Rajib Uddin

Rajib Uddin There is no secret to success. It is the result of preparation, hard work, and learning from failure.

কতোটা ক-ষ্টে-র টাকা দিয়ে ছেলেকে খুশি করছে..তার মায়ের মুখের দিকে তাকালেই বুঝা যায় 🙂
11/08/2025

কতোটা ক-ষ্টে-র টাকা দিয়ে ছেলেকে খুশি করছে..তার মায়ের মুখের দিকে তাকালেই বুঝা যায় 🙂

11/08/2025

শিক্ষা মন্ত্রণালয় বলেছে — পড়ালেখার পাশা-পাশি ডিস্কো ডান্স বাধ্যতামূলক করতেই হবে.... 😒😒🐸

সম্পর্ক শে-ষ হয়ে গেলেই দায়িত্ব শে-ষ হয়ে যায় না এটা আবারও প্রমানিত..টঙ্গীর ম্যা-নহোলে পরে মা-রা যায় জ্যোতি..তার স্বামী জু...
08/08/2025

সম্পর্ক শে-ষ হয়ে গেলেই দায়িত্ব শে-ষ হয়ে যায় না এটা আবারও প্রমানিত..
টঙ্গীর ম্যা-নহোলে পরে মা-রা যায় জ্যোতি..তার স্বামী জুয়েল এর সাথে অনেক আগেই ডি-ভো-র্স হয়...

ডি-ভো-র্স হয়ে যাওয়া সেই প্রাক্তন স্বামী জুয়েল এখন বুকের মধ্যে আগলে রেখেছেন তার সন্তানদের। ভিডিও তে দেখা গেছে ২ সন্তান কে বিভিন্ন ধরনের খেলনা কিনে দিচ্ছেন।
ঘুমের মধ্যে ছেলেটা বলে—"মাম মাম হা-রি-য়ে গেলো…"
আর বাবা জুয়েল আছেন, কাঁ-দ-ছে-ন, খু-শি রাখার চেষ্টা করছেন।
তিনি আজ এক অন্য রকম যো-দ্ধা —যিনি প্রমাণ করেন,
"সন্তান শুধু মায়ের নয়, বাবারও হয়।"
জুয়েল বলে আমি তো এটা চাইনি জোত্যি কে আল্লাহ বেহেশতে রাখুক 🙂

- রাজীব

এমন একটা সুন্দর মুহুর্ত আসুক, হাঁটতে- হাঁটতে পথের পর পথ শেষ হোক, তবুও ভালোবাসা শেষ না হোক! 🍀🤍
07/08/2025

এমন একটা সুন্দর মুহুর্ত আসুক, হাঁটতে- হাঁটতে পথের পর পথ শেষ হোক, তবুও ভালোবাসা শেষ না হোক! 🍀🤍

মাশাআল্লাহ এটা সুন্দর 🕊️
07/08/2025

মাশাআল্লাহ এটা সুন্দর 🕊️

"আমি যৌ'বনে হোমওয়ার্ক করেছি, আর এরা দেখছি হার্ট ব্রেক প্র্যাকটিস করছে!🥲
07/08/2025

"আমি যৌ'বনে হোমওয়ার্ক করেছি, আর এরা দেখছি হার্ট ব্রেক প্র্যাকটিস করছে!🥲

কাঁদছে পুরো এলাকাবাসী 💔ওমান ফেরত বাহার বলেন, আমার বিয়ের ছয় মাস পরই ওমান চলে যাই। তখন আমার সন্তান তার মায়ের পে! টে। সেই স...
07/08/2025

কাঁদছে পুরো এলাকাবাসী 💔

ওমান ফেরত বাহার বলেন, আমার বিয়ের ছয় মাস পরই ওমান চলে যাই। তখন আমার সন্তান তার মায়ের পে! টে। সেই সন্তানকে আজ মাত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি। এখন মনে হচ্ছে কেন মেয়েটাকে আরেকটু আদর করলাম না। কেন আমার স্ত্রীকে একটু জড়িয়ে ধরলাম না। কেন আমার মাকে জড়িয়ে ধরলাম না। সবকিছু এতো দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি। 😥
©

যাদের হারিয়ে কাঁ"দ"ছে পুরো দেশবাসী 💔ওমান ফেরত বাহার বলেন, আমার বিয়ের ছয় মাস পরই ওমান চলে যাই। তখন আমার সন্তান তার মায়ের ...
06/08/2025

যাদের হারিয়ে কাঁ"দ"ছে পুরো দেশবাসী 💔

ওমান ফেরত বাহার বলেন, আমার বিয়ের ছয় মাস পরই ওমান চলে যাই। তখন আমার সন্তান তার মায়ের পে!টে। সেই সন্তানকে আজ মাত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি।

এখন মনে হচ্ছে কেন মেয়েটাকে আরেকটু আদর করলাম না। কেন আমার স্ত্রীকে একটু জড়িয়ে ধরলাম না। কেন আমার মাকে জড়িয়ে ধরলাম না। সবকিছু এতো দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি।

06/08/2025

-বন্ধুর নতুন গান।😄

অনলাইন ক্লাস চলতেছে। প্লে,নার্সারি থেকে মাষ্টার্স পর্যন্ত!😎
06/08/2025

অনলাইন ক্লাস চলতেছে। প্লে,নার্সারি থেকে মাষ্টার্স পর্যন্ত!😎

১৫ দিন পর আজকে থেকে মাইলস্টোন কলেজে ক্লাস শুরু হয়েছে! 🙂
06/08/2025

১৫ দিন পর আজকে থেকে মাইলস্টোন কলেজে ক্লাস শুরু হয়েছে! 🙂

ছবিটা ২০২০ সালের ধানমন্ডি লেকে...আমি অনার্স প্রথম বর্ষে এবং আমার প্রেমিকা মাত্র ইন্টার ফাস্ট ইয়ারে। আমি থাকতাম চট্টগ্রা...
06/08/2025

ছবিটা ২০২০ সালের ধানমন্ডি লেকে...
আমি অনার্স প্রথম বর্ষে এবং আমার প্রেমিকা মাত্র ইন্টার ফাস্ট ইয়ারে।
আমি থাকতাম চট্টগ্রাম আর ও ঢাকা, বছরে খুব বেশি হলে ২-৩ বার দেখা হত তাও পরিবারের চোখ ফাঁ-কি দিয়ে ১-২ ঘণ্টার জন্য।
এভাবেই পারি দিয়েছি প্রেমের প্রায় ৭ বছর, এরপর বিয়ে আর এখন দেখতে দেখতে বিয়েরও ১ বছর হয়ে গেল আজকে। আমার খা-রা-প সময়ের সঙ্গী এই মেয়েটা, যতই এক্সপ্রেস করি অনেক কম হয়ে যায়, লিখলে একটা বই লিখে ফেলা যাবে।
হ্যাপি মেরিড অ্যানিভার্সারি মাই লাভ!❤️

- আরিফ
(C)

Address

Sandwip

Alerts

Be the first to know and let us send you an email when Rajib Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajib Uddin:

Share

Category