20/10/2025
নিজ বাড়িতে থেকে চাকরি করে যাদের বেতন ১২,০০০ টাকা, এবং বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে চাকরির শুরু থেকেই ২৩,০০০ টাকার বেশি বেতন পান, তারা সরকারি সব ছুটি ভোগ করেন। বছরে প্রায় ৩ মাস স্কুল ছুটি থাকে, সপ্তাহে ছুটি তো আছেই। গরু, মুরগি, ছাগল, হাঁস পালন আছে, নিজের জমিতে চাষাবাদও আছে, আলাদা ব্যবসাও করেন। নিজের ইচ্ছেমতো ছুটি নেওয়া যায়, মন না চাইলে স্কুলে না যাওয়া যায়।
এতে যদি তাদের না হয়, তাহলে যারা সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বা ফায়ার সার্ভিসে চাকরি করেন—তাদের কথা একটু ভাবুন। ১৭তম গ্রেডে তাদের মূল বেতন মাত্র ৯,০০০ টাকা, সব ভাতা মিলিয়ে মোটে ১৫,০০০ টাকার মতো পান। তারা বাড়ি থেকে অনেক দূরে থেকে চাকরি করেন, বাসা ভাড়া করে থাকতে হয়। তাদের নেই শুক্রবার বা শনিবারের ছুটি, নেই সরকারি ছুটির দিন—বরং ডিউটি ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত চলে। অতিরিক্ত ডিউটির কোনো ওভারটাইম ভাতা নেই, সরকারি ছুটির দিনে ডিউটি করলেও কোনো অতিরিক্ত সম্মানী নেই।
সবচেয়ে বড় কথা—যে কোনো সময় একটি বুলেট বা বোমা কেড়ে নিতে পারে তাদের প্রাণ।
শিক্ষক যদি জাতি গড়ার কারিগর হন, তবে আমরা দেশ ও জাতি রক্ষার অকুতোভয় রক্ষক!
তাহলে আমাদের কথা কেউ বলে না কেন? শিক্ষক দের কথা যেমন বলা হয়, তেমনি বাকি সবার কথাও ভাবা উচিত। কেউ যেন মনে না করেন আমি শিক্ষকদের বিরুদ্ধে বলছি—আমি শুধু সবার কষ্টটা তুলে ধরেছি। যদি কারো পোস্ট খারাপ লেগে থাকে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত,, আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুপ্রেরণা দিবেন।
লাখো সৈনিকের মনের কথা থেকে লেখাটি...