Times of Sandwipy - TOS

Times of Sandwipy - TOS The Times of Sandwipy - TOS is Online News Page of Sandwip.

"টাইমস্ অফ সন্দ্বীপী" সন্দ্বীপের অনেক গুলো নিউজ আইডির মধ্য অন্যতম একটি অনলাইন নিউজপেপার,আমরা আমাদের নিউজ পরিবারের যাত্রা শুরু করেছি ১৬ই মে ২০১৫ইং থেকে,আমাদের এই অনলাইন নিউজপেপার এর মাধ্যমে সন্দ্বীপের সকল প্রকার সংবাদ আপনাদের কাছে উপস্থাপন করতে চেষ্টা করবো।আপনারা আমাদের সহযোগীতা করবেন।

"টাইমস্ অফ সন্দ্বীপী",সন্দ্বীপিদের অহংকার - সন্দ্বীপিদের কথা বলি...

12/10/2025

গত ১১ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাত ১০টা সময় পরকীয়া সন্দেহে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি তার স্ত্রীর চাচাত ভাই রিপন ও নিজ স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাটি প্রকাশ পেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

তথ্য ও ভিডিওঃ সন্দ্বীপ থানা

গতকাল দক্ষিণ সন্দ্বীপের জনপ্রিয় বাজার শিবের হাটে দিনের বেলায় একটি দোকানে তালা ভেঙ্গে নগদ টাকা সহ আরো মালামাল চুরি করে পা...
28/09/2025

গতকাল দক্ষিণ সন্দ্বীপের জনপ্রিয় বাজার শিবের হাটে দিনের বেলায় একটি দোকানে তালা ভেঙ্গে নগদ টাকা সহ আরো মালামাল চুরি করে পালিয়ে যাওয়া চোর আজকে জনতার হাতে আটক হয়েছে।

বিস্তারিত আসবে....

ডাকাতির ঘটনায় আতঙ্কে নারীর মৃত্যুনিজস্ব প্রতিবেদক | টাইমস্ অফ সন্দ্বীপীচট্টগ্রামের বেপারীপাড়ায় ডাকাতির ঘটনায় আতঙ্কে হৃদর...
27/09/2025

ডাকাতির ঘটনায় আতঙ্কে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টাইমস্ অফ সন্দ্বীপী

চট্টগ্রামের বেপারীপাড়ায় ডাকাতির ঘটনায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা, সিরাজুল মাওলার স্ত্রী ও আশরাফের মা। তিনি সম্প্রতি সন্দ্বীপ থেকে চট্টগ্রামে তার ছোট মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে একদল ডাকাত ওই বাড়িতে প্রবেশ করে ডাকাতি চালায়। এসময় তারা পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। হঠাৎ এ ঘটনায় ভীত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই নারী অচেতন হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

আজ ২০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় দক্ষিণ সন্দ্বীপের  শিবের হাটে লিফলেট বিতরণ ও পথসভা করবেন সাবেক এমপি বিএনপির জাতীয় নি...
20/09/2025

আজ ২০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় দক্ষিণ সন্দ্বীপের শিবের হাটে লিফলেট বিতরণ ও পথসভা করবেন সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোস্তফা কামাল পাশা।

সকল নেতাকর্মী ও সমর্থকদের দলে দলে যোগদান করার আহবান জানিয়েছেন তিনি।

উড়িরচর এখন সন্দ্বীপের.... সন্দ্বীপের বিজ্ঞ নেতৃবৃন্দের নিকট অনুরোধ - আপনারা উড়িরচর সফরে গেলে -  নির্ভয়ে সমিতির বাজার হয়ে...
20/09/2025

উড়িরচর এখন সন্দ্বীপের....

সন্দ্বীপের বিজ্ঞ নেতৃবৃন্দের নিকট অনুরোধ - আপনারা উড়িরচর সফরে গেলে - নির্ভয়ে সমিতির বাজার হয়ে, উত্তরে বামনি নদীর কূল পর্যন্ত যাবেন - বার আউলিয়া বাজার, পশ্চিমে সাহেব মিয়া বাজার পর্যন্ত যাবেন। কোস্টগার্ড ক্যাম্প এ যাবেন। উরিরচরের অসহায় জনগনের কথাগুলি শুনবেন, তাদের উপর অত্যাচারের বর্ণনা জানবেন, শান্তনা দিবেন তাদেরকে। নির্ভয়ে সম্পূর্ন এলাকা ঘুরবেন।
রাহুর কবল হতে মুক্ত হয়ে - পুরো উড়িরচর এখন আমাদের সন্দ্বীপের...

—সাইফুল হক চৌধুরী বায়রন

১০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতারঅদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৩.৩০ ঘটিকায় সন্দ্বীপ থানাধীন শান্তি...
09/09/2025

১০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৩.৩০ ঘটিকায় সন্দ্বীপ থানাধীন শান্তির হাট বাজার এলাকা হইতে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ১৯,৫০০ টাকা’সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান (২৪), পিতা- মৃত শাই এমরান, মাতা- মৃত শেফালী বেগম, সাং- মুছাপুর ৭নং ওয়ার্ড, মাহতাব পাটোয়ারীর বাড়ি, থানা- সন্দ্বীপ, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আলোচিত হত্যা মামলার আসামী গ্রেফতারচট্টগ্রামের সন্দ্বীপে আলোচিত মিনারা আক্তার (৩৫) হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামীকে গ...
08/09/2025

