শেষ কথা

শেষ কথা My New Page Pless Support

20/05/2025

হোক সে নিজের ছায়া। যেখানে গুরুত্ব নাই, সেখান থেকে দূরত্ব বাড়ান, দিনশেষে সুখটা ভিষণ দামী 🙂🖤

19/05/2025

কখনো হতাশ হবেন না।
প্রত্যেক মানুষের জীবনের খারাপ সময় আসে।🖤🌼

19/05/2025

- আমি কাউকে খুঁজি না, কারণ আমি তোমায় পেয়েছি, আর তাতেই আমার সব কিছু পূর্ণ!'😌🌸

17/05/2025

ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি।

16/05/2025

নিজেকে সম্মান করার উপায়:
এই পৃথিবীতে সবাই ব্যস্ত। যদি আপনি নিজেকে মূল্য দিতে না শেখেন, তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। তাই নিজেকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে শিখুন। নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং শক্তিশালী হয়ে জীবনযাপন করুন।

নিচে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হলো, যা আপনাকে শেখাবে কীভাবে নিজের প্রতি সম্মান বজায় রাখতে হয় এবং অন্যদেরও আপনার মূল্য বোঝাতে হয়।

১. যে আপনাকে খোঁজে না, তাকে খুঁজবেন না।

যে মানুষ আপনার গুরুত্ব বোঝে না, তার পেছনে ছুটে নিজের মূল্য কমাবেন না।

২. অহেতুক আশা করা বন্ধ করুন।

এটা শুধু অর্থের ব্যাপারে নয়, দয়া, ভালোবাসা বা স্বীকৃতির ক্ষেত্রেও প্রযোজ্য। নিজের আত্মসম্মান বজায় রাখুন।

৩. অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন।

প্রত্যেক কথার মূল্য আছে। অযথা কথা বলে নিজের গুরুত্ব কমাবেন না।

৪. যখন কেউ আপনাকে অসম্মান করে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন।

চুপ করে থাকলে তারা আরও অসম্মান করবে। আত্মমর্যাদার সঙ্গে বাঁচুন।

৫. অন্যের খাবার বারবার খাবেন না, যদি তারা আপনারটা না খায়।

সম্পর্কে ভারসাম্য থাকা জরুরি। কেবল গ্রহণ করলে সম্পর্ক একপাক্ষিক হয়ে যায়।

৬. কিছু মানুষের কাছে কম যান, বিশেষ করে যদি তারা আপনাকে একইভাবে মূল্যায়ন না করে।

যে সম্পর্ক পারস্পরিক নয়, সেটাকে জোর করে টেনে নেওয়ার মানে নেই।

৭. নিজের মধ্যে বিনিয়োগ করুন, নিজেকে সুখী করুন।

নিজেকে ভালোবাসুন, নিজের উন্নতির দিকে মনোযোগ দিন।

৮. গসিপ শোনা ও করা থেকে বিরত থাকুন।

আপনার চারপাশের পরিবেশ আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। গসিপে জড়িয়ে নিজের ভাবমূর্তি নষ্ট করবেন না।

৯. কথা বলার আগে ভাবুন।

৮০% মানুষ আপনাকে আপনার কথাবার্তা দিয়েই বিচার করে, তাই চিন্তাভাবনা করেই বলুন।

১০. সব সময় নিজেকে সেরা দেখানোর চেষ্টা করুন।

যেমন পোশাক পরবেন, মানুষ তেমনভাবেই আপনাকে দেখবে। সঠিকভাবে নিজেকে উপস্থাপন করুন।

১১. সফল হন, নিজের লক্ষ্যে মনোযোগী থাকুন।

ব্যস্ত থাকুন, আপনার অর্জনই আপনাকে সম্মান এনে দেবে।

১২. নিজের সময়ের মূল্য বুঝুন।

যারা আপনার সময়কে গুরুত্ব দেয় না, তাদের জন্য নিজের সময় নষ্ট করবেন না।

১৩. যেখানে আপনি সম্মানিত ও মূল্যায়িত হন না, সেই সম্পর্ক ছেড়ে দিন।

অসম্মানজনক সম্পর্কে থাকা মানে নিজের আত্মসম্মানকে ছোট করা।

১৪. নিজের জন্য টাকা খরচ করতে শিখুন।

নিজের উন্নতির জন্য বিনিয়োগ করুন, কারণ আপনি যদ

Billions people dream!  🫠🦋
16/05/2025

Billions people dream! 🫠🦋

What a strange similarity
16/05/2025

What a strange similarity

15/05/2025

ধরেন,আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হইলো! আপনি জীবনেও প্রেম ট্রেম করেন নাই। আপনার ড্রিম ই ছিলো বিয়ের পরে প্রেম করবেন!

বিয়ে করলেন কিন্তু বিয়ের পর দেখলেন আপনার 'জামাই' আপনাকে অনেক কিছুতেই 'না' করে!
কোনো একটা সুন্দর জায়গা তে ঘুরতে যেতে চাইলেন, সে বললো 'ওই জায়গা বাদে অন্য কোনো জায়গায় যাই প্লিজ?'
কোনো রোম্যান্টিক গান চালু করলে সে বললো 'এইটা বাদে অন্য গান নাই?'
তাকে 'জান,বেবি' ডাকলে সে বলে 'অন্য কিছু নাই ডাকার মতো?'

আপনি টের পেলেন তার মনে অন্য একজন আছে এবং সে এখনো ওই মানুষ টার মধ্যেই আছে!

ঠিক ওই মুহুর্তে কি করবেন আপনি? কেমন ফিল হবে?

15/05/2025

আমি আর আপনি সবার কাছে ‘প্রিয়’ হওয়ার
চাকুরি নিয়ে দুনিয়াতে আসিনি। চাপ নিবেন না,
হাজার চেষ্টা করলেও সবার প্রিয় হতে পারবেন না।
বাঁচবেন কয়দিন? এইতো চলে যাবো..!

আল্লাহকে খুশি করার চাকরিটা খুব সহজ। আর এই
চাকরিতে থাকা অবস্থায় চলে গেলেও, নিশ্চিত শান্তি
অপেক্ষমান.!❤️

06/05/2025

শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না।

28/04/2025

পৃথিবীর সবচেয়ে দুর্বলতম থ্রেট হলো,
"তোকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম"
অথচ এটা জগতের সবচেয়ে ভয়ংকরতম কথা,
আহ্! যদি মানুষ তা বুঝতো💔

14/04/2025

তেল দিতে জানিনা বলে মাথার চুল আর মানুষের সাথে সম্পর্ক কোনটাই ভালো থাকেনা আমার।

Address

Sakhipur

Telephone

+8801833668565

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেষ কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেষ কথা:

Share

Category