Saidpurnews24.net

Saidpurnews24.net আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোন ধরনের সংবাদ কিংবা অপরাধ বিষয়ক তথ্য আমাদেরকে পাঠিয়ে সহযোগিতা করবেন 📞 Whatsapp:01956290835
(1)

27/06/2025

ছেলেটির নাম আকাশ তার বাবার নাম মশিয়ার বাসা নীলফামারী চড়াই খোলা।

এই টো'কাই গুলোর কাছে এক সময় খাওয়ার টাকা ছিল না তার বাবা একজন দিন মজুর অন্যের বাড়িতে কাজ করে অথচ এখন তারা কোটিপতি। বাবা দিনমজুর এর ফুটানি ভাব সাব দেখলে মনে হয় কোন এক কোটি পতির ছেলে।

প্রতি মাসে মাসে মোটরসাইকেল পরিবর্তন করে। থাই জু'য়ারী ও ভিসা প্রতা'রণা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে,বিভিন্ন সময়ে বিভিন্ন ব্র্যান্ডের বাইক ব্যবহার করে। সে একজন কিশোর গ্যাং- এর সদস্য বলা যায়,এর টাকার গরমে এলাকার থাকা যায় না।

এই সব ভিসা প্রতার'কদেরকে হাতে দেখা ২-৩ লাখ টাকার ফোন।এরা প্রবাসীদের ঘামের টাকা রক্ত ঝরা টাকা ধোঁ'কা দিয়ে অবৈধ'ভাবে হাতিয়ে নিয়েছে থাই জুয়া'রী ও ভিসা প্রতা'রক। এদেরকে কর্মকাণ্ড সম্পর্কে সৈয়দপুর প্রশাসনকে কি দেখে না। এই সব থাই জুয়া'রী ও ভিসা প্রতা'রক রা হলো সমাজের জন্য ক্যা'ন্সার।এদেরকে দেখে অন্যান্য তরুণরা উৎসাহ পাচ্ছে। এই সব উঠতি বয়সের ছেলেরা টাকার নেশায় বুদ হয়ে গেছে। হালাল হারাম কোন পথে টাকা ইনকাম করব সেটা তোদের কোন চিন্তা মাথা ব্যথা না। প্রশাসনের উচিত এইসব থাই ও ভিসা প্রতারকদের বিরুদ্ধে আইনের আওতায় নিয়ে আসা।

এদেরকে সমাজ থেকে নির্মূল করা এখন সময়ের দাবী।

আরো কিছু ছবি কমেন্টে দেওয়া হলো

27/06/2025

আজ ট্রেন থেকে নামতে গিয়ে লালমনিরহাট স্টেশনে ঘটে গেল মর্মা ন্তিক দুর্ঘ টনা ।




নীলফামারীর টেক্সটাইল বন্দরের বাজার ঈদগাহ্ মাঠে- ২০ বছরের ছেলের সাথে ৫০ বছরের মহিলার বিয়ে-কে কেন্দ্র করে - জুমার নামাজ শে...
27/06/2025

নীলফামারীর টেক্সটাইল বন্দরের বাজার ঈদগাহ্ মাঠে- ২০ বছরের ছেলের সাথে ৫০ বছরের মহিলার বিয়ে-কে কেন্দ্র করে - জুমার নামাজ শেষে চলছে শা'লি'শি....

27/06/2025

আওয়ামীলীগ এর গৃহপালিত কুকুর সৈয়দপুর শীর্ষ সন্ত্রা'সী ও মা'দক ব্যবসায়ী টোকাই সাদ্দাম এখনো কি করে প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে সৈয়দপুর শহরে। প্রশাসন কি এগুলো দেখে না মা'দক ব্যবসায়ী প্রকাশ্যে ঘুড়ে বেড়াই। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দো'লনের মিছিলে এই সাদ্দাম এর নেতৃত্ব হা'মলা হয়েছিল। ৪ আগস্ট সৈয়দপুর জেলা বিএনপির অফিস ভাঙ'চুর মাম'লায় এজহারভুক্ত আসা'মী।

Google Pay না Google Wallet? – জানুন স্পষ্টভাবে!1️⃣ বাংলাদেশে কী এসেছে? Google Pay, না Google Wallet?✍️ বাংলাদেশে Google...
27/06/2025

Google Pay না Google Wallet? – জানুন স্পষ্টভাবে!

1️⃣ বাংলাদেশে কী এসেছে? Google Pay, না Google Wallet?

✍️ বাংলাদেশে Google Wallet অ্যাপ এসেছে।
Google Pay-এর যেসব ফিচার (QR, P2P টাকা পাঠানো, বিল পেমেন্ট) আমরা চিনে আসছি, সেগুলো এখনো বাংলাদেশে চালু হয়নি।
----------
2️⃣ Google Wallet আর Google Pay কি আলাদা কিছু?

