন

একটি খাতা বা নোটবুকে নতুন শব্দ বা সুন্দর বাক্য লিখে রাখুন।

উদাহরণ:

> Word: Inflation – অর্থনৈতিক মুদ্রাস্ফীতি
Sentence: "The inflation rate has increased this year."
বাংলা: এই বছর মুদ্রাস্ফীতির হার বেড়েছে।

৫. পড়া শেষ করে সারাংশ লেখার চেষ্টা করুন (Summary Writing)

আপনার নিজের ভাষায় পুরো নিউজের একটি ছোট সারাংশ লেখার অভ্যাস করুন

শুরুতে বাংলায় লিখতে পারেন, পরে ধীরে ধীরে ইংরেজিতে

৬. উচ্চারণ অনুশীলন করুন (Reading aloud)

প্রতিদিন অন্তত ১০ মিনিট জোরে জোরে পড়ুন

এতে উচ্চারণ পরিষ্কার হবে এবং fluency বাড়বে

৭. পত্রিকার সাথে ডিকশনারি রাখুন

অজানা শব্দের মানে সঙ্গে সঙ্গে দেখে নিন

Cambridge Dictionary বা Oxford Dictionary ব্যবহার করুন

৮. সপ্তাহে একদিন Editor’s Opinion বা Editorial পড়ার চেষ্টা করুন

এটি উন্নত ইংরেজি শেখার একটি দুর্দান্ত উপায়

কঠিন হলেও ধীরে ধীরে অভ্যস্ত হবেন

কিছু টিপস:

শুরুতে শুধুমাত্র ১৫–২০ মিনিট সময় দিন

অজানা শব্দে ভয় পাবেন না

আগ্রহের বিষয় পড়লে শেখা সহজ হয়

পত্রিকার নিউজ ইংরেজি–বাংলা দু’ভাষায় পড়লে বোঝা সহজ হয় (যেমন: The Daily Star এবং Prothom Alo)

শেষ কথা:

ইংরেজি পত্রিকা পড়া একটি ধৈর্যের কাজ। নিয়মিত অভ্যাস করলে আপনি ১ মাসের মধ্যেই উন্নতি দেখতে শুরু করবেন। ইংরেজি শেখার জন্য এটি সবচেয়ে প্রাকৃতিক ও কার্যকর একটি উপায়।
Breakers

বাবা অন্ধ, সংসারে টানাটানি। রাজশাহীতে একসঙ্গে পাঁচটি টিউশন করে কোনোমতে চলে নিজের খরচ। এক সময় ২০০ টাকায় টিউশনি করেও সংসার...
01/08/2025

বাবা অন্ধ, সংসারে টানাটানি। রাজশাহীতে একসঙ্গে পাঁচটি টিউশন করে কোনোমতে চলে নিজের খরচ। এক সময় ২০০ টাকায় টিউশনি করেও সংসারের খরচ জুগিয়েছেন। কখনো কষ্ট লুকিয়েছেন, কখনো আত্মীয়দের তিরস্কারে নীরবে কেঁদেছেন। এমন কঠিন বাস্তবতা পেরিয়ে আজ মো. সোহেল রানা একজন পররাষ্ট্র ক্যাডার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের এই প্রাক্তন শিক্ষার্থীর গল্প শুধু বিসিএস উত্তীর্ণ হওয়ার নয়—এটি এক তরুণের হার না মানা জীবনের গল্প।

নওগাঁর মহাদেবপুরের ছেলে সোহেল। পরিবারের আর্থিক দুরবস্থা তাকে বাধ্য করে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই টিউশন করতে। ২০১৪ সালে তার বাবার ব্রেইন স্ট্রোক হওয়ার পর পুরো সংসারের বোঝা আরও বাড়ে। অন্ধ বাবার পাশে দাঁড়াতে সোহেল নিজের পড়াশোনার খরচ চালান টিউশনির টাকায়।

তিনি বলেন, ‘টিউশনি না করলে চলত না। প্রতিদিন ঘুরে ঘুরে টিউশন খুঁজেছি। রাজশাহীতে টিউশনের জন্য ১০০-২০০ টাকা পাওয়া যেত। তবু কাজ চালিয়ে নিয়েছি।’ বিশ্ববিদ্যালয়ে ক্লাসের পাশাপাশি সংসার টানার লড়াই তাকে করে তোলে আরও দৃঢ়চেতা।

