দ্বীপনগর প্রতিদিন - DwipNagar Protidin

দ্বীপনগর প্রতিদিন - DwipNagar Protidin " সত্যের সাথে অবিরাম " live available

*সন্দ্বীপ প্রবাসী সাপোর্ট সেন্টার (Sandwip Probashi Support Center)*-------------একটি মানবিক ও সামাজিক উদ্যোগ, যার মূল ল...
14/04/2025

*সন্দ্বীপ প্রবাসী সাপোর্ট সেন্টার (Sandwip Probashi Support Center)*
-------------
একটি মানবিক ও সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সন্দ্বীপের প্রবাসীদের ও তাঁদের পরিবারকে জরুরি, প্রশাসনিক, আইনি ও মানসিক সহায়তা প্রদান করা।

এই সেন্টারটি প্রবাসী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পরিচালিত হয়, যারা সংকটে থাকা প্রবাসী পরিবারগুলোর পাশে দাঁড়ায়, তথ্য দেয়, পরামর্শ দেয় এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের পথ খোঁজে।

# মূল সেবা সমুহ
- জরুরি সহায়তা হেল্পলাইন
- আইনগত ও মানবাধিকার সহায়তা
- প্রশাসনিক জটিলতা নিরসনে সহযোগিতা
- মানসিক সাপোর্ট ও কাউন্সেলিং
- নারী ও শিশুদের জন্য আলাদা সহায়তা ইউনিট

আমাদের লক্ষ্য, প্রবাসীরা যেন দূর দেশে থেকেও জানেন—তাঁদের পরিবার একা নয়। সন্দ্বীপ প্রবাসী সাপোর্ট সেন্টার তাদের পাশে আছে।

নিচের লিংক ফলো করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার অনুরোধ।
https://chat.whatsapp.com/KZ6tKVSKdwsERIbaiYBWR4

_"সন্দ্বীপের প্রবাসীদের পরিবারের পাশে আমরা"_

বি:দ্র: শুধুমাত্র যারা প্রবাসী তারা যুক্ত হওয়ার অনুরোধ।
গ্রুপে যুক্ত হয়ে নিজের নাম ও ঠিকানা লিখে দিবেন। অন্যথায় গ্রুপ এডিমিনগণ রিমোভ করে দিবেন।

" সবাইকে নববর্ষের শুভেচ্ছা "

সন্দ্বীপে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন---------সন্দ্বীপে জাহাঙ্গীর হত্যা মামলার আসামিদের গ্রেপ...
12/04/2025

সন্দ্বীপে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন
---------
সন্দ্বীপে জাহাঙ্গীর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। এতে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত জাহাঙ্গীরের মেয়ে জোবেদা আক্তার কলি। তিনি বলেন, ‘আমার বাবা সন্দ্বীপ গাছুয়া ৯ নং ওয়ার্ডে দৌলতের বাড়ির বাসিন্দা। এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহবুদ্দিন সুমন ও তাঁর দলবল নিয়ে আমার বাবার কাছে দীর্ঘদিন চাঁদা দাবি করে আসছিল। না পেয়ে গত ২০ জানুয়ারি দিনে-দুপুরে আমার বাবাকে হত্যা করে।’

তিনি আরো বলেন, ‘এই ব্যাপারে সন্দ্বীপ থানায় মামলা হওয়ার পরও পুলিশের গড়িমসির কারণে আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। যার কারণে আমরা পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি।’

সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ সময় জাহাঙ্গীরের ভগ্নিপতি আব্দুল মালেক, মেয়ের জামাতা আমিনুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

09/04/2025

প্রিয় সন্দ্বীপবাসী,
আসসালামু আলাইকুম
২০২৪-২৫ অর্থ-বছরের বর্ধিত কোটায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার আবেদন চলমান রয়েছে। ভাতা প্রাপ্তির যোগ্যতার সাপেক্ষে বৈধ সকল নাকরিকদের অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

আগামী ০৯ এপ্রিল ২০২৫ খ্রি হতে ১৭ এপ্রিল ২০২৫ খ্রি পর্যন্ত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