✅ Google Wallet = অ্যাপ
✅ Google Pay = Wallet-এর ভেতরের ট্রানজেকশন ফিচার সেট অর্থাৎ, Google Wallet দিয়ে Google Pay কাজ করে কিছু দেশে, কিন্তু সবখানে না।
----------
3️⃣ কোন দেশে Google Pay চলে, আর কোন দেশে শুধু Wallet?

✍️ গুগলের নতুন গ্লোবাল পলিসিতে:
✅ Google Wallet এখন worldwide default অ্যাপ
✅ কিছু দেশে Wallet-এর মধ্যে Google Pay ফিচার enabled কিন্তু অন্য অনেক দেশে এই ফিচার disabled
----------
4️⃣ কোন দেশে কীভাবে Google Pay কাজ করে?

✍️ Google এখন কেবল 🇮🇳 India -তে Google Pay -কে আলাদা অ্যাপ হিসেবে রেখেছে (UPI সাপোর্টের জন্য)

🇸🇬 Google Wallet
QR, P2P, local merchants

🇺🇸 Google Wallet
P2P, in-app, gift cards, loyalty points

🇧🇷 Google Wallet
Local payment (PIX) + contactless

🇬🇧 Google Wallet
Contactless, in-app & card-based payments

🇦🇺 Google Wallet
NFC + loyalty + transit payments
----------
❌ Google Pay সম্পূর্ণভাবে চালু নয়, শুধু Google Wallet (সীমিত ফিচার):

🇧🇩 Google Wallet
NFC payment (City Bank VISA, MasterCard)

🇲🇾 Google Wallet
Limited contactless, no local pay

🇩🇪 Google Wallet
Boarding passes, cards, limited NFC only

🇨🇦 Google Wallet
NFC + in-app only, no P2P or QR pay

🇫🇷 Google Wallet
Cards, loyalty, contactless only
----------
5️⃣ বাংলাদেশে এখন কী কী ফিচার ব্যবহার করা যাচ্ছে?

✍️ Android ফোনে City Bank -এর VISA, MasterCard অ্যাড করে NFC POS পেমেন্ট।
QR কোড পেমেন্ট, peer-to-peer টাকা পাঠানো, মোবাইল রিচার্জ - এখনো নেই
----------
6️⃣ তাহলে মিডিয়া 'Google Pay আসছে বাংলাদেশে' বলছে কেন?

✍️ কারণ 'Google Pay' নামটা জনপ্রিয় ও পরিচিত। তাই ব্র্যান্ডিং বা মার্কেটিংয়ের জন্য এই টার্ম ব্যবহার হচ্ছে।

কিন্তু বাস্তবে এসেছে Google Wallet অ্যাপ, এবং তার মধ্যের শুধু একটি Google Pay ফিচার: NFC Payment, যেটা Google Pay -এর সামান্য এক অংশমাত্র।

🎯 Bottom line:

➡️ বাংলাদেশে Google Wallet এসেছে
➡️ Google Pay-এর মূল ফিচার এখনো আসেনি
➡️ Marketing gimmick, technically they're right too!



সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন।একটু সুন্দর সিদ্ধান্ত
27/06/2025

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন।
একটু সুন্দর সিদ্ধান্ত

27/06/2025

ধন্যবাদ Live Saidpur.এত বড় একটা প্রতিবেদন করার জন্য। প্রতিবেদন তো ভালই করেছেন কিন্তু সব মিথ্যা ও গু'জবে ভরা কারণ হিসাবে আপনার উল্লেখ করেছেন আমরা নাকি ফেক নিউজ করি।

Saidpurnews24.net এর আমরা বিগত আট বছর থেকে চালিয়ে যাচ্ছি আমার কোন ধরনের গু'জব বা মিথ্যা নিউজ করি না। আপনারা দাবি করেছেন নাকি আমরা সামাজিক ও মানসিকভাবে হয়রানি করছি। তাদেরকে হয়রানি করেছি একটু ডিটেলস বলবেন।

আমাদের সাথে কারো ব্যক্তিগত কোন শ'ত্রুতা নেই আমরা কেন কাউকে হয়'রানি করবো। আমাদের একমাত্র লক্ষ্য সকল ফ্যা'স্টিস,
চাঁ'দাবাজ,দুর্নী'তিবাজ ও থাই জু'য়ারী ওর ভিসা প্রতা'রকদের মুখোশ উন্মোচন করা।

আপনারা এটাও দাবি করেছেন যে আমরা ভুয়া পোস্ট করে লাখ লাখ টাকা চা'দা দাবী করছি এটা সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন। আমরা এই আট বছরে কারো কাছ থেকে হারাম এক টাকাও চাঁ'দা দাবি করিনি,এটা কেউ প্রমাণ করতে পারবে না এটা সূর্যোদয় মত চিরন্তন সত্য। আর যদি কেউ দাবি করে আমরা এক টাকা খেয়ে কোন পোষ্ট সরিয়ে দিয়েছি তাহলে আপনারা যেটা বলবেন আমরা সেটা করতে রাজি আছি।