স্নাতক শেষ করেই যেন জীবনের বড় যুদ্ধ শুরু। চাকরি না পাওয়ায় আত্মীয়দের কটাক্ষ, বন্ধুদের চাকরি পাওয়া আর নিজের ব্যর্থতায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বই কেনা, ঢাকা যাতায়াতের খরচ—সবই টিউশন করে জোগাড় করতে হয়েছে। তবু থেমে যাননি। দিনের পর দিন ১০-১২ ঘণ্টা পড়েছেন, নিজেকে ভেঙে গড়েছেন।

২০২১ সালে কোভিডের পর পুরোদমে শুরু হয় বিসিএস প্রস্তুতি। প্রথমে ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নির্বাচিত হন; এরপর ৪৪তম বিসিএসে কাঙ্ক্ষিত পররাষ্ট্র ক্যাডারে জায়গা করে নেন। দীর্ঘ পাঁচ-ছয় বছরের সংগ্রামের এটি এক অনন্য অর্জন।

নিজের অনুভূতি প্রকাশে আবেগাপ্লুত সোহেল বলেন, ‘অনেকদিন ধরে স্বপ্ন ছিল পররাষ্ট্র ক্যাডার হওয়া। আল্লাহর রহমতে তা পূরণ হয়েছে। বাবা-মা, স্ত্রী, বন্ধুরা সবাই অনেক খুশি।’

ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করতে চান সোহেল। প্রবাসে চাকরি ও যাতায়াত যেন সহজ হয়, সেই লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

যে তরুণ একসময় বই কেনার টাকায় টান পড়লে আত্মগ্লানিতে ডুবতেন, আজ তিনি শত শত তরুণের অনুপ্রেরণা। তরুণদের প্রতি তার বার্তা, ‘সফলতা চায় বললেই হয় না—তার জন্য পরিশ্রম, ডেডিকেশন, আত্মবিশ্বাস থাকতে হয়। দিনে অন্তত ৮-১০ ঘণ্টা পড়াশোনা ছাড়া বিসিএস এখন কঠিন।
পেজের সাথেই থাকুন!

শারীরিক শিক্ষা প্রশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিVisit : cuet.ac.bd
01/08/2025

শারীরিক শিক্ষা প্রশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
Visit : cuet.ac.bd

Way to learn Day বাই Day -১-১৯,,,,,,,পড়া চালিয়ে যান It should be better ১১-২০ তম গ্রেডসহ যে কোন চাকরি প্রস্তুতিতে এভাবে ...
31/07/2025

Way to learn
Day বাই Day -১-১৯,,,,,,,পড়া চালিয়ে যান
It should be better
১১-২০ তম গ্রেডসহ যে কোন চাকরি প্রস্তুতিতে এভাবে প্রতিদিন এর পড়া প্রতিদিন শেষ করতে পারলে ভালো কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ।
゚ ゚viralシviralシfypシ゚viralシalシ

👉একটি চিতাবাঘ একটি কুকুরকে তাড়া করেছিল। কুকুরটি একটি ঘরের দরজা খোলা পেয়ে, বাথরুমে ঢুকে পড়ে। পিছু পিছু চিতাবাঘটিও সেখানে ...
31/07/2025

👉একটি চিতাবাঘ একটি কুকুরকে তাড়া করেছিল। কুকুরটি একটি ঘরের দরজা খোলা পেয়ে, বাথরুমে ঢুকে পড়ে। পিছু পিছু চিতাবাঘটিও সেখানে যায়। বাড়ীর মালিক ঘটনাটি দেখতে পেয়ে, সাথে সাথে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়।

ফলে প্রাণী দুইটি বাথরুমের ভিতরে আটকা পড়ে যায়। কুকুরটি চিতাবাঘকে দেখে ভয় পেয়ে এক কোণে চুপচাপ বসে পড়ে। প্রবল আতঙ্কে সে একবার জন্য ঘেউ ঘেউ করার সাহস পর্যন্ত করেনি।

অন্যদিকে, যদিও চিতাবাঘটি ক্ষুধার্ত ছিল এবং কুকুরটিকেই তাড়া করছিল, তবুও সে কুকুরটির উপর আ'ক্রমণ করেনি।

