News & Views

News & Views Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News & Views, Media/News Company, Sandwip.

আপনাদের মা-ছেলের মিলন ঘটাতে বহু মা ছেলের চির বিচ্ছেদ ঘটেছে ম্যাডাম বহু সন্তান চিরতরে পঙ্গু হয়ে গেছে অনেকেই অন্ধত্ব বরণ ক...
06/05/2025

আপনাদের মা-ছেলের মিলন ঘটাতে বহু মা ছেলের চির বিচ্ছেদ ঘটেছে ম্যাডাম
বহু সন্তান চিরতরে পঙ্গু হয়ে গেছে অনেকেই অন্ধত্ব বরণ করেছে।এর মাঝে আপনার দলের কর্মীরাও আছে।

জুলাই বিপ্লবের আমাদের বিপ্লবী হাসনাত আবদুল্লাহ আব্দুল হান্নানের উপর হামলা হয়েছে বাকিরাও ঝুঁকিতে।

আর এদিকে আপনার দলের অনেক কর্মীরা হাততালি দিয়েছে, দাঁতবের বেহায় কু'ত্তা''র মত হেসেছে। এ কেমন নির্লজ্জতা তামাশা-মশকরা,জুলাই বিপ্লবের নিহত আহতদের সাথে -জাতির সাথে।
আপনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, এজন্যই আপনি আমাদের সবার কাছে আপোষহীন নেত্রী, দল সংস্কার করুন দলের চিহ্নিত চাঁদাবাজ দূর্নীতিবাজদের বহিষ্কার করুন, যারা ভারতের দালালী করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

আপনার কাছে আমাদের চাওয়া এতোটুকুই।

05/05/2025
03/05/2025

মায়াবতী 😭😭
চোখের পাতায় স্বপ্ন জমা অন্তরে💔😓
বিচ্ছেদের ছায়া শখের মানুষ নিজেও
জানেনা কত ভয়ংকর তার মায়া ❤️‍🩹

03/05/2025

২৫ বছর বয়স্ক একজন আইনজীবীর (Rajon Bapari) উপর কি পরিমাণ নির্যাতন চালিয়েছিল পলাতক স্বৈরাচার তা তুলে এনেছ অন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। এই ছেলেটার অপরাধ ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আদলতে যে সাক্ষ্য দিয়েছিলেন যে সাক্ষ্যের প্রতিটি লাইন বিচারকের দেওয়া রায়েই উল্লেখ রয়েছে সেই কথাগুলো বই আকারে প্রকাশ করা। প্রচণ্ড পরিশ্রমী ও মেধাবী এই ছেলেটিকে ব্যক্তিগত ভাবে চিনি আজ ১১ বছর ধরে। রাজপথের রাজনীতি অপেক্ষা বুদ্ধিবৃত্তিক রাজনীতির দিকেই এই ছেলে বেশি মনোযোগী। পলাতক স্বৈরাচারের সময় শেখ হাসিনার পেটিকোট পড়া বিচারকরা কোন-কোন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পাঠাল সেই তথ্যগুলোই বই আকারে প্রকাশ করেছে যাতে করে পুরো দেশের বিএনপি এর নেতা-কর্মীরা জানতে পারে কি অপরাধ করেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আদালতে সরকার পক্ষের আইনজীবী কোন-কোন অপরাধ প্রমাণের জন্য কোন সাক্ষা-প্রমাণ হাজির করেছিল। কিন্তু প্রবাদে আছে যে চোরের মন পুলিশ-পুলিশ। পলাতক স্বৈরাচার চায়না দেশের মানুষ জানুক যে একটি ভিত্তিহীন মামলায় মনগড়া সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে চাহিবার মাত্র রায় দিতে বাধ্য হওয়া শেখ হাসিনার পেটিকোট পড়া বিচারকদের রায়ের কুকীর্তিগুলো।

যে তথ্যগুলো ইতিমধ্যেই আদালতের রায়ের কপির মধ্য রয়েছে সেই তথ্যগুলো প্রকাশের জন্য যদি কোন মানুষের জেল হয় তবে বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত প্রত্যেকটি সাংবাদিক প্রতিদিন অপরাধ করেন। যে তথ্য আদালতের ওয়েবসাইটে পাবিলিকলি প্রকাশিত সেই তথ্য প্রকাশের কারণেও মানুষকে গুম করে অমানবিক নির্যাতন করেছো যে শুয়োর গুলো তারা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়; আবার রাজনীতি করার অধিকার চায়। কি একটা অবস্থা।

আলজাজিরা টেলিভিশনের ডকুমেন্টারির মূল লিংক নিচে মন্তব্যের ঘরে।

16/04/2025

আহা কি অভিনয় রে🙄🙄



I was ready to fall in love with somebodyAnd love somebody like youI was holding on for far too long'Cause nothing's all...
11/04/2025

I was ready to fall in love with somebody
And love somebody like you
I was holding on for far too long
'Cause nothing's all that I ever knew
I'm still in love with you, with you, without you

11/04/2025

জীবনে যা চেয়েছিলাম, তার কিছুই পাওয়া হলো না। সময়ের স্রোতে ভেসে গিয়ে হারিয়ে ফেললাম অনেক কিছু-নিজের স্বকীয়তা, সুখ, শান্তি, স্বপ্ন, সবকিছু। ভালো থাকার চেষ্টায় বারবার লড়াই করেছি, দুনিয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে একে একে।

শেষ পর্যন্ত, যখন কোনো চাওয়া আর পূরণ হয় না, যখন সব চেষ্টা বৃথা যায়, তখন জীবন থেকে চাওয়ারও কিছু বাকি থাকে না।

এক সময় হয়, এই শূন্যতাই আশঙ্কাজনক সত্য!

21/02/2025



21/02/2025

ফুলগুলো অনেক সুন্দর।

Address

Sandwip
4300

Telephone

+8801815388805

Website

Alerts

Be the first to know and let us send you an email when News & Views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share