দ্বীপের স্বপ্ন - Dwiper shopno

দ্বীপের স্বপ্ন - Dwiper shopno যখন, যেখানে, যেভাবেই থাকেন, সন্দ্বীপ এ?

16/06/2023

গুপ্তছড়া ঘাটে সমুদ্র ঝাপিয়ে পড়ে এক যাত্রীকে উদ্ধার করা মাঝি মো: মামুনকে সেচ্ছাসেবি সংগঠন Human 24 এর পক্ষ থেকে শুক্রবার পাঁচ হাজার টাকা উপহার দেয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজকর্মী মোহাম্মদ ওমর ফয়সাল, মাহবুবুল মাওলা ও খোদা বক্স সাইফুল।

এই মাঝিই আসল হিরো।স্যালুট মাঝি ভাই।নিজের জীবন বাজি রেখে সাগর থেকে বোটের যাত্রী উদ্ধার করার জন্য,    এর পক্ষ থেকে মাঝি ভা...
15/06/2023

এই মাঝিই আসল হিরো।
স্যালুট মাঝি ভাই।
নিজের জীবন বাজি রেখে সাগর থেকে বোটের যাত্রী উদ্ধার করার জন্য, এর পক্ষ থেকে মাঝি ভাইকে ৫০০০ পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। Everyone

Shout out to my newest followers! Excited to have you onboard!Abu Ahmed Khan, Shoukot Hossain Azad, Md Main Uddin, Mdsha...
15/06/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Abu Ahmed Khan, Shoukot Hossain Azad, Md Main Uddin, Mdshahin Shahin, M H Masum, Md. Rony, Noor Hossain, Md Shahalom, অচিন দেশের রাজ কুমারী, Nasrin Islam Nasrin

আলিফ ফ্যাশন হাউসের ডেকারেশন বিক্রি করা হবেযোগাযোগ শিমুল 01816-861671
21/05/2023

আলিফ ফ্যাশন হাউসের ডেকারেশন বিক্রি করা হবে
যোগাযোগ
শিমুল 01816-861671

 #ঈদে_সন্দ্বীপের_শিক্ষার্থীদের_জন্য_ফ্রি_যাতায়াত_সুবিধাআসসালামুয়ালাইকুম পরিস্থিতি বিবেচনায় এবারের ঈদ যাত্রায় চট্টগ্রাম স...
18/04/2023

#ঈদে_সন্দ্বীপের_শিক্ষার্থীদের_জন্য_ফ্রি_যাতায়াত_সুবিধা

আসসালামুয়ালাইকুম
পরিস্থিতি বিবেচনায় এবারের ঈদ যাত্রায় চট্টগ্রাম সন্দ্বীপ নৌ-রুটে শিক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াত সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে 'হিউম্যান ২৪'। ঈদ উপলক্ষ্যে দেশের অনেক এলাকায় শিক্ষার্থীদের জন্য সেসব এলাকার রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি কিংবা শিল্প উদ্যোক্তারা এমন সেবা দিয়ে থাকেন। কিন্তু সন্দ্বীপে এর আগে কখনো এমন উদ্যোগ নেয়া হয়নি। আমরা প্রথমবারের মত সেটা চালু করতে চেয়েছি। শুধু নৌ যাতায়াত নয়, হালিশহর থেকেও এসব যাত্রীকে আমাদের উদ্যোগে ঘাটে পৌঁছানোর পরিকল্পনা আছে।

https://forms.gle/MnXJNkT8YgU3P5oYA

কুমিরা গুপ্তছড়া ঘাট দিয়ে ২০ ও ২১ এপ্রিল দুইদিন এই সার্ভিসটি আমরা দিব। এই লক্ষ্যে ওই ঘাটে যাত্রী পারাপারের দায়িত্বে থাকা জেলা পরিষদ কর্তৃপক্ষ, তাদের ইজারাদার ও বিআইডাব্লিউটিসির কমিশন এজেন্টের সাথে আমরা কথা বলেছি। সকলেই এই বিষয়ে আমাদের সম্মতি দিয়েছেন। সন্দ্বীপের মাননীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা ভাইকেও এই বিষয়ে অবহিত করা হয়েছ। জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এই সার্ভিসটি উদ্বোধনের বিষয়ে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন।

১৮ এপ্রিল মঙ্গলবার ও ১৯ এপ্রিল বুধবার দুইদিন হালিশহর এ ব্লক নাহার কম্পিউটারে আমাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে। স্বশরীরে গিয়ে যে কোন শিক্ষার্থী বিনামূল্যে রেজিস্ট্রেশন করে নির্ধারিত ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীকে স্টুডেন্ট আইডি কার্ডটা সাথে আনতে হবে।

এছাড়াও অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও থাকবে। আগামীকাল সকালে রেজিস্ট্রেশনের জন্য একটি গুগল ডকুমেন্টস লিংক দেয়া হবে। আপনার সহপাঠী ও বন্ধুদের এই বিষয়ে জানিয়ে আপনিও আমাদের কাজে সহযোগিতা করতে পারেন। নির্ধারিত সংখ্যা ও নির্ধারিত সময়ের মধ্যে 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে এই সেবা দেয়া হবে।

এই কর্মকান্ডের ব্যয় হিউম্যান ২৪ ফান্ড রাইজিংয়ের মাধ্যমে নির্বাহ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জেলা পরিষদের ইজারাদার যাত্রী প্রতি নিয়মিত ভাড়া থেকে ৫০ টাকা ছাড় দিবেন বলে জানিয়েছেন। এই উদ্যোগটাকে সার্বজনীন করার স্বার্থে আমরা বিষয়টি উন্মুক্ত রাখছি। আগ্রহী যে কেউ চাইলে আমাদের উদ্যোগে সম্পৃক্ত হতে পারবেন। সেটা ফান্ড দিয়ে হোক, কিংবা স্বেচ্ছাশ্রম দিয়ে।

সবার ঈদ যাত্রা আনন্দঘন হোক।
সুন্দর ও ভোগান্তিমুক্ত হোক।

Address

Sandwip

Telephone

+8801816861671

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীপের স্বপ্ন - Dwiper shopno posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বীপের স্বপ্ন - Dwiper shopno:

Share