চাইলেই চিতাবাঘটি কুকুরটিকে মে'রে ফেলতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা দুজন দুই কোণে চুপচাপ বসে থাকল। দীর্ঘ ২৮ ঘন্টা একসঙ্গে কাটানোর পরও চিতাবাঘটি কুকুরটিকে আক্রমণ করেনি। পুরোটা সময় সে ভীষণ শান্ত ছিল।

অবশেষে বন বিভাগ চিতাবাঘটিকে নিয়ন্ত্রণে আনে এবং ট্র্যাঙ্কুলাইজার ডার্ট ব্যবহার করে তাকে বন্দি করে।

এখন প্রশ্ন হলো, যখন চিতাবাঘের জন্য কুকুরটিকে আক্রমণ করা এত সহজ ছিল, তখন সে তা করল না কেন?

বন্যপ্রাণী গবেষকদের মতে, বন্য প্রাণীরা স্বাধীনতার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। যখনই তারা বুঝতে পারে যে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, তখন তারা এতটাই মানসিক যন্ত্রণা অনুভব করে যে, ক্ষুধা তৃষ্ণার কথাও ভুলে যায়। তাদের স্বাভাবিক খাদ্যগ্রহণের প্রবৃত্তি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে।

👉শিক্ষা: স্বাধীনতা ও সুখ একে অপরের সাথে গভীরভাবে জড়িত। কারো চিন্তার স্বাধীনতা, কাজের স্বাধীনতা আর নিজের ইচ্ছামতো বাঁচার স্বাধীনতা কেড়ে নিয়ে আপনি তাকে যা কিছুই দেন না কেন, সবকিছু তার কাছে মূল্যহীন এবং অর্থহীন।

©️

আবেদন করতে পারেনলেখা না বুজা গেলে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে যান
28/07/2025

আবেদন করতে পারেন
লেখা না বুজা গেলে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে যান

নটরডেম কলেজের এক ভাইকে দেখেছিলাম। পড়াশুনার ধরনটা বলি। কলেজ থেকে এসে সে ঘুমাতো। এরপর রাতের ডিনার করে পড়তে বসতো। ড্রয়ারে থ...
28/07/2025

নটরডেম কলেজের এক ভাইকে দেখেছিলাম। পড়াশুনার ধরনটা বলি। কলেজ থেকে এসে সে ঘুমাতো। এরপর রাতের ডিনার করে পড়তে বসতো। ড্রয়ারে থাকতো ৩০/৩৫ বিভিন্ন ধরনের কলম। বিভিন্ন ব্রান্ডের অগনিত পেন্সিল। দিস্তা দিস্তা খাতা টেবিলের পাশে রাখা ছিল। কলেজ লেভেলের সবগুলা বই সুন্দর করে বাধাই করে নতুন মলাট করা। প্যাকেট ভর্তি দামী ইরেজার।

এই মানুষটা পড়ত আর লিখতো। লিখতো আর পড়তো। বিরক্ত লাগলে উঠে গোসল করে আবার পড়তে বসতো। এভাবে চলতো সারা রাত। খালি কলমগুলো পড়ে থাকতো টেবিলের পাশে। দিস্তা দিস্তা খাতা শেষ হয়ে টেবিলের নিচে জমতো।

এরকম ভয়ঙ্কর ধরনের পড়াশুনা করেও কোন এক অজ্ঞাত কারনে সে বুয়েট, ঢাবি, জাবি, রাবি, চবি থেকে শুরু করে কোথাও চান্স পায় নি। আমি আজও হিসাব মেলাতে পারি না কেন সে চান্স পায় নি। কি এমন বাকি ছিল যা সে করে নি? আর কিভাবে পরিশ্রম করলে ভালো করা যেতো? এখন সে কি করে জানেন?

