
14/04/2025
*সন্দ্বীপ প্রবাসী সাপোর্ট সেন্টার (Sandwip Probashi Support Center)*
-------------
একটি মানবিক ও সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সন্দ্বীপের প্রবাসীদের ও তাঁদের পরিবারকে জরুরি, প্রশাসনিক, আইনি ও মানসিক সহায়তা প্রদান করা।
এই সেন্টারটি প্রবাসী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পরিচালিত হয়, যারা সংকটে থাকা প্রবাসী পরিবারগুলোর পাশে দাঁড়ায়, তথ্য দেয়, পরামর্শ দেয় এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের পথ খোঁজে।
# মূল সেবা সমুহ
- জরুরি সহায়তা হেল্পলাইন
- আইনগত ও মানবাধিকার সহায়তা
- প্রশাসনিক জটিলতা নিরসনে সহযোগিতা
- মানসিক সাপোর্ট ও কাউন্সেলিং
- নারী ও শিশুদের জন্য আলাদা সহায়তা ইউনিট
আমাদের লক্ষ্য, প্রবাসীরা যেন দূর দেশে থেকেও জানেন—তাঁদের পরিবার একা নয়। সন্দ্বীপ প্রবাসী সাপোর্ট সেন্টার তাদের পাশে আছে।
নিচের লিংক ফলো করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার অনুরোধ।
https://chat.whatsapp.com/KZ6tKVSKdwsERIbaiYBWR4
_"সন্দ্বীপের প্রবাসীদের পরিবারের পাশে আমরা"_
বি:দ্র: শুধুমাত্র যারা প্রবাসী তারা যুক্ত হওয়ার অনুরোধ।
গ্রুপে যুক্ত হয়ে নিজের নাম ও ঠিকানা লিখে দিবেন। অন্যথায় গ্রুপ এডিমিনগণ রিমোভ করে দিবেন।
" সবাইকে নববর্ষের শুভেচ্ছা "