Dhrubow 2420

Dhrubow 2420 সাথে থাকলে পাশে পাবে

এটা কোন প্রবাদের ছবি?
08/01/2026

এটা কোন প্রবাদের ছবি?

"শা/*উয়া মাউয়া ছিঁড়া ফেল"—এই গা/*লি কি ‘মজলুমের হাতিয়ার’, নাকি নারীদের কুপোকাত করার জন্য যত্রতত্র ব্যবহৃত এক পু/*রুষতান্...
07/01/2026

"শা/*উয়া মাউয়া ছিঁড়া ফেল"—এই গা/*লি কি ‘মজলুমের হাতিয়ার’, নাকি নারীদের কুপোকাত করার জন্য যত্রতত্র ব্যবহৃত এক পু/*রুষতান্ত্রিক অ/*স্ত্র?
আসেন, আলাপে যাই।

‘শা/*উয়া’ কী?
শা/*উয়া হলো একজন নারীর দেহের নিম্নভাগের গোপনাঙ্গের নাম। এবং এটি কোনো নিরীহ শব্দ নয়—এটি একজন নারীর প্রতি পু/*রুষতান্ত্রিক আচরণের সবচেয়ে কু/*ৎসিত, আ/*ক্রমণাত্মক ও অ/*পমানজনক গা/*লিগুলোর একটি।

এখন প্রশ্ন হলো—হাদির ভাষ্যমতে আপনি কি এটাকে ‘মজলুমের হাতিয়ার’ হিসেবে দেখতে পারেন?

শাহবাগে বসে অনেকে এই গা/*লি দিয়ে স্লোগান দিচ্ছে—এমনকি কিছু নারীও!
কতটা গ/*র্দভ হলে এমনটা করা যায়!

আমাদের সমাজে এই গা/*লিটা মূলত একজন নারীকে শারীরিক ও মানসিকভাবে বি/*পর্যস্ত, হে/*য় ও চূড়ান্তভাবে অ/*পমান করার উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। এখানে এসে কেউ আমাকে ল্যাপ দিয়া ছ্যাপ “ভিন্ন ব্যাখ্যা” বুঝাতে আসবেন না—পারবেন না। আমরা এসব গা/*লি না দিলেও, শুইনা বড় হওয়া জেনারেশন। ভুগিচুগি বুঝানোর সুযোগ নাই।

হাদি এদেশের আর দশটা পুরুষের মতোই একজন চরম নারী-বি/*দ্বেষী ব্যক্তি ছিল। সেই বি/*দ্বেষ থেকেই অতি উত্তেজনায় গালিটা ব্যবহার করতো সে।

খেয়াল করেন—গোপালগঞ্জে যারা হাদিদের ওপর আ/*ক্রমণ করেছিল, তারা সবাই পুরুষ ছিল, নারী নয়। আর আমরা জানি, পুরুষের শা/*উয়া হয় না—হয় ধো/*ন বা ল্যা/*ওড়া;
তাহলে স্বাভাবিকভাবে গা/*লিটা হওয়ার কথা ছিল, “ল্যা/*ওড়া ম্যাওড়া ছিঁড়া ফেল”

কিন্তু তা না বলে হাদি বলেছে—
"শা/*উয়া মউয়া ছিঁড়া ফেল"

এখানেই পয়েন্ট মেইক করে।

আমাদের দেশে রাস্তাঘাটে ই/*তরশ্রেণির লোকজনের মারামারি দেখলে একটা কমন দৃশ্য চোখে পড়ে—
তারা বলে, "তর মায়রে চু/*দি"
কখনো শুনবেন না কেউ বলে, "তর বাপেরে চু/*দি"

সুতরাং বটমলাইন পরিষ্কার।

ওসমান হাদি ছিল একজন ই/*তরশ্রেণির, চরম নারী-বি/*দ্বেষী পুরুষ। যাকে তার সাঙ্গপাঙ্গ ও কিছু রাজনৈতিক ফায়দাবাজ ‘হাদি ব্যবসায়ী’ মিলে আমাদের জাতীয় কবির পাশে কবরস্থ করেছে।
যা শুধু সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামকে অ/*পমান নয়—পুরো জাতিকে অ/*পমান করার শামিল।