সে কোন পড়াশুনাই করে না। একটা বেসরকারী ভার্সিটি থেকে নামমাত্র ডিগ্রি নিয়ে সে কোন রকমে আছে। আগের সেই তেজ নাই। নটরডেমিয়ান বলে আলাদা কোন ভাবও নাই।

আরেকটা ছেলে।

SSC তে এভারেজ রেজাল্ট।

ইন্টারে এ মাইনাস।

কোন রকমে ওয়েটিং থেকে ঢাবিতে চান্স পেয়েছে।

এরপরেরটা ইতিহাস। ডিপার্টমেন্টে রেকর্ড রেজাল্ট।

অনার্সে ফাস্ট। মাস্টার্সে ফাস্ট। বাইরের কোন নামী দামী ক্যাম্পাসে ডক্টরেট করা এখন তার জন্য কোন ইস্যু না। চবিতে এপ্লাইড ফিজিক্সে এক ভাই ছিল। কোন রকমে এসএসসি আর ইন্টারের বাধা পেরিয়ে এখানে এসে এপ্লাইডে ভর্তি হয়েছে। বাকিটা ইতিহাস। ডিপার্টমেন্টে রেজাল্ট 3.89 !!!

(নামটা ভুলে গেছি। কেউ চিনলে আমাকে বলে দিয়েন) আবার এরকমও আছে।

ক্যাম্পাসে সুপার রেজাল্ট। চাকুরীর পরীক্ষায় কোন সফলতা নাই। তিন বছর ধরে বেকার। লোকে এখন সন্দেহ করে ভার্সিটির রেজাল্ট কি আসলেই ঠিক? দুর্দান্ত মেধা নিয়ে মেডিকেলে চান্স পেয়েছে। অথচ মেডিকেলে এখন ফাস্ট ইয়ারই পাস করতে পারে না। অন্যজন কোটা নিয়ে ভর্তি হয়েছিল মেডিকেলে। এক চান্সেই MBBS পাশ করে ফেলেছে।

এর নাম জীবন।

একবার গ্রাফটা থাকে উপরে। আবার কখনো থাকে তলানীতে। একেবারে তলানী থেকে উঠে আসতে পারে খুব কম মানুষই। কিন্তু যারা উঠে আসে তারা হচ্ছে একেকটা ডায়মন্ড। একেবারে সবার উপরের জায়গাটাই দখল করে। জীবন আপনাকে তলানিতে এই জন্যই ফেলে দেয় যেন আপনি উঠে এসে সেরা জায়গাটা ধরতে পারেন।

ধৈর্য রাখুন।
©

শিক্ষার্থীদের কাছে এই ৪টি অ্যাপ্‌স থাকা উচিত১. photomath: হঠাৎ গণিতের একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে সমস্যায় পড়লেন। ঐ সময় ...
28/07/2025

শিক্ষার্থীদের কাছে এই ৪টি অ্যাপ্‌স থাকা উচিত

১. photomath: হঠাৎ গণিতের একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে সমস্যায় পড়লেন। ঐ সময় আপনার সাথে কেউ নেই যে আপনাকে বুঝিয়ে দেবে। এমতাবস্থায় এই অ্যাপে গিয়ে প্রশ্নটির একখানা ছবি তুইলেই সাথে সাথে স্টেপ বাই স্টেপ সলিউশন দেবে এই অ্যাপটি।

২. Buddytalk : ইংরেজি শিখতে গেলে কথা বলার কোন বিকল্প নেই৷ কিন্তু আমরা সচরাচর কথা বলতে পারি না কথা বলার পার্টনার না পাওয়ায়। তাই আমাদের ইচ্ছা থাকলেও উপায় না থাকার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই। এই অ্যাপটির মাধ্যমে আপনি ইংরেজিতে কথা বলার পার্টনার খুজে পাবেন।

৩. Moon+Reader :মোবাইলে কিংবা ট্যাবে বই পড়ার জন্য এর চেয়ে ভালো অ্যাপ আছে কিনা আমার জানা নেই। এই অ্যাপটির সাইজও খুব কম। অ্যাপের মাঝেই আপনি খুজে নিতে পারেন আপনার পছন্দের বইটি। এই অ্যাপটি ফোনে থাকা মানে আস্ত একটা লাইব্রেরি থাকা।

৪. Camscanner: বন্ধুর কাছে তার নোট খাতাটা ধার নিলেন। তো তার নোটখাতাটি তাকে দিয়ে দেওয়ার আগে আপনি যদি দ্রুতই তার নোট খাতাটির একটা পিডিএফ ফাইল তৈরি করে নিজের ফোনে রাখেন তাহলে কেমন হয়? এই অ্যাপটি আপনাকে যেকোনো ডকুমেন্ট স্কান করে দিতে পারবে। একেবারে কম্পিউটারের স্ক্যানারের মতো।
.

