Eva,s World

Eva,s World Hey Everyone... This is Eva Ahmed.. Welcome to my page (Eva's World)
(12)

✅ আপনি যদি অয়েলি, একনিপ্রন ও সেনসিটিভ স্কিনের জন্য পার্ফেক্ট কোন ময়েশ্চারাইজার খুঁজে থাকেন তাহলে একদম নির্দ্বিধায় ব্যবহ...
01/07/2025

✅ আপনি যদি অয়েলি, একনিপ্রন ও সেনসিটিভ স্কিনের জন্য পার্ফেক্ট কোন ময়েশ্চারাইজার খুঁজে থাকেন তাহলে একদম নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন 𝐈𝐮𝐧𝐢𝐤 𝐂𝐞𝐧𝐭𝐞𝐥𝐥𝐚 𝐂𝐚𝐥𝐦𝐢𝐧𝐠 𝐆𝐞𝐥 𝐂𝐫𝐞𝐚𝐦 এই ময়েশ্চারাইজার টি।

👉 এই ময়েশ্চারাইজারটি ড্যামেজ স্কিন রিপেয়ারের ক্ষেত্রেও খুব দারুণভাবে কাজ করে। যাদের স্কিন অতিরিক্ত পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছে এবং যেকোন স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করলেই ত্বকে ইরিটেশন ফিল হয় তাদের জন্য এই ময়েশ্চারাইজারটি মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট। কারন এই ময়েশ্চারাইজারটিতে 𝐂𝐞𝐧𝐭𝐞𝐥𝐥𝐚 𝐀𝐬𝐢𝐚𝐭𝐢𝐜𝐚 𝐄𝐱𝐭𝐫𝐚𝐜𝐭, (𝐓𝐞𝐚 𝐓𝐫𝐞𝐞) 𝐋𝐞𝐚𝐟 𝐄𝐱𝐭𝐫𝐚𝐜𝐭, 𝐍𝐢𝐚𝐜𝐢𝐧𝐚𝐦𝐢𝐝𝐞, 𝐀𝐥𝐥𝐚𝐧𝐭𝐨𝐢𝐧, 𝐀𝐫𝐠𝐢𝐧𝐢𝐧𝐞, 𝐀𝐝𝐞𝐧𝐨𝐬𝐢𝐧𝐞 এবং আরো অনেক ইফেক্টিভ ইনগ্রিডিয়েন্ট রয়েছে যা আপনার স্কিনের সেনসিটিভিটি ও ইরিটেশন কমিয়ে স্কিনকে প্রোপার্লি রিপেয়ার করতে কার্যকরী ভূমিকা পালন করবে।

➡️ উপকারিতা : 👇

✅ স্কিনের সেনসিটিভিটি কমিয়ে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে।
✅ 𝐖𝐫𝐢𝐧𝐤𝐥𝐞/বলিরেখা দূর করবে।
✅ 𝐏𝐢𝐦𝐩𝐥𝐞/𝐀𝐜𝐧𝐞 কমাতে সাহায্য করবে।
✅ স্কিনকে 𝐂𝐚𝐥𝐦𝐢𝐧𝐠 ও 𝐒𝐨𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 রাখবে।
✅ এতে থাকা 𝐍𝐢𝐚𝐜𝐢𝐧𝐚𝐦𝐢𝐝𝐞 ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে।
✅ জেল বেজড হওয়ায় স্কিনে সহজেই এবজর্ব হয়ে যাবে, কোন রকম স্টিকি ফিল দিবেনা এবং পর্যাপ্ত হাইড্রেশন প্রদান করবে।

🤣🤣🤣🤣
01/07/2025

🤣🤣🤣🤣

25/06/2025

~ মানুষ তুমি ধন্য...,
এত রঙ-তামাসা দেখানোর জন্য..। 🌸🌼

Big shout out to my newest top fans! 💎 Suriya AktherDrop a comment to welcome them to our community,  fans
25/06/2025

Big shout out to my newest top fans! 💎 Suriya Akther

Drop a comment to welcome them to our community, fans

আজ বিকালের মেঘলা আকাশ🌸🌸
24/06/2025

আজ বিকালের মেঘলা আকাশ🌸🌸

এই নিউজটা ফেসবুকে দেখলাম এটা কতটুকু সত্য আমার তো বিশ্বাসই হয় না ❓😊এই সিটি স্ক্যানটি ৭৩ বছর বয়সী এক নারীর, যার শরীরে চিক...
24/06/2025

এই নিউজটা ফেসবুকে দেখলাম এটা কতটুকু সত্য আমার তো বিশ্বাসই হয় না ❓😊

এই সিটি স্ক্যানটি ৭৩ বছর বয়সী এক নারীর, যার শরীরে চিকিৎসকরা ৩০ বছর ধরে জমে থাকা একটি মৃত ভ্রূণের উপস্থিতি শনাক্ত করেছেন।

চিকিৎসাবিজ্ঞানে একে লিথোপেডিয়ন (Lithopedion) বলা হয়। এটি একটি বিরল অবস্থা, যেখানে গর্ভাবস্থায় ভ্রূণ মারা গেলেও তা শরীর থেকে বের হয় না। বরং, শরীর মৃত ভ্রূণটিকে চুনযুক্ত পদার্থ দিয়ে ঘিরে ফেলে, ফলে ভ্রূণটি ফসিল বা পাথরের মতো কঠিন হয়ে শরীরেই রয়ে যায়।

সাধারণত দ্বিতীয় ট্রাইমেস্টারে ভ্রূণের মৃ*ত্যু হলে এবং শরীর যদি তা বুঝে না ওঠে বা সঠিক প্রতিক্রিয়া না দেয়, তখন এমনটি ঘটে। ফলে, মৃ*ত ভ্রূণটি বছরের পর বছর পেটে লুকিয়ে থাকে, অজানাই থেকে যায়।

Address

Abduler Mor, Aichgati
Sanchibunia

Alerts

Be the first to know and let us send you an email when Eva,s World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share