27/06/2025
ছেলেটির নাম আকাশ তার বাবার নাম মশিয়ার বাসা নীলফামারী চড়াই খোলা।
এই টো'কাই গুলোর কাছে এক সময় খাওয়ার টাকা ছিল না তার বাবা একজন দিন মজুর অন্যের বাড়িতে কাজ করে অথচ এখন তারা কোটিপতি। বাবা দিনমজুর এর ফুটানি ভাব সাব দেখলে মনে হয় কোন এক কোটি পতির ছেলে।
প্রতি মাসে মাসে মোটরসাইকেল পরিবর্তন করে। থাই জু'য়ারী ও ভিসা প্রতা'রণা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে,বিভিন্ন সময়ে বিভিন্ন ব্র্যান্ডের বাইক ব্যবহার করে। সে একজন কিশোর গ্যাং- এর সদস্য বলা যায়,এর টাকার গরমে এলাকার থাকা যায় না।
এই সব ভিসা প্রতার'কদেরকে হাতে দেখা ২-৩ লাখ টাকার ফোন।এরা প্রবাসীদের ঘামের টাকা রক্ত ঝরা টাকা ধোঁ'কা দিয়ে অবৈধ'ভাবে হাতিয়ে নিয়েছে থাই জুয়া'রী ও ভিসা প্রতা'রক। এদেরকে কর্মকাণ্ড সম্পর্কে সৈয়দপুর প্রশাসনকে কি দেখে না। এই সব থাই জুয়া'রী ও ভিসা প্রতা'রক রা হলো সমাজের জন্য ক্যা'ন্সার।এদেরকে দেখে অন্যান্য তরুণরা উৎসাহ পাচ্ছে। এই সব উঠতি বয়সের ছেলেরা টাকার নেশায় বুদ হয়ে গেছে। হালাল হারাম কোন পথে টাকা ইনকাম করব সেটা তোদের কোন চিন্তা মাথা ব্যথা না। প্রশাসনের উচিত এইসব থাই ও ভিসা প্রতারকদের বিরুদ্ধে আইনের আওতায় নিয়ে আসা।
এদেরকে সমাজ থেকে নির্মূল করা এখন সময়ের দাবী।
আরো কিছু ছবি কমেন্টে দেওয়া হলো