Nipa's Cooking and Vlog

Nipa's Cooking and Vlog আমার জীবনের কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করি, সারাজীবন পাশে থাকবেন এটাই চাই। Nipa a simple village girl from Shariatpur Bangladesh. Who loves to cooking.
(1)

29/09/2025

‎কখনো কখনো আমাদের জীবন কঠিন হয়ে ওঠে। চারপাশ অন্ধকার, দেয়াল যেন সব পথ বন্ধ করে। হঠাৎ এক অচেনা সাহায্য আসে—একজন অপরিচিতের সাহায্য, একটি অনাকাঙ্ক্ষিত সুযোগ, একটি নতুন দরজা যা আগে দেখা যায়নি। আমরা ভাবি এটি কাকতালীয়, কিন্তু প্রকৃত সত্য হলো — আল্লাহ্‌ চুপচাপ, নিঃশব্দে আমাদের জন্য নতুন দরজা খুলে দেন।

কখনো কখনো আল্লাহ্ সব দরজা–জানালা বন্ধ করে দেন, কারণ বাইরে ঝড় বইছে।কখনো কখনো আল্লাহ আপনাকে নদীতে নিক্ষেপ করেন, কারণ আপনার...
27/09/2025

কখনো কখনো আল্লাহ্ সব দরজা–জানালা বন্ধ করে দেন, কারণ বাইরে ঝড় বইছে।
কখনো কখনো আল্লাহ আপনাকে নদীতে নিক্ষেপ করেন, কারণ আপনার শত্রু সাঁতার জানে না।

আবার কখনো আল্লাহ্ আপনাকে এক জায়গায় আটকে দেন, যেন বিপদ আপনার সামনে দিয়ে চলে যায় আর আপনাকে স্পর্শ করতে না পারে।
তাই মানসিকতা বদলান। আপনি ঠিক সেখানেই আছেন যেখানে থাকার দরকার ছিলো।

না খুব দ্রুত, না খুব ধীরে—আল্লাহর সময়ই সবচেয়ে নিখুঁত। তাঁর উপর ভরসা (তাওয়াক্কুল) রাখুন এবং ক্রমাগত দোয়া করুন যেন আল্লাহ্ আপনার জন্য সব সহজ করে দেন।
(সংগৃহীত)

ফেসবুকের ইনকাম..........🤲
23/09/2025

ফেসবুকের ইনকাম..........🤲

বাংলার খাবার, সেরা রাধুনির 😅😅
23/09/2025

বাংলার খাবার, সেরা রাধুনির 😅😅

21/09/2025

মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন, একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে, যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন

আজকে রাতের খাবার 😜
21/09/2025

আজকে রাতের খাবার 😜

01/09/2025

ধন সম্পত্তি নয়..
মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি।

বাচ্চাদের মন হলো একটি নরম মোমের মতো, যেভাবে গড়বে, সেভাবেই গড়ে উঠবে তার ভবিষ্যৎ।😍😍
25/08/2025

বাচ্চাদের মন হলো একটি নরম মোমের মতো, যেভাবে গড়বে, সেভাবেই গড়ে উঠবে তার ভবিষ্যৎ।😍😍

25/08/2025

মানুষ আগামীকাল বাঁচবে কিনা সে চিন্তা নেই!
কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যায় সে চিন্তা ঠিকই আছে।

শখের বাগান❤️❤️❤️
24/08/2025

শখের বাগান❤️❤️❤️

যেখানে স্বপ্ন নেই, সেখানেই জীবন থেমে যায়। সংগ্রাম করে হলেও স্বপ্ন দেখা বন্ধ করো না। কারণ স্বপ্নই জীবনের সবচেয়ে বড় প্র...
23/08/2025

যেখানে স্বপ্ন নেই, সেখানেই জীবন থেমে যায়। সংগ্রাম করে হলেও স্বপ্ন দেখা বন্ধ করো না। কারণ স্বপ্নই জীবনের সবচেয়ে বড় প্রেরণা।

23/08/2025

দুনিয়ার সবচেয়ে পিওর থিং হচ্ছে রিজিক। রিজিকে থাকলে উড়ে আসবে, রিজিকে না থাকলে দৌড়েও ধরা যাবে না।

Address

Sakhipur
1209

Alerts

Be the first to know and let us send you an email when Nipa's Cooking and Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share