আবেদন করার লিংক:
https://dss.bhata.gov.bd/online-Application

যা দরকার হবে:
১. বয়স্ক ভাতার জন্য পুরুষ ৬৫ এবং মহিলা ৬২ বছর বয়স হতে হবে। বিধবা ভাতার জন্য কমপক্ষে বয়স ১৮ বছর বয়স হতে হবে এবং বিধবা হতে হবে।
২. এন আই ডি থাকতে হবে।
৩. আবেদনকারীর নামে নগদ হিসাব সংবলিত মোবাইল নম্বর থাকতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
Mohshin Alam
উপজেলা সমাজসেবা অফিসার
সন্দ্বীপ

06/04/2025

সীমাবদ্ধতার মধ্যেও "সন্দ্বীপ মেরিন সার্ভিস লিমিটেড" কেন সেরা?

❣️৬.৪.২৫ : ৬টা❣️

সন্দ্বীপে সড়ক দুর্ঘটনা রোধে চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান__________সন্দ্বীপে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনার ...
06/04/2025

সন্দ্বীপে সড়ক দুর্ঘটনা রোধে চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান
__________

সন্দ্বীপে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনার রোধে ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় শিশু ও কিশোরদের সংগঠন ‘চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন’। শুক্রবার (৪ এপ্রিল) সংগঠনটির নেতৃবৃন্দ সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সন্দ্বীপে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে, যার ফলে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারাচ্ছেন ও অনেকে গুরুতর আহত হচ্ছেন। এসব দুর্ঘটনা প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

দুর্ঘটনা রোধে সংগঠনটি যে ৮টি দাবি তুলে ধরে, তা হলো:

1. যেকোনো যানবাহন চালানোর ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা।
2. সড়কের পাশে দখলকৃত জায়গা অবমুক্ত করে রাস্তা প্রশস্ত করা।
3. রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার করা এবং বালির স্তূপ ও গাছের গুড়ি অপসারণ করা।
4. প্রধান সড়কের পাশে সর্বোচ্চ গতিসীমা সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন।
5. মোড়গুলোর কাছে দিক নির্দেশনামূলক সাংকেতিক চিহ্ন বসানো।
6. স্পিড ব্রেকারগুলো রঙ করে দৃশ্যমান করা।
7. সড়কের পাশে পর্যাপ্তসংখ্যক ল্যাম্পপোস্ট স্থাপন।
8. সড়কের পাশে দোকান বা মালামাল রাখায় যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে সে বিষয়ে নজরদারি বাড়ানো এবং ভাঙা অংশ ও গর্তগুলো দ্রুত সংস্কার করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাহিদ উদ্দীন, সাবেক সভাপতি সাইদুর রহমান, ট্রেজারার তাশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জাহিদ, প্রচার সম্পাদক নাইমুর রহমান দুর্জয় এবং ক্রীড়া সম্পাদক নাইমুল হাসান নিহান।

স্মারকলিপি গ্রহণ করে ইউএনও সংগঠনের সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দাবিগুলো বাস্তবায়নে থানার ওসির সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানান সংগঠনের নেতারা।

চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন জানায়, তারা ভবিষ্যতেও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনা রোধে সামাজিক দায়িত্ব পালন করে যাবে।

03/04/2025
নাম না জানা একটা শিশু আসরের পর থেকে বে ভিউ গার্ডেনস (ইসলাম সাহেবের খামার)  এর পশ্চিম পাশে সুমন এন্ড ব্রাদার্স এর সামনে ঘ...
01/04/2025

নাম না জানা একটা শিশু
আসরের পর থেকে বে ভিউ গার্ডেনস (ইসলাম সাহেবের খামার) এর পশ্চিম পাশে সুমন এন্ড ব্রাদার্স এর সামনে ঘুরাঘুরি করতেছে বাবা নাকি অটো চালায় বাবার নাম আক্তার

কেউ চিনলে কল করুন ০১৮৪৪৫৮০০৮৮

Address

এনাম নাহার মোড়
Sandwip
4300

Telephone

+8801844580088

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীপনগর প্রতিদিন - DwipNagar Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বীপনগর প্রতিদিন - DwipNagar Protidin:

Share