Mawa's World

Mawa's World অনেক স্বপ্নের পেজ।
(1)

23/09/2025

ভাগ্যে জয়,ভাগ্যে ক্ষয় ,ভাগ্যে ভাগ্যে টক্কর হয়✿
মায়াবতি,গুণবতী,রূপবতী যে যাই হোক ! জয় কিন্তু ভাগ্যবতীরই হয়...!❤️

22/09/2025

বাহিরে গেলে মনে হয় ভালো একটা চাকরি দরকার, বাসায় গেলে মনে হয় একটা সুন্দর সংসার চাই🙂

ভালো লাগছে।
18/09/2025

ভালো লাগছে।

07/09/2025

মেয়েদের ভাগ্য ভালো না হলে,
গোটা একটা জীবন কেটে যায় সুখ খুজতে খুজতে।💔

- সব হাসিতে খুশি থাকেনা, কিছু হাসি দিয়ে মানুষ দুঃখ লুকায়!'
07/09/2025

- সব হাসিতে খুশি থাকেনা, কিছু হাসি দিয়ে মানুষ দুঃখ লুকায়!'

02/09/2025

আরো একবার এই পৃথিবীতে সেপ্টেম্বর মাসের সাথে দেখা হয়ে গেলো। এই মাসটা ক্যালেন্ডারের অন্য কোন মাসের মতো নয়। এই মাসে ঋতুর পাল্টে যাওয়া বোঝা যায়। তীব্র রোদের দিনগুলো আস্তে আস্তে নরম হয়ে আসে, দীর্ঘ দুপুরগুলো ছোট হয়ে বিকেলের সাথে মিশে যায়, সন্ধ্যা নামে ঝুপ করে। এই মাসের মাঝামাঝি ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিনের শুরু হয়। আর কে না জানে আশ্বিন সবচেয়ে সুন্দর মাস এই দেশের নদী বিল ধানক্ষেত আর মেঠোপথের জন্য! ঢাকায় ততটা নয়। এই পাল্টে যাওয়া খুব স্পষ্ট বোঝা যায় মফস্বলে। যেখানে, আকাশ গাঢ়তর নীল, নদীর পানি স্বচ্ছ ও শীতল, পুকুরগুলো শান্ত ও ছোট ছোট ঢেউএ ভরা, যেখানে রাত জাগলে রাতপাখির ডাক শোনা যায়, যেখানে শালবনের মাথায় শরতের চাঁদ ওঠে, জোৎস্নায় ভেসে যায় চরাচর। আহা সেপ্টেম্বরের রাত আর তার অকূল আকাশ!স্বাগতম সেপ্টেম্বর।"গোধূলি তোমায় দিলো স্মৃতিহারিয়ে ফেলার শৈশব,সন্ধ্যে তোমাকে দিলো সাহসদেখো তুমি পেরে যাবে সব। আকাশ তোমাকে দিক উড়ালডানা মেলা একা ঈশ্বর,একটু জিরিয়ে নাও তুমিজীবন ফিরিয়ে দেবে ঘর।"💙💚collected

বউয়ের কাছে 'সেরা জামাই' হইতে না পারলে আপনার বিয়া কইরা লাভ নাই!আপনার নিজের ফ্যামিলি আর আপনার বউ দুইটাই আপনার ব্যালেন্স কর...
31/08/2025

বউয়ের কাছে 'সেরা জামাই' হইতে না পারলে আপনার বিয়া কইরা লাভ নাই!
আপনার নিজের ফ্যামিলি আর আপনার বউ দুইটাই আপনার ব্যালেন্স করতে জানতে হবে৷ আপনি একদিন বৃদ্ধ হবেন, তখন ফ্যামিলি পাশে থাকবে না। থাকবে আপনি যাকে বিয়ে করেছেন,সেই মেয়েটাই!
তাকে এমন ভাবে রাখুন যাতে আপনার প্রতি তার কোনো অভিযোগ,অভিমান না থাকে। আপনি যতোটা ভালোবাসা দিবেন, যত্ন করবেন,সম্মান দিবেন,এরা দ্বিগুণ ফিরিয়ে দিবে আপনাকে। 'সেরা জামাই' হোন, সংসারে সুখে শান্তি তে থাকুন ❤️🌸
আসলেই কি বোঝে?

©

31/08/2025

নারী খুব যত্নে নষ্ট হয় 🙂😊

26/08/2025

মেয়ে মানুষ ভাত কাপড়ের জন্য মরে না এমনকি ভাত কাপড়ের জন্য সংসার ও ছাড়ে না। মেয়ে মানুষ মরে মানসিক শান্তির অভাবে, সংসার ও ছাড়ে মানসিক শান্তির অভাবে।

20/08/2025

নারী'রা অতিরিক্ত না পাওয়া'র মধ্যে থাকলে তাদের মেজাজ সবসময় খারাপ থাকে, আর প্রচুর রাগী, জেদি হয়ে বসে।

15/08/2025

ছুটির দিন আসে কেন? যাদের ছুটি দরকার তাদের জন্যই ছুটির দিন আসা উচিত।

Address

Saidpur
5310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mawa's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category