02/05/2025
আমার এক শিক্ষক আমাকে বলেছেন, মানুষকে ততটা আপন করে নিবা যতটা আপন করে নিলে ও দুঃখ দিলেও যেন তোমার কষ্ট না হয়।
কথাটা তখন না বুঝলেও এখন বুঝতে সক্ষম হয়েছি!
পৃথিবীতে মানুষ কতটা খারাপ হলে পরে আপনি মনের কথাটা তাকে বলার পর সেই কথাটা আপনার জন্য কাটা হয়ে যায়!
পৃথিবীতে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে আপনার আপনজন।
আল্লাহ তায়ালা পৃথিবীতে সব মানুষকে ধন সম্পদ দান করেন না। যারা সঠিক বন্টন করতে পারে তাদের কে তিনি ধন সম্পদ দান করেন। যদি তারা সে সম্পদের সুষ্ঠু বন্টন করতে না পারে আল্লাহ তায়ালা তাদের থেকে পরীক্ষা নেন। একটা সময় ঐ সম্পদ ও তিনি কেড়ে নেন।
কিভাবে?
একজন মানুষ কে আপনি চা খাওয়ালেন, আপনি হয়তো ভাবলেন আপনি তাকে চা খাওয়ালেন,,, না! এটা তার রিযিক, যা আল্লাহ তায়ালা আপনার দ্বারা তাকে বন্টন করালেন।
কি বুঝলেন না,, তাই তো?
ধরেন, আপনারা ৪ ভাই বোন, সবাই কিন্তু এক রকম ইনকাম করে না বা করতে পারে না।
যারা ইনকাম করতে পারে না তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তায়ালা আপনার হাত দিয়ে তাকে ব্যবস্থা করে দিবেন। আপনি দেখবেন,, আপনার বাবার সব সম্পদ ওনি দেখবাল করেন কেন জানেন? কারন আপনি বা সবাই সম্পদের ভার বহন করতে পারবে না।
ঐ ভাইটি যদি সম্পদের সুষ্ঠ বন্টন না করেন তাহলে কেয়ামতের ময়দানে আপনার ঐ ভাইটি জবাব দিতে হবে।
এবার বুঝলেন?
এবার আসি মুল কথায় - বর্তমান সময়ে মারামারি হানাহানি সব কিছু র জন্য দায় এই সম্পদ।
আসলে,, পৃথিবী একমাত্র তাহার মালিকানাধীন আমরা হলাম ওনার ভাড়াটিয়া!
কেউ যদি আপনাকে কষ্ট দেয়, মন খারাপ করবেন না। আল্লাহ তায়ালা আপনাকে এমন সম্পদ দিবেন কল্পনা ও করতে পারবেন না।
যেমনটি দান করছেন তিনি হজরত ইউসুফ আ: কে।