পদ্মাবতী-Padmavati

পদ্মাবতী-Padmavati হয়তো পৌষ রাতে পৃথিবীর পথ থেকে চ'লে যাব আমি কোনও পথে......🙂💚
(7)

28/09/2025

বাচ্চা নিয়ে কোথাও গেলে বাচ্চার বায়না, অন্যের কোনোকিছু নিয়ে জেদ দেখে মনে হয় এই পৃথিবীর সবথেকে নিলজ্জ মা আমি......হ্যারে বাবা মানুষ যেটা খাবে সেটাই তোকে খেতে হবে কেন,অন্যের খেলনা নিয়ে কেন এত জেদ করিস, আমার তো লজ্জা লাগে বাবা.... একটু বুঝার চেষ্টা কর বাবা, দিন দিন নিলজ্জ ছ্যাচরা বানাচ্ছিস...😭🙊🥰😍😇

---

আমি বদলাইনি...সময় বদলেছে মাত্র...
22/09/2025

আমি বদলাইনি...সময় বদলেছে মাত্র...

Good morning
15/09/2025

Good morning

কোনটা ভালো লাগে🥰💙....?
13/09/2025

কোনটা ভালো লাগে🥰💙....?

জুম্মা মোবারক & হ্যাপি ফ্রাই ডে 💚🤍🌿
05/09/2025

জুম্মা মোবারক & হ্যাপি ফ্রাই ডে 💚🤍🌿

27/08/2025

"পুরুষ সিংহের ন্যায়"কথাটি পুরুষদের বা ছেলেদের পজিটিভ গুণের কথা বলা হয়েছে, যেমন: পুরুষ তার চারপাশটা আগলে রাখবে, তার পরিবার, তার বাড়ির নারী শিশু সবাইকে নিরাপত্তার চাদরে জরিয়ে সমাজটাকে সুরক্ষিত রাখবে, তাছাড়াও পুরুষ/ছেলে সকল নারী শিশুর জন্য নিরাপদ হবে, একজন পথচারীর জন্য নিরাপদ হবে তবেই সে সিংহের ন্যায়।

কিন্তু কিছু পোলাপাইন আছে সে ছেলে মানুষ জন্যই অন্তরাত্মা দিয়ে লালন করে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে, হওক তার বয়স কম বা বেশি।তারা শুধু মাত্র সন্দেহর জোরে কাওকে পিটিয়ে মেরেও ফেলতে পারে কারণ তাদের গায়ে অনেক জোর তারা পুরুষ।কিছুদিন আগে সবাই জেনে থাকবেন রংপুরে দু'জন নিরীহ মানুষকে ভ্যান চোর সন্দেহে মেরে ফেলা হয়েছে।যারা মেরেছে তারা তো আমি বলব মানুষের পর্যায়ে পরেনা, এরা কতটা পাষণ্ড হলে পিটিয়ে পিটিয়ে একই জায়গায় জলজ্যান্ত দু দুটি মানুষকে মেরে ফেলতে পারে। আর বাকি তথাকথিত শত শত পুরুষ সেখানে দাড়িয়ে দাড়িয়ে এনজয় করেছে,ছবি তুলেছে, ভিডিও করেছে।এত এত পুরুষের ভিড়ে সেখানে একটি পুরুষ ও ছিলনা ওই নিরীহ মানুষ গুলোর উপর অত্যাচার ঠেকাতে বা একটা সু পরামর্শ দিতে, যার অভাবে খেটে খাওয়া দুজন গরীব পরিবারের সংসারের হাল ধরে থাকার অবলম্বন গুলো চিরতরে নির্মমভাবে বিদায় নিয়েছে 🥲। তাদের ক্ষমতা শুধু গায়ের জোর আর একটা ছোট্ট বিষয়কে কিভাবে বড় করা যায়।

রাস্তাঘাটে মেয়েদের /নারীদের টিজিং করা,সাইড টিউন করা বুলিং করা এগুলো ও তাহাদের পুরুষত্বের অংশ বলে মনে করে। পুরুষে আসতে ও একটা বয়স লাগে, একজন কিশোর বয়সের ছেলেকে তো পুরুষ বলা যায়না। কিন্তু ওই কিশোর ছলেটি ও খুব ভালো করে তার ভিতরে ওই বাজে মনোভাবটি লালন করে বড় হচ্ছে,বলবনা সবাই এরকম।কিছু তো আছেই সভ্য,তবে সেটা পারিবারিক শিক্ষায়।

