Poultry Farming

Poultry Farming ছোট শুরু, বড় আশা — এটাই আমাদের পথচলা �

19/11/2025

ঔষধ ছাড়া মুরগির অসুখ নিরাময়: সহজ ম্যাজিক টিপস।।

বাংলাদেশের প্রান্তিক খামারগুলোতে অনেক সময় মুরগির সমস্যার আসল কারণ বোঝার চেষ্টা করা হয় না। রোগ না থাকলেও অযথা ওষুধ ব্যবহার করা হয় কিন্তু বাস্তবে বেশিরভাগ সমস্যা শুধু পরিবেশ ও ব্যবস্থাপনা ঠিক করলেই ভালো হয়ে যায়।

আমোনিয়া গ্যাস: লুকানো( নিরব) সবচেয়ে বড় সমস্যা:-

লিটার ভেজা থাকলে, খামারে বাতাস না চললে আমোনিয়া গ্যাস তৈরি হয়,এই গ্যাস মুরগির গলা জ্বালায়, চোখ ফুলিয়ে দেয়, শ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় বিভিন্ন সাইজ হয়ে যাওয়া এবং পেটে পানি জমারও কারণ আমোনিয়া।

সমাধান:

,✅ লিটার শুকনো রাখুন।
✅প্রতিদিন শেডের ভিতরে ফ্রেশ বাতাস চলাচল নিশ্চিত করুন।
✅খামার বন্ধ করে হিটার চলালে দিনে কয়েকবার ফ্রেশ বাতাস ঢুকান।

গলার শব্দ ; সবসময় রোগ নয়:

মুরগির গলা বসে যাওয়া বা খাসখাস শব্দ সাধারণত গ্যাস, ধুলো বা গরম–ঠান্ডার কারণে হয় এতে ওষুধ দিলে লাভ হয় না।

সমাধান:

✅ক্রস ভেন্টিলেশন দিন (ঘরে একদিক দিয়ে বাতাস ঢুকে অন্যদিক দিয়ে সরাসরি বাতাস বের হয়ে যাওয়া)

✅লিটার শুকনো রাখুন

✅খামারে ধুলো কমাতে ঘর পরিষ্কার রাখুন

✅চোখ ফুলে যাওয়া — আসল কারণ পরিবেশ:

চোখ ফুলে যাওয়ার বড় কারণ আমোনিয়া, ধুলো বা বাতাসের সরাসরি ঝাপটা, এটা বেশিরভাগ সময় কোনো রোগ নয়।

সমাধান:

✅বাতাস সরাসরি যেন মুরগির গায়ে না লাগে

✅লিটার নিয়মিত উল্টান

✅খামারে হালকা আলো ব্যবহার করুন

✅তলে পেটে পানি জমা (Ascites):

ঠান্ডায় খামার বেশি বন্ধ রাখলে বা অতিরিক্ত ভিড় হলে অক্সিজেন কমে যায়। এতে পেটে পানি জমে। এটার কোনো ওষুধ নেই।

সমাধান:

✅দিনে কয়েকবার খামারে তাজা বাতাস ঢুকতে দিন।

✅ঘনত্ব কম রাখুন।

✅তাপমাত্রা স্থির রাখুন।

স্ট্রেসে হঠাৎ মারা যাওয়া:

হঠাৎ আলো বদলানো, পানির অভাব, ভিড়, গরম–ঠান্ডা ওঠানামা—এসবেই মুরগি হঠাৎ মারা যায়।

সমাধান:

✅তাপমাত্রা দিনে ২ বার দেখুন

✅পানি সবসময় পরিষ্কার ও পর্যাপ্ত রাখুন

বিভিন্ন সাইজ হয়ে যাওয়া:
✅বাচ্চারা একই সাইজে না বাড়লে তা সাধারণত পানি, আলো ও ফিড স্পেসের সমস্যার কারণে হয়।

সমাধান:

✅যথেষ্ট পানি পাত্র দিন।

✅পুষ্টিকর ফিড খাওয়ার সুযোগ দিন।

✅রাতে খুব অন্ধকার না রাখুন।

মুরগির বেশিরভাগ সমস্যা ওষুধে নয়, ভালো ব্যবস্থাপনায় ঠিক হয়। খামার পরিষ্কার রাখা, বাতাস চলাচল, লিটার শুকনো রাখা আর সঠিক আলো–তাপমাত্রাই মুরগিকে সবচেয়ে দ্রুত সুস্থ করে।
Collected

05/11/2025

আলহামদুলিল্লাহ
আজকে ৩২ দিন

19 days
16/10/2025

19 days

আলহামদুলিল্লাহ, আজকে বয়স ৫ দিন।
15/10/2025

আলহামদুলিল্লাহ, আজকে বয়স ৫ দিন।

15/10/2025
11 Days
15/10/2025

11 Days

আজকে ১০ দিন
14/10/2025

আজকে ১০ দিন

Address

Baniarsit
Sakhipur

Alerts

Be the first to know and let us send you an email when Poultry Farming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poultry Farming:

Share