Rakib Computer & Mobile Cear

Rakib Computer & Mobile Cear Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rakib Computer & Mobile Cear, Digital creator, Sandwip.

অনলাইন সেবা প্রদান।
* জন্ম নিবন্ধন অনলাইন আবেদন।
* কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেন।
* এনআইডি কার্ড সংশোধন, উত্তোল, ও নতুন ভোটার আবেদন।এনআইডি সার্ভার কপি।
* ই-টিন সার্টিফিকেট *উপ বৃত্তির আবেদন।
* ভূমি উন্নয়ন করের আবেদন, ও কর প্রদান।
যোগাযোগ 01312714267

17/05/2025
27/11/2024
প্রিয় শিক্ষার্থী, 📢📢এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন ২৬/০৫/২০২৪ ইং তারিখ হতে ...
24/05/2024

প্রিয় শিক্ষার্থী, 📢📢
এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন ২৬/০৫/২০২৪ ইং তারিখ হতে আরম্ভ হবে।।যে সকল শিক্ষার্থী আবেদন করতে ইচ্ছুক তারা ঘরে বসে বিকাশ পেমেন্ট অথবা সরাসরি আমেদের প্রতিষ্ঠান রাকিব কম্পিউটার এন্ড মোবাইল কেয়ারে এসে আবেদন করতে পারবেন।
আবেদন করতে যা যা প্রয়োজন হবে।
#একাদশ_শ্রেণি_ভর্তি_২০২৪_ইং
২৬ মে সকাল থেকেই শুরু হচ্ছে একাদশ শ্রেনি/কলেজ ভর্তির অনলাইন আবেদন, চলবে ১১ জুন ২০২৪ ইং পর্যন্ত।

আবেদন করেতে যা যা লাগবে-
১) এস.এস.সি রোল, রেজিঃ নম্বর।
2) বাবা/মা'র জাতীয় পরিচয়পত্রের নম্বর। (আবশ্যক না)
৩) একটি সচল মোবাইল নম্বর
৪) অনলাইন ফি + আবেদন ফি- ৩০০/-
৫) সর্বনিন্ম ৫টি, সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম।

সঠিক ও নির্ভুল আবেদন করতে সরাসরি চলে আসুন আপনার প্রিয় প্রতিষ্ঠানে।
অথবা দোকানে না এসেও বিকাশ পেমেন্ট করে আবেদন করে নিতে পারবেন।।

ঠিকানাঃ-
RAKIB COMPUTER
রাকিব কম্পিউটার
বাতেন মার্কেট, মসজিদ গেইট সংলগ্ন।।
01312-714267
01742464560

23/05/2024

যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন....

800 : মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান।

801 :বর্তমান ব্যালেন্সের (টাকা) পরিমাণ।

802: বর্তমান তারিখ দেখা।

803
: বর্তমান সময় দেখা।

804 : মিটারের সিরিয়াল নাম্বার।

806 : রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ

807 : মিটারের অবস্থা দেখা।

808 : বর্তমান সংযুক্ত লোড

809 : ট্যারিপের সূচক দেখা।

810 ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ

811 ইমার্জেন্সি ব্যালেন্স সচল (Activate) করতে

812 : সংকেত (Alarm) বন্ধ করা.

813 : কত দিনের বিদ্যুতের ব্যবহার

814 : বর্তমান মাসের বিদ্যুত ব্যবহারের পরিমান

815 : সর্বশেষ রিচার্জের তারিখ

816 : সর্বশেষ রিচার্জের সময়

817 : সর্বশেষ রিচার্জের পরিমাণ

819 : বিদ্যুত বন্ধের সময়

BPDB

সব থেকে সেরা Tv Box টি চলে এসেছে আমাদের কাছে Xiaomi Tv Box S 2nd Gen  😍Xiaomi Tv Box S 2nd Gen দিয়ে যে কোনো TV কে Smart ...
09/11/2023

সব থেকে সেরা Tv Box টি চলে এসেছে আমাদের কাছে Xiaomi Tv Box S 2nd Gen 😍
Xiaomi Tv Box S 2nd Gen দিয়ে যে কোনো TV কে Smart করে ফেলুন 🔥
এখন এটি সম্পূর্ণ Google Tv Interface এর সাথে আসছে 😱
এখন 4k UHD HDR10+ video অনায়াসে দেখবেন আপনার বাসার টিভিতে 😎