আরেক শ্রেণির পুরুষ আছে সে শুধু তার বাড়িতে পুরুষ অন্যথায় সে এক গৃহপালিত নির্জীব প্রাণী। তার সামনে একজন নারী অসম্মানিত হচ্ছে তারই গোত্রের কেও না কেও একটি মেয়ে বা নাড়ীকে ছোট করছে, কিন্তু সে নির্বিকার। তার বলার কিচ্ছু নেই, তার করার কিচ্ছু নেই, মিনিমাম একটা প্রটেস্ট করার ভাবনাও তার মাঝে নেই। আমি বলব এমন পুরুষ ওই টিজার পাষন্ড পুরুষের থেকেও অধম। এমন পুরুষ সবসময়ের জন্য ইনসিকিউরড।ভরসার অযোগ্য

পুরুষ নিয়ে আজ একটু লিখতে বাধ্যই হলাম কারণ কিছুদিন যাবোতো আমার কর্মস্থলে যাওয়ার পথে কিছু কিশোর পোলাপাইনের,আচরণ কথাবলার ধরণ ভাব ভঙ্গিমা, আমাকে অবাক করে দিচ্ছে। এরা ছোট ছোট হাঁটুর বয়সের পোলাপাইন এরা সেই পাষণ্ড পুরুষত্ব লালন করে এই বয়সে। এই বয়সেই তারা কারো নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়াচ্ছে.....🥲।

আমি সব পুরুষকে বলছি না,দোষারোপ করছি না আমি শুধু বললাম পাষণ্ড পুরুষত্ব গুলোকে। সবাই আবার এটা গায়ে মেখে নিবেন না। আমি আজকে যা শেয়ার করলাম তা একটা আমার দেখা বাস্তব অভিজ্ঞতা।আমি এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি রানিং...... এবং কিছুটা ইনসিকিউরও ফিল করছি।

শেষমেশ আমি এটাই বলব আমাদের যুব সমাজের যে অধঃপতন এই মুহূর্তে আমরা যদি আমাদের পরিবার থেকে সচেতন না হই আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবারের সন্তানটি কি করছে, কার সাথে মিশছে, তার চিন্তা-চেতনা মনোভাব আচরণ কতটা পজিটিভ বা নেগেটিভ এগুলো নিয়ে যদি সচেতন না হই তবে আমরা আমাদের জীবনে কালো মেঘ ছাড়া কিছুই দেখতে পাবো না..... 🙏🥲🤔

শখের কচু 🥰🌿💚
27/08/2025

শখের কচু 🥰🌿💚

সকাল সকাল 💜💜
26/08/2025

সকাল সকাল 💜💜

আমার বারান্দার লক্ষী একটা গাছ,যেন সবুজ পরী 💚🌿
25/08/2025

আমার বারান্দার লক্ষী একটা গাছ,যেন সবুজ পরী 💚🌿

নিজে সুস্থ থাকলে,পরিবারের মানুষ গুলো সুস্থ থাকলে এবং আশেপাশের মানুষ গুলোর সুস্থতায় পৃথিবীটা কত্ত সুন্দর! তাইনা?.... 🙂🙂
23/08/2025

নিজে সুস্থ থাকলে,পরিবারের মানুষ গুলো সুস্থ থাকলে এবং আশেপাশের মানুষ গুলোর সুস্থতায় পৃথিবীটা কত্ত সুন্দর! তাইনা?.... 🙂🙂

Shout out to my newest followers! Excited to have you onboard! Chaharul Shaikh, Akul Kumar Das, Md Emamul Islam, Rm Masu...
20/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Chaharul Shaikh, Akul Kumar Das, Md Emamul Islam, Rm Masud Rana, Rofik Ahmed, Ab Siddique, Muhammad Rakib

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!ইফতেখার খান পাঠান মিল্টন❤️💙
16/08/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

ইফতেখার খান পাঠান মিল্টন❤️💙

Address

Saidpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when পদ্মাবতী-Padmavati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share