হাড়িভাঙ্গা আমে সয়লাব সৈয়দপুরসৈয়দপুরের মোড়ে মোড়ে এখন হাড়িভাঙ্গা আম। পাইকারী বাজারে থেকে শুরু করে খুচরা সবখানে আম আর আম। শ...
27/06/2025

হাড়িভাঙ্গা আমে সয়লাব সৈয়দপুর

সৈয়দপুরের মোড়ে মোড়ে এখন হাড়িভাঙ্গা আম। পাইকারী বাজারে থেকে শুরু করে খুচরা সবখানে আম আর আম। শুধু হাড়িভাঙ্গা নয় আছে আরও অনেক ধরনের দেশি ফল আর আম। বর্তমানে দেশি ফলে ভরে গেছে গোটা সৈয়দপুর। যারমধ্যে সবচেয়ে বেশি বাজার দখল করে রেখেছে হাড়িভাঙ্গা আম। শহরের মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে এই দেশি ফল। এভাবে হাড়িভাঙ্গা আমসহ দেশি ফলে সয়লাব এখন গোটা সৈয়দপুর আমগুলো সর্বনিম্ন ২০ টাকা কেজি থেকে শুরু করে ৬০/৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে?

নীলফামারীতে দীর্ঘ ৯ বছর পর গর্ভধা'রণ, এক সাথে তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি, এক মেয়ে ও দুইটি ছেলে, বাচ্চা তিনটি সুস...
27/06/2025

নীলফামারীতে দীর্ঘ ৯ বছর পর গর্ভধা'রণ, এক সাথে তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি, এক মেয়ে ও দুইটি ছেলে, বাচ্চা তিনটি সুস্থ রয়েছে।

26/06/2025

ছেলেটির নাম মাশরাফি তার বাবার নাম আতিয়ার বাসা কাশিরাম বেলপুকুর।

এই টো'কাই গুলোর কাছে এক সময় খাওয়ার টাকা ছিল না তার বাবা ছোট একটি মুদি দোকান ছিল একসময় অথচ এখন তারা কোটিপতি।

প্রতি মাসে মাসে মোটরসাইকেল পরিবর্তন করে। এই সব ভিসা প্রতার'কদেরকে হাতে দেখা ২-৩ লাখ টাকার ফোন।এরা প্রবাসীদের ঘামের টাকা রক্ত ঝরা টাকা ধোঁ'কা দিয়ে অবৈধ'ভাবে হাতিয়ে নিয়েছে থাই জুয়া'রী ও ভিসা প্রতা'রক। এদেরকে কর্মকাণ্ড সম্পর্কে সৈয়দপুর প্রশাসনকে কি দেখে না। এই সব থাই জুয়া'রী ও ভিসা প্রতা'রক রা হলো সমাজের জন্য ক্যা'ন্সার।এদেরকে দেখে অন্যান্য তরুণরা উৎসাহ পাচ্ছে। এই সব উঠতি বয়সের ছেলেরা টাকার নেশায় বুদ হয়ে গেছে। হালাল হারাম কোন পথে টাকা ইনকাম করব সেটা তোদের কোন চিন্তা মাথা ব্যথা না। প্রশাসনের উচিত এইসব থাই ও ভিসা প্রতারকদের বিরুদ্ধে আইনের আওতায় নিয়ে আসা।

এদেরকে সমাজ থেকে নির্মূল করা এখন সময়ের দাবী।

আরো কিছু ছবি কমেন্টে দেওয়া হয়লো 👇

এইমাত্র পাওয়া নীলফামারীর পুরাতন রেলস্টেশন রোড ঢুলিয়া মসজিদের সামনে বি আর টি সি ট্রাক-মোটরসাইকেল মু'খো'মুখি সংঘ*র্ষে মোটর...
26/06/2025

এইমাত্র পাওয়া

নীলফামারীর পুরাতন রেলস্টেশন রোড ঢুলিয়া মসজিদের সামনে বি আর টি সি ট্রাক-মোটরসাইকেল মু'খো'মুখি সংঘ*র্ষে মোটরসাইকেল চালকের অবস্থা আ*শ*ঙ্কা*জনক,নেওয়া হয়েছে নীলফামারী সদর হাসপাতালে, ট্রাক চালক পালিয়েছে।

নি'খোঁ'জ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো:আনিসুর রহমান সৈয়দপুর শহর থেকে নি'খোঁ'জ হয়েছেন। তার বাড়ি বাঙ্গালীপুর...
26/06/2025

নি'খোঁ'জ
সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো:আনিসুর রহমান সৈয়দপুর শহর থেকে নি'খোঁ'জ হয়েছেন। তার বাড়ি বাঙ্গালীপুর ইউনিয়নের শ্যাইল্লার মোড় পঞ্চায়েত পাড়াতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ নাম্বার :01719377844,
01744342630

Address

Saidpur
5310

Alerts

Be the first to know and let us send you an email when Saidpurnews24.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category