
16/07/2025
প্রিয় কদম,
গতকাল ঝুম বৃষ্টি হচ্ছিল আমি তখন স্কুলে।স্কুলের পাশেই তুমি তোমার সুন্দরতম অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছো। আমার স্টুডেন্টরা সেখান থেকে গুচ্ছ গুচ্ছ তোমাকে এনে বারান্দায় খেলতেছিল। আমাকেও একগুচ্ছ দিল 🥰🙂।একটু চাচ্ছিলাম, তোমাকে নিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করব কিন্তু সময় পাচ্ছিলাম না।বৃষ্টি স্নাত তোমাকে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে এক যুগ তাকিয়ে থেকে তোমর সৌন্দর্য উপভোগ করলেও ক্লান্তি আসবে না। ওর মধ্যে দু একটি ছবি নিয়েছিলাম সাথে সাথে কিন্তু যেন মন মতো হচ্ছিল না 🥰।মনে হচ্ছিল তুমি যত সুন্দর সেই সৌন্দর্য আমরা আমার ক্যামেরায় আমি নিয়ে আসতে অক্ষম । আর এটা সত্য যে কোন জিনিসের সৌন্দর্য পুরোপুরি ক্যামেরায় উঠে আসে না। তোমাকে যত্ন করে ব্যাগে ঢুকিয়ে বাসায় নিয়ে আসলাম,আরেকটু সৌন্দর্য উপভোগ করার জন্য, বৃষ্টিতে ভিজে আমার ব্যাগে করে আসতে তুমি একটু ক্লান্ত একটু নেতিয়ে গিয়েছিলে, তারপরেও কি যে সুন্দর লাগছে। তোমার ক্লান্তিতেও তুমি অনেক সুন্দর....
ইতি
তোমার সৌন্দর্যের উপর অত্যাচার করা আমি পদ্মাবতী-Padmavati
#কদমফুল