02/11/2023

নামজারি আবেদনে প্রয়োজনীয় কাগজ পত্র
মূল আবেদন ফরম্ (এটি বাধ্যতামূলক)
১ কপি পাসপোর্ট সাইজের ছবি (একাধিক ব্যক্তির ক্ষেত্রে প্রত্যেকের জন্যও প্রযোজ্য) (বাধ্যতামূলক)
সর্বশেষ খতিয়ান (যাঁর নিকট হতে জমি ক্রয় করেছেন বা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন তাঁর খতিয়ান) (এটি বাধ্যতামূলক)
২০ টাকা মূল্যের কোর্ট ফি (বাধ্যতামূলক)
ওয়ারিশসূত্রে মালিকানা লাভ করলে অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত মূল ওয়ারিশন সনদ (শুধুমাত্র ওয়ারিশগনদের জন্য বাধ্যতামূলক)।
জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ /পাসপোর্ট/জাতীয়তা সনদ (ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত) (বাধ্যতামূলক)
ক্রয়সূত্রে মালিক হলে দলিলের সার্টিফায়েড/ফটোকপি (ক্রয়সুত্রে মালিক হলে বাধ্যতামূলক)
বায়া/পিট দলিলের ফটোকপি (একাধিকবার উক্ত জমি ক্রয়-বিক্রয় হয়ে থাকলে সর্বশেষ যার নামে খতিয়ান হয়েছে তার পর থেকে সকল দলিলের কপি প্রয়োজন হবে, অর্থাৎ বাধ্যতামূলক)
চলতি বঙ্গাব্দ (বাংলা সনের) ধার্যকৃত ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) বা খাজনার রশিদ (বাধ্যতামূলক)
আদালতের রায়ের ডিক্রির মাধ্যমে জমির মালিকানা লাভ করলে উক্ত রায়ের সার্টিফায়েড/ফটোকপি (বাধ্যতামূলক)
উল্লেখ্য, উপরোক্ত কাগজপত্রের সবগুলিই যে আপনার জন্য প্রয়োজন হবে, তা নাও হতে পারে। কোনভাবে আপনি মালিকানা লাভ করেছেন তার উপর নির্ভর করবে কোন্ কোন্ সংযুক্তি আপনার প্রয়োজন হবে।

প্রিয় শিক্ষার্থী, 📢📢এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন ১০/০৮/২০২৩ ইং তারিখ হতে ...
09/08/2023

প্রিয় শিক্ষার্থী, 📢📢
এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন ১০/০৮/২০২৩ ইং তারিখ হতে আরম্ভ হবে।।যে সকল শিক্ষার্থী আবেদন করতে ইচ্ছুক তারা ঘরে বসে বিকাশ পেমেন্ট অথবা সরাসরি আমেদের প্রতিষ্ঠান রাকিব কম্পিউটার এন্ড মোবাইল কেয়ারে এসে আবেদন করতে পারবেন।
আবেদন করতে যা যা প্রয়োজন হবে।
#একাদশ_শ্রেণি_ভর্তি_২০২৩_ইং
১০ আগস্ট সকাল থেকেই শুরু হচ্ছে একাদশ শ্রেনি/কলেজ ভর্তির অনলাইন আবেদন, চলবে ২০ আগস্ট ২০২৩ ইং পর্যন্ত।

আবেদন করেতে যা যা লাগবে-
১) এস.এস.সি রোল, রেজিঃ নম্বর।
2) বাবা/মা'র জাতীয় পরিচয়পত্রের নম্বর। (আবশ্যক না)
৩) একটি সচল মোবাইল নম্বর
৪) অনলাইন ফি + আবেদন ফি- ২৫০/-
৫) সর্বনিন্ম ৫টি, সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম।

সঠিক ও নির্ভুল আবেদন করতে সরাসরি চলে আসুন আপনার প্রিয় প্রতিষ্ঠানে।

ঠিকানাঃ-
RAKIB COMPUTER
রাকিব কম্পিউটার
বাতেন মার্কেট, মসজিদ গেইট সংলগ্ন।।
01312-714267
01742464560

ডিগ্রি ১ম বর্ষ আবেদন চলমান।।আবেদন করতে চাইলে ইনবোক্স করুন।।মোবাইল: 01312-714267
02/08/2023

ডিগ্রি ১ম বর্ষ আবেদন চলমান।।
আবেদন করতে চাইলে ইনবোক্স করুন।।
মোবাইল: 01312-714267

Address

Sandwip

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Computer & Mobile Cear posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib Computer & Mobile Cear:

Share