Tahir Hossain Shibu

Tahir Hossain Shibu ╺𝘼𝙩𝙩𝙞𝙩𝙪𝙙𝙚,𝙀𝙜𝙤দেখিয়ে মানুষকে 𝙞𝙜𝙣𝙤𝙧
করাটা 𝙨𝙢𝙖𝙧𝙩𝙣𝙚𝙨𝙨 নয়!�
-বরং সবার সাথে মিশতে

06/03/2025
সফলতার গল্প শুনতে অনেকেই আসে কিন্তু কিভাবে সফল হবে সেই পথে হাঁটতে চায় না শুধু স্বপ্ন দেখলেই সফলতা পাওয়া যায় না সফলতা ...
04/12/2024

সফলতার গল্প শুনতে অনেকেই আসে কিন্তু কিভাবে সফল হবে সেই পথে হাঁটতে চায় না শুধু স্বপ্ন দেখলেই সফলতা পাওয়া যায় না সফলতা অর্জন করতে লক্ষ ধৈর্য ইচ্ছা শক্তি যে আমি সফল হবোই এই মনোভাব যাদের মধ্যে আছে শুধু তারাই সফলতা অর্জন করতে পারে। ❤️‍🩹❤️‍🩹


অজুহাত হলো ব্যর্থতার প্রথম পদক্ষেপ..👇👉 "যদি কিছু অর্জন করতে চাও, অজুহাত খোঁজো না, উপায় খোঁজো।"☑️👉"অজুহাত মানুষকে পিছিয়...
04/12/2024

অজুহাত হলো ব্যর্থতার প্রথম পদক্ষেপ..👇

👉 "যদি কিছু অর্জন করতে চাও, অজুহাত খোঁজো না, উপায় খোঁজো।"☑️

👉"অজুহাত মানুষকে পিছিয়ে রাখে, কিন্তু প্রচেষ্টা সামনে এগিয়ে নিয়ে যায়।"☑️

👉"যত অজুহাত তুমি দেখাবে, তত স্বপ্ন তোমার থেকে দূরে সরে যাবে।"☑️

🔰সফলতার জন্য আত্মবিশ্বাস ও কাজের প্রতি অঙ্গীকার দরকার।💯✅

ফ্রিল্যান্সিং বর্তমানে জনপ্রিয় একটি পেশা। অনেক ধরনের কাজ করেই ফ্রিল্যান্সিং করা যায়, তবে এত কাজের মধ্যে কোন কাজটি দিয়ে শ...
03/12/2024

ফ্রিল্যান্সিং বর্তমানে জনপ্রিয় একটি পেশা। অনেক ধরনের কাজ করেই ফ্রিল্যান্সিং করা যায়, তবে এত কাজের মধ্যে কোন কাজটি দিয়ে শুরু করবেন এটি নির্ধারণ করাই বড় একটি চ্যালেঞ্জ। কারণ কোন কাজটি আপনার জন্য উপযুক্ত হবে তা সঠিক ভাবে নির্ধারণ করতে না পারলে সফলতার হার খুবই কম।

✅ নিজেকে প্রশ্ন করুনঃএটি হল সর্বপ্রথম ধাপ। কাজের ধরন অনুযায়ী ফ্রিল্যান্সিং কাজগুলোকে বিভিন্ন সেক্টর/ক্যাটাগরিতে বিভক্ত করা হয়ে থাকে, যেমন: ওয়েব ক্যাটাগরি, ডিজাইন ও ভিডিও ক্যাটাগরি, মাকেটিং ক্যাটাগরি. সাইবার সিকিউরিটি ও নেটওয়ার্কিং ক্যাটাগরি ইত্যাদি। প্রথমেই নিজেকে প্রশ্ন করুন আপনি কোন ক্যাটাগরির কাজ করতে ইচ্ছুক। অনেকে অন্যের সাজেশনে কাজ নির্ধারণ করার পর দেখা যায় কিছুদিন পর সেটি ভালো লাগে না বা বুঝতে পারে না, তখন ছেড়ে দেয়। এতে করে দেখা যায় সময় এবং শ্রম দুটোই নষ্ট হয়। সুতরাং নিজে সময় নিয়ে রিসার্চ করে প্রতিটি কাজের ধরন কেমন হবে তা বুঝুন এবং সেখান থেকে যেই ধরনের কাজ আপনার মনে হবে আপনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই সেক্টরটি বেছে নিবেন।

🔰বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিং একটি দুর্দান্ত সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে। এটি কেন এবং কিভাবে কাজে আসতে পা...
02/12/2024

🔰বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিং একটি দুর্দান্ত সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে। এটি কেন এবং কিভাবে কাজে আসতে পারে তা জেনে নিন:

👉ফ্রিল্যান্সিং কেন বেকারত্ব দূরীকরণে কার্যকর?👈

✅ স্থান ও সময়ের স্বাধীনতা: ফ্রিল্যান্সিং আপনাকে যে কোনো জায়গা থেকে এবং যে কোনো সময় কাজ করার সুযোগ দেয়। বাড়িতে থেকেই কাজ করে আয় করা সম্ভব।

✅বিভিন্ন দক্ষতা ব্যবহার: আপনার যে কোনো দক্ষতা (লেখালেখি, ডিজাইন, প্রোগ্রামিং ইত্যাদি) কাজে লাগিয়ে আয় করতে পারেন।

✅আয়ের সুযোগ: ফ্রিল্যান্সিংয়ে আয়ের সীমা নেই। আপনার দক্ষতা ও পরিশ্রমের উপর নির্ভর করে আয় বাড়ানো সম্ভব।

✅বিশ্বব্যাপী কাজের সুযোগ: ইন্টারনেটের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্তের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন।

✅ স্বাবলম্বী হওয়ার সুযোগ: ফ্রিল্যান্সিং আপনাকে নিজের চাকরি নিজে তৈরি করার সুযোগ দেয়।

🏮ফ্রিল্যান্সিং বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে একটি কার্যকর উপায় হতে পারে। তবে সফল হতে হলে ধৈর্য, পরিশ্রম এবং নিরন্তর শিক্ষা অর্জন করা জরুরি।

02/12/2024

Hello Everyone
Well come My page
✌️😎✌️

Address

Domer-Nilphamari
Saidpur
5340

Alerts

Be the first to know and let us send you an email when Tahir Hossain Shibu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share