The way of taqwa

The way of taqwa তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করো না। – সূরা বাকারাহ, আয়াতঃ ৪২
(1)

12/03/2025
🤍🌸
08/03/2025

🤍🌸

07/03/2025

নিশ্চয়ই শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন !আজ রমজানের প্রথম জুম্মা,
হে আল্লাহ এই জুম্মার দিনের উছিলায় আমাদের সকল গুনাহ মাফ করে দিন!আমিন!🤲🌸

আমিন🤲🌼
07/03/2025

আমিন🤲🌼

06/03/2025

‎‫اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي‬‎

“আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী।”

হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করতে পছন্দ করেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন।

(তিরমিযি, ৩৫১৩)

05/03/2025

"সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি; যে আল্লাহ তায়া'আলা থেকে বিমুখ হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি; যে নিজেকে বাদ দিয়ে মানুষজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।"

[আল- ফাওয়ায়িদ : ১০৮ পৃষ্ঠা]

🤍🕋🤍
02/03/2025

🤍🕋🤍

নতুন চাঁদ দেখে পড়ার দোয়া..🤲🌙
01/03/2025

নতুন চাঁদ দেখে পড়ার দোয়া..🤲🌙

01/03/2025

🌙✨ রমাদান কারীম ✨🌙
🕌🤲💛

রমাদান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, রহমত ও মাগফিরাতের মাস। 🕋✨ প্রতিটি সকাল, বিকেল, দিন ও রাত আল্লাহর স্মরণে কাটুক—এই হোক আমাদের কামনা।

📿 R - Remember আল্লাহকে বেশি বেশি স্মরণ করো
🕋 A - Allah তাঁর রহমতের ছায়ায় থাকো
🌅 M - Morning প্রভাত শুরু হোক দোয়া দিয়ে
☀️ A - Afternoon ধৈর্য ও ইবাদতে সময় দাও
🌞 D - Day নেক আমলে জীবন পূর্ণ করো
🤲 A - And সবার জন্য দোয়া করো
🌙 N - Night তারাবী, কিয়ামুল লাইল, ইস্তিগফার করো

এই রমাদানে মন ও আত্মা প্রশান্তিতে ভরে উঠুক—সবার রোযা ও ইবাদত কবুল হোক! 🤍🌸

🌸 রমাদান কারীম! 🌙

আমিন....🤲🌸
28/02/2025

আমিন....🤲🌸

14/02/2025

পিছনের সব গুনাহ মাফের দোয়া:-
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিঁউ ওয়াতুবু ইলাইহি
লা-হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম।
তওবা ইয়া আল্লাহ,তওবা ইয়া আল্লাহ ,তওবা ইয়া আল্লাহ
তওবা ইয়া রাব্বি। লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
আমিন..!🤲🏻❤️

12/02/2025

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন

আবারও দরজায় কড়া নাড়ছে " শবে বরাত" এই শবে বরাত হতে পারে আমাদের জীবনের শেষ শবে বরাত।
এই রাত মুক্তির রাত, ভাগ্যে পরিবর্তনের রজনী।

সুতরাং অবহেলা না করে অতিতের গুনাহের কথা স্মরণ করে তাওবা করি তারপর ধারাবাহিক শবে বরাতের রাতে আল্লাহ জন্য ইবাদাত করি। এমনভাবে ইবাদত করতে হবে যাতে একটি ছোট আমল যেন এই রাতে মিস না হয়। যেভাবে সারারাত ইবাতদ করবো--

◼️খুব মনোযোগ দিয়ে অজু করবেন অজু শেষে কালেমা শাহাদাত পড়বেন৷ সারারাত অজুর সাথে থাকার চেষ্টা করবেন,এতে অনেক সাওয়াব আছে। মাগরিবের আযান হলে মনোযোগ দিয়ে আযানের জবাব দিবো তার পর দুরুদ পড়বো, এর পর আযানের দোয়া পড়বো খাস দিলে।

◼️তাহার পর খুব বিনয়ও নম্রতার সাথে মাগরিবের নামাজ পড়বো, ২ রাকাত করে ৬ রাকাত আওয়াবিন নামাজ পড়বো। মাগরিবের ও আওয়াবিনের নামাজের ফাঁকে বা পরে সন্ধ্যার যিকিরও আমগুলো করবো ১৫ মিনিট। তার পর সূরা ওয়াকিয়া পড়বেন।

◼️তার পর ইসলামি বই পড়বেন এশার আগ পর্যন্ত যাতে ইবাদতের প্রতি আগ্রহ আসে,বিশেষ করে তাওবা সম্পর্কে বই পড়বেন যাতে খাঁটি তাওবা নসিব হয়। জান্নাতের নিয়ামত সম্পর্কে পড়বেন যাতে জান্নাত পাওয়ার আশায় আমল করতে পারেন, এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে পড়বেন যাতে জাহান্নামেে কঠিন আযাবের কথা স্মরণ করে ইবাদতও তাওবা করা যায়।

◼️তার পর অনুরূপ এশার নামাজ পড়বেন। এশার নামাজের পর হাদিসে বর্ণিত আমল করবেন, সূরা মুলক পড়বেন তারপর খুব বিনয়ের সাথে খাঁটি তাওবা করবেন। এই রাতে বারবার তাওবা করবেন। কারণ তাওবাকারী ব্যক্তি পাপহীন ব্যক্তির ন্যায়।

◼️সামান্য খাবেন, বেশি খেলে ইবাদত করতে অলসতা আসবে।খাওয়াতে সময় কম নিবেন,ঐ রাতের জন্য গল্প করা বাদ একটি রাত অবহেলা করে সময় পাস করবেন না।
◼️শবে বরাত নামে আলাদা কোন নামাজ নাই৷ ২ রাকাত করে নফলের নিয়তে যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়বেন ইখলােসের সাথে । ২ রাকাতের মাঝখানে তাওবাও দোয়া করবেন।
◼️কুরআন তেলাওয়াত করবেন যত বেশি পড়বেন ভালো।
◼️সালাতুত তাসবিহের নামাজ পড়বেন।
◼️কমপক্ষে ১ হাজার বার করে দুরুদ ও ইস্তেগফার করবেন।
◼️ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ১০০ বার করে পড়বেন।
◼️ সুবহানাল্লাহি ওয়া-বিহামদিহি ১০০ বার পড়বেন।
◼️সুবহানা রাব্বি ওয়া-বিহামদিহি ১০০ বার।
◼️হাসবুনাল্লাহু ওয়া-নি'মাল ওয়াকিল,নি'মাল মাউলা ওয়া-নি'মান নাসির যতবার ইচ্ছে পড়বেন।
◼️লা-ইলাহা ইল্লাহ ১০০ বার।
বিঃদ্রঃ এই আমলগুলো ২

Address

Saidpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when The way of taqwa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share