05/01/2026

সারপ্রাইজে

04/01/2026

নুনু মিয়া নামের এক লোক উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দাড়াইছে। পরদিন স্থানীয় পত্রিকার শিরোনাম!
"নুনু খাড়াইছে!"
খবর দেখে নুনু মিয়ার মেজাজ গরম হইছে। তিনি পত্রিকা অফিসে ফোন করে রাগী গলায় বকা ঝকা করলেন। পরদিন পত্রিকার শিরোনাম এসেছে
"নুনু গরম হইছে!"
--
নুনু মিয়া ভোটে দাঁড়াইছে এই খবর এলাকার বড় এক বয়স্ক নেতা জানেন না। মূলত তিনি একই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রানিং ভাইস চেয়ারম্যান। সাংবাদিকরা ওনার কাছে গিয়ে অনুভূতি জানতে গেলে উনি বলেন "নুনু আবার কবে খাড়াইল? আমিতো টেরই পেলাম না।"
--
এদিকে সেই উপজেলার নারী ভাইস চেয়ারম্যান পদে দাড়িয়েছেন এক মহিলা। তিনি নুনু মিয়ার ঘোর বিরোধী। তিনি নারীদের নিয়ে নুনু মিয়ার বিরুদ্ধে মিছিল করলেন। নারীরা পত্রিকায় সাক্ষাতকার দিল। পরদিন পত্রিকার শিরোনাম এসেছে!
"এলাকার নারীদের খুশী করতে পারেনি নুনু!"
--
"খবর দেখে এবার পত্রিকাওয়ালার বিরুদ্ধে সেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ক্ষেপে গেছেন। তিনি ও নুনু মিয়া একই দলের লোক। ওনাকে কেন্দ্র থেকে বকা দিয়েছে। বকা খেয়ে তিনি পত্রিকায় ফোন করে বলেন " এই সামান্য বিষয় নিয়েও আপনারা শিরোনাম করেন!" ওনার সাথে আমার কোন ব্যাক্তিগত ঝামেলা নেই। আপনারা আগামীকাল সঠিক খবর প্রকাশ করুন। পরদিন পত্রিকার শিরোনাম এলো!
"মহিলা ভাইস চেয়ারম্যান নুনুতে সন্তুষ্ট!"
--
বিষয়টা দলের কেন্দ্রীয় নেতাদের গোচরে আসল। তারা ভাবলেন গ্রুপিং করার চেয়ে সেখানে একজন মোটিভেশনাল স্পিকার পাঠানো দরকার যিনি সবাইকে বোঝাবেন। কেন্দ্র থেকে 'সোনাইমাল' নামের এক মোটিভেশনাল স্পিকারকে পাঠানো হল। যাকে আবার আদর করে লোকজন 'মাল' ডাকেন। সোনাইমাল সাহেব নুনু সাহেবকে চিনতেন না। তিনি মোটিভেশান দেয়ার জন্য ঐ উপজেলার এক হুডেলে গেলেন। এদিকে নুনু সাহেবও ঐ হুডেলে ঢুকলেন। নুনু মিয়াকে দেখেই সোনাইমালের মেজাজ গরম হয়ে গেল। এই নুনু মিয়া একদিন তার এক পোস্টে কমেন্ট করছিল "এত চিকনা পাছা দিয়া হাগেন কেমনে?" সেই থেকে সোনাইমাল সাহেব এই লোককে খুজছে। কিন্তু নুনু সাহেব সরকারি দলের লোক৷ তাকে ক্ষেপালে ঝামেলা আছে। তিনি রাগ করে হুডেল থেকে বেরিয়ে গেলেন। পরদিন পত্রিকার শিরোনাম এলো!
"নুনু ঢোকার সাথে সাথেই মাল আউট"
--
এইবার নুনু মিয়া পড়লেন টেংশনে। কেন্দ্র থেকে পাঠানো মোটিভেশনাল স্পিকার ফেরত গেছে। কেন্দ্রের লোকজন ক্ষেপলে নমিনেশন পাবে না। নমিনেশন প্রত্যাশী দলের আরেক প্রার্থী সোনা মিয়া উচ্চ মহলে তদবির করছেন। শোনা গেছে উনি এজন্য বেশ টাকা পয়সা খরচ করছেন। এর মধ্যে কেন্দ্রের এক নেতা ফোন করে বললেন "নমিনেশন তোমার ইয়ে দিয়ে ভরে দিব"। দুঃখে নুনু মিয়া কয়েকদিন প্রচারণা বন্ধ রাখলেন। শুধু শুধু টাকা নস্ট করার মানে হয় না।
একদিন পত্রিকার শিরোনাম এলো
"মাল আউটের পরে নিস্তেজ নুনু"
---
এদিকে নুনুর পক্ষে আসলেন আরেক বড় নেতা। সবাই তাকে 'মাল' বলে ডাকেন। ওনার নামও মাল। নুনু মিয়া এবার উজ্জীবিত হলেন। তিনি আবারও প্রচারণা শুরু করলেন।
পত্রিকার শিরোনাম এলো!
'মালে পরিপূর্ণ নুনু সতেজ হয়ে গেছে!"
--
কিন্তু নুনু মিয়ার টেংশন এখনো দূর হয় নাই। কারণ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোনা মিয়া। পত্রিকায় প্রায়ই খবর আসে!
"
অবশেষে নুনু মিয়া সফল হলেন। মাল সাহেবের প্রচেস্টায় তিনি নমিনেশন পেলেন। জেলা পর্যায়ের নেতারা যারা এতদিন সোনা মিয়াকে গুরুত্ব দিত তারা এখন সবাই নুনুর পক্ষে। পত্রিকায় শিরোনাম এলো!
"নুনু এখন আগের চেয়ে শক্তিশালী। সবাই নুনুতে তেল মাখাচ্ছে🤣🤣🤣

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় ম...
30/12/2025

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।

অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে; তবে তাঁর মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।

তাঁর অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।
-

Deep condolences to bereaved family members on the demise of BNP chairperson Begum Khaleda Zia. At such a critical time when countrymen are reeling from lack of safety with efforts are underway to destabilise and depoliticise the country, her passing away will leave a deep impact on the country’s transition.

Despite subjected to depoliticization process in the past, throughout her political career she achieved a host of successes and shaped several policies for the country. She will be remembered for her contributions in nation building but her death is a blow to stabilize Bangladesh.

Heartfelt prayers with her countless supporters and well-wishers.

মুখ ও মুখোশ
30/12/2025

মুখ ও মুখোশ

28/12/2025

যে সব দল ত্যাগকারীদেরকে এখন অন্য দল ফুলের তোড়া দিয়ে বরন করছে,একদিন তাদের ঘোড়ার বা.. দিয়ে তাড়াবে

27/12/2025

হিহি

27/12/2025

প্রশাসনের প্রতি অনুরোধ, ও কে নিয়ে যাচ্ছেন যান,কিন্তু ও আমাদের অনেক আদরের। ওকে তিন বেলা খাবার দিয়েন।সবাইকে তো শুধু ডিম দেন; ও কে সাথে কলাও দিয়েন।পিলিজ

Address

Dhanmondi 32
Salt Lake City

Telephone

+8801311226022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhrubow 2420 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company in Salt Lake City?

Share

Category