আলোচিত হত্যা মামলার আসামী গ্রেফতার

চট্টগ্রামের সন্দ্বীপে আলোচিত মিনারা আক্তার (৩৫) হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৭ মে ২০২৫ রাত ১১টা ৩০ মিনিট থেকে ২৮ মে সকাল ৫টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা আসামিরা মিনারা আক্তারকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় তদন্তের অগ্রগতিতে পুলিশ সন্দেহভাজন আসামী মোঃ মনির (৩৮), পিতা- মফিজুল হক, সাং- মুছাপুর ৩নং ওয়ার্ড, সাইদুল হক পন্ডিতের বাড়ি, থানা- সন্দ্বীপ, জেলা- চট্টগ্রামকে শনাক্ত করে।

পরবর্তীতে অদ্য ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে প্রাক্তন ছাত্র পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎঅদ্য ০৭/০৯/২০২৫ খ্রিস্টাব্দ ত...
07/09/2025

গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে প্রাক্তন ছাত্র পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

অদ্য ০৭/০৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক ইয়াছিন রিয়াদ, যুগ্ম আহ্বায়ক নূর হাসান সন্দ্বীপী, সিনিয়র সদস্য (২০১১) মোহাম্মদ ইয়াছিন, আহ্বায়ক সদস্য (২০১৭) জিয়া উদ্দিন বাবলু, আহ্বায়ক সদস্য (২০২১) নিয়াজ মাহামুদ এবং সদস্য (২০২০) জিহাদ।
এসময় প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব শহীদ উদ্দিন মিলাদের সাথে আলোচনা করেন প্রাক্তন ছাত্ররা। আলোচনায় বিদ্যালয়ের বিভিন্ন বিষয় ছাড়াও বর্তমান ছাত্রদের একাডেমিক পড়াশোনার পরিস্থিতি উঠে আসে।
পরবর্তীতে নবনিযুক্ত সহকারী শিক্ষক জনাব মোঃ কামরুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পরিষদ নেতৃবৃন্দ। এসময় পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত সহকারী শিক্ষক জনাব মোঃ কামরুল হাসান এবং রুজিনা পারভীনকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
পরিশেষে শিক্ষকবৃন্দের সুস্বাস্থ্য ও বিদ্যালয়ের সর্বাঙ্গীন অগ্রগতি কামনা করে বিদায় নেন প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।

06/09/2025

গাছুয়া ইউনিয়ন বিএনপি নেতা ফারুক এর বিরুদ্ধে কাউন্টার মামলার অভিযোগ

চট্টগ্রামে নৌ-ডাকাতি মামলার আসামি গ্রেফতারটাইমস্ অফ সন্দ্বীপী | সন্দ্বীপগত ২৯/০৭/২০২৫ তারিখে চট্টগ্রামের সন্দ্বীপের কাছে...
05/09/2025

চট্টগ্রামে নৌ-ডাকাতি মামলার আসামি গ্রেফতার

টাইমস্ অফ সন্দ্বীপী | সন্দ্বীপ

গত ২৯/০৭/২০২৫ তারিখে চট্টগ্রামের সন্দ্বীপের কাছে গভীর সমুদ্রে একটি নৌ-ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমন (৩৫) নামের এক ব্যক্তিকে গত ০৪/০৯/২০২৫ তারিখে সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

সুমন সন্দ্বীপের মাইটভাঙ্গা গ্রামের আবু সুফিয়ানের ছেলে। এই মামলার তদন্ত চলছে এবং জড়িত অন্যদেরকেও আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

04/09/2025

সন্দ্বীপে ল্যাবের ভূলে এক গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ ...........

সন্দ্বীপ ডিজিটাল ল্যাব, শিবের হাটে একজন গর্ভবতী নারীকে ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হলে, সেখানে দায়িত্বরত নার্স সীমা মন্ডলী দীর্ঘ ৩ ঘন্টা রেখে পরবর্তীতে স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে যেতে বললে, পথিমধ্যে রোগী মৃত্যুবরণ করেন বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা।

রোগীর আত্মীয় কাজী শানু অভিযোগ করেন, অভিযুক্ত সীমা মন্ডলী যদি ৩ ঘন্টা আটকে না রেখে আগেই অপারগতা প্রকাশ করতো তাহলে হয়তো আমার ভাগ্নে বউটা প্রাণে বেঁচে যেতো। জনাব কাজী শানু তার ফেসবুক ওয়ালে লিখেন প্রয়োজনে রোগীকে বাড়ীতে মেরে ফেলবেন তবুও কেউ শিবের হাট ডিজিটাল ল্যাবে নিবেন না।

উল্লেখ্য মৃত্যুবরণকারী গর্ভবতী মহিলা সারিকাইত গোলাজির গো বাড়ির পুত্রবধু ও মাইটভাঙ্গা করিমের পুকুরের পাশের বাড়ির সন্তান। এমতাবস্থায় রোগীর স্বজনরা অভিযুক্ত ল্যাব ও সীমা মন্ডলীর বিচারে সন্দ্বীপে সর্বসাধারনের সহযোগিতা চেয়েছেন।

গাছুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকের বাড়িতে পরিবারের খোঁজখবর নিতে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সা...
04/09/2025

গাছুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকের বাড়িতে পরিবারের খোঁজখবর নিতে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন। উল্লেখ্য, গতকাল সন্ধ্যা ৬টার দিকে ফারুকের বসতঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

Address

Gasua
Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when Times of Sandwipy - TOS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times of Sandwipy - TOS:

Share