Faisal Sir

Faisal Sir তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অনুপ্রেরণার আরেক নাম হজরত মুহাম্মদ সল্লাল্লাহু
21/06/2025

অনুপ্রেরণার আরেক নাম হজরত মুহাম্মদ সল্লাল্লাহু

19/06/2025

৬ষ্ঠ শ্রেণির গনিত সমাধান

01/06/2025

নিজের ক্ষতি নিজে ঢেকে আনছেন!

31/05/2025

কর্মচারী ভাইয়েরা দুঃখ করবেন না। কষ্ট পাবেন না, কাউকে ক্ষোভ দেখাবেন না!
আপনার রিজিকের র বরাদ্দ কেউ কমাতে পারবে না। যতটুকু খোদা তায়ালা আপনার জন্য বরাদ্দ রাখছেন ঠিক ততটুকু পাবেন এর চেয়ে ও বেশি ও না কম ও না।

প্রতিনিয়ত আমরা অভিনয় করে থাকিছোট বেলায় আমাদের স্বপ্ন ছিল ডাক্তার হবো,ইন্জিনিয়ার বা বড় কোন অফিসার কিন্তু হয়ে গেলা অন্য কি...
31/05/2025

প্রতিনিয়ত আমরা অভিনয় করে থাকি
ছোট বেলায় আমাদের স্বপ্ন ছিল ডাক্তার হবো,ইন্জিনিয়ার বা বড় কোন অফিসার কিন্তু হয়ে গেলা অন্য কিছু
জীবন সংগ্রামে ঠিকে থাকতে গিয়ে প্রতিনিয়ত অভিনয় করতে করতে এক সময় জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায়।

এই ছবির আয় একজন এতিম কে দান করবো ইনশাআল্লাহ। যদিও ফেইসবুক মামা আমার আইডি ব্লক করে রাখছে!😆
20/05/2025

এই ছবির আয় একজন এতিম কে দান করবো ইনশাআল্লাহ।

যদিও ফেইসবুক মামা আমার আইডি ব্লক করে রাখছে!😆

12/05/2025

মৃত্যু রা প্রতিনিয়ত হাতছানি দেয়!

06/05/2025

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ী ভাড়া দিতে সরকার বাহাদুর সাহেবের নিকট বিনীত ভাবে অনুরোধ করছি।

02/05/2025

আমার এক শিক্ষক আমাকে বলেছেন, মানুষকে ততটা আপন করে নিবা যতটা আপন করে নিলে ও দুঃখ দিলেও যেন তোমার কষ্ট না হয়।

কথাটা তখন না বুঝলেও এখন বুঝতে সক্ষম হয়েছি!
পৃথিবীতে মানুষ কতটা খারাপ হলে পরে আপনি মনের কথাটা তাকে বলার পর সেই কথাটা আপনার জন্য কাটা হয়ে যায়!

পৃথিবীতে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে আপনার আপনজন।
আল্লাহ তায়ালা পৃথিবীতে সব মানুষকে ধন সম্পদ দান করেন না। যারা সঠিক বন্টন করতে পারে তাদের কে তিনি ধন সম্পদ দান করেন। যদি তারা সে সম্পদের সুষ্ঠু বন্টন করতে না পারে আল্লাহ তায়ালা তাদের থেকে পরীক্ষা নেন। একটা সময় ঐ সম্পদ ও তিনি কেড়ে নেন।
কিভাবে?

একজন মানুষ কে আপনি চা খাওয়ালেন, আপনি হয়তো ভাবলেন আপনি তাকে চা খাওয়ালেন,,, না! এটা তার রিযিক, যা আল্লাহ তায়ালা আপনার দ্বারা তাকে বন্টন করালেন।
কি বুঝলেন না,, তাই তো?

ধরেন, আপনারা ৪ ভাই বোন, সবাই কিন্তু এক রকম ইনকাম করে না বা করতে পারে না।
যারা ইনকাম করতে পারে না তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তায়ালা আপনার হাত দিয়ে তাকে ব্যবস্থা করে দিবেন। আপনি দেখবেন,, আপনার বাবার সব সম্পদ ওনি দেখবাল করেন কেন জানেন? কারন আপনি বা সবাই সম্পদের ভার বহন করতে পারবে না।

ঐ ভাইটি যদি সম্পদের সুষ্ঠ বন্টন না করেন তাহলে কেয়ামতের ময়দানে আপনার ঐ ভাইটি জবাব দিতে হবে।
এবার বুঝলেন?

এবার আসি মুল কথায় - বর্তমান সময়ে মারামারি হানাহানি সব কিছু র জন্য দায় এই সম্পদ।
আসলে,, পৃথিবী একমাত্র তাহার মালিকানাধীন আমরা হলাম ওনার ভাড়াটিয়া!
কেউ যদি আপনাকে কষ্ট দেয়, মন খারাপ করবেন না। আল্লাহ তায়ালা আপনাকে এমন সম্পদ দিবেন কল্পনা ও করতে পারবেন না।

যেমনটি দান করছেন তিনি হজরত ইউসুফ আ: কে।

01/05/2025

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র শিক্ষক ও অফিস সহকারী দের গ্রেড ১১ করা সময়ের দাবী

18/09/2024

১ম গ্রেডের একজন কর্মকর্তা বেতন স্কেল ৭৮০০০/-
২০ তম গ্রেডের একজন কর্মচারীর বেতন স্কেল ৮২৫০/-
প্রায় ৯.৪৫ গুন বেশি। এত বৈষম্য কেন?

হাই!
17/09/2024

হাই!

Address

Sandwip

Alerts

Be the first to know and let us send you an email when Faisal Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faisal Sir:

Share