23/09/2025
#ফটোগ্রাফি রাস্তায় চলা বাসগুলো ব্যক্তি মালিকানাধীন। তারা কেন স্টুডেন্টদের অর্ধেক ভাড়ায় পরিবহন করবে? সরকারি বাস হলে ভিন্ন কথা ছিল।
স্টুডেন্টরা যে স্কুল/কলেজে পড়ে সেখানে কি হাফ বেতন নেয়? স্টুডেন্টরা অনলাইনে ক্লাশ করে, ইন্টারনেট কোম্পানী কি হাফ বিল নেয়? স্টুডেন্টরা দোকান থেকে বই খাতা কিনে, সেখানে কি হাফ দাম নেয়?
তাহলে বাস কেন হাফ ভাড়া নেবে?
হাফ ভাড়ার সংস্কৃতি এদেশে যুগ যুগ ধরে চলে এসেছে। ছাত্ররা বড় হয়ে যখন বড় বড় চাকরি নিয়েছে, বড় ব্যবসায়ী হয়েছে তারা বাসের ড্রাইভার/হেল্পার/মালিকের ঋণ শোধের জন্য কিছু করেছে?
বরং তাদেরকে আমরা সারাজীবন নিচু দৃষ্টিতে দেখে এসেছি। খারাপ ব্যবহার করেছি।
যে ছাত্রটা হাফ ভাড়া দিয়ে আজকে ডাক্তার হয়েছে, সে কি ড্রাইভার, হেল্পার বা মালিকের কাছ থেকে হাফ ভিসিট নেয়?
যে ইঞ্জিনিয়ার হয়েছে সে কি হাফ দামে বাড়ির প্ল্যান করে দেয়?
যে শিক্ষক হয়েছে, সে কি হাফ বেতনে ড্রাইভারের বাচ্চাকে পড়ায়?
বরং উল্টা চিত্র আছে। যে ছাত্রটা হাফ ভাড়া দিয়ে আজকে ট্রাফিক পুলিশ হয়েছে, সে হয়তো চিপায় পেয়ে ড্রাইভারের দিকে ঘুষের হাত বাড়িয়ে দেয়।
হাফ ভাড়ার বিষয়টা একটা নিয়মে আনা দরকার। হয় এটা পুরোপুরি তুলে দেয়া উচিত। নয়তো সব স্টুডেন্টকে হাফ বা ফুল ডিস্কাউন্ট দিয়ে মাসে মাসে সরকারের পক্ষ থেকে পরিবহন সংশ্লিষ্টদের সরকারের পক্ষ থেকে একটা প্রনোদনা দেয়া উচিত।
©আড়াল -