NTRCA এর নতুন চেয়ারম্যান হলেন মোঃ আমিনুল ইসলাম
27/07/2025

NTRCA এর নতুন চেয়ারম্যান হলেন মোঃ আমিনুল ইসলাম

📢আগামীকাল লাস্ট ডেট📌📌🎯 গণযোগাযোগ অধিদপ্তর (১৭৭ জন) - ২৮ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত।
27/07/2025

📢আগামীকাল লাস্ট ডেট📌📌
🎯 গণযোগাযোগ অধিদপ্তর (১৭৭ জন) - ২৮ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত।

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (পুরুষ ও মহিলা) খেলোয়াড় হিসেবে যোগ দিনসেনাবাহিনীতে যোগদানে নির্ধারিত কোনো সুযোগ নেই। শুধ...
27/07/2025

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (পুরুষ ও মহিলা) খেলোয়াড় হিসেবে যোগ দিন

সেনাবাহিনীতে যোগদানে নির্ধারিত কোনো সুযোগ নেই। শুধুমাত্র সেনাসদস্যদের খেলাধুলায় অসাধারণ কৃতিত্বের জন্য সেনাবাহিনীতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি

খেলোয়াড় প্রার্থীদের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু: ২৫ জুলাই ২০২৫ এবং শেষ ০৮ আগস্ট ২০২৫

সেনা বাহিনীতে খেলোয়াড় হিসেবে সৈনিক পদে সরাসরি যোগদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে "৪৬ তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স"-এ অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ২০২৫ সালের মধ্যে যে সকল খেলোয়াড় জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছেন, তারা আবেদন করতে পারবেন।

🔹 ১। সৈনিক পদে খেলোয়াড় নিয়োগ:

পুরুষ প্রার্থীদের জন্য খেলাধুলা:

অ্যাথলেটিক্স
ফুটবল
ভলিবল
বাস্কেটবল
হ্যান্ডবল
আর্চারী
ক্রিকেট
জিমন্যাস্টিক
বক্সিং
সাঁতার
জুডো
কারাতে
তায়কোয়ানডো
টেনিস
ওয়েটলিফটিং

মহিলা প্রার্থীদের জন্য খেলাধুলা:
অ্যাথলেটিক্স
ফুটবল
ভলিবল
আর্চারী
হ্যান্ডবল
জিমন্যাস্টিক
জুডো
কারাতে
তায়কোয়ানডো
টেবিল টেনিস
সাঁতার
🔹 ২। শিক্ষাগত যোগ্যতা:

*ন্যূনতম জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

তবে যাদের খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য রয়েছে, তারা শিক্ষাগত যোগ্যতা শিথিলতার আওতায় আবেদন করতে পারবে।

🔹 ৩। সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে ভর্তি হওয়ার শর্তাবলী:

*শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
*নির্ধারিত উচ্চতা ও ওজন থাকতে হবে।
*সংশ্লিষ্ট খেলায় অভিজ্ঞ ও প্রশিক্ষিত হতে হবে।

🔹 ৪। আবেদনের নিয়মাবলী:

আগ্রহী প্রার্থীদের নিচের ই-মেইলে আবেদন পাঠাতে হবে:

📧 [email protected]
📞 ০১৭৬৯০২৩৯০৬

আবেদনের সাথে যেসব কাগজপত্র দিতে হবে:

জীবনবৃত্তান্ত;
*খেলাধুলায় কৃতিত্বের সনদ ও সনদপত্র
*শিক্ষাগত যোগ্যতার সনদ
*জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের কপি
*ছবি (পাসপোর্ট সাইজ)
*মোবাইল নম্বর:

🟩 মনে রাখবেন:
এই নিয়োগ সম্পূর্ণভাবে সেনাবাহিনীর খেলাধুলা ও দক্ষতার ভিত্তিতে হবে। কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়ানো থেকে বিরত থাকবেন।

27/07/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Address

Saidpur

Alerts

Be the first to know and let us send you an email when BCS Breakers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BCS Breakers:

Share