সন্দ্বীপের কন্ঠস্বর

সন্দ্বীপের কন্ঠস্বর 'সন্দ্বীপের কন্ঠস্বর ' মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, সন্দ্বীপের মানুষের অধিকার আদায়ের কথা বলে।

📌আগামীকাল রবিবার   ১০ আগস্ট  ২৫ফেরী কপোতাক্ষ চলাচলের সময়সূচি:⛴️১ম ট্রিপঃ বাঁশবাড়িয়া থেকে সকাল  ১০:০০টা২য় ট্রিপ   গুপ্তছ...
09/08/2025

📌আগামীকাল রবিবার ১০ আগস্ট ২৫
ফেরী কপোতাক্ষ চলাচলের সময়সূচি:
⛴️১ম ট্রিপঃ বাঁশবাড়িয়া থেকে সকাল ১০:০০টা
২য় ট্রিপ গুপ্তছড়া থেকে বিকাল ৩:৩০ এ

(অতিরিক্ত জোয়ার-ভাটা ও আবহাওয়া প্রতিকূলতার জন্য উপরের সময়ের পরিবর্তন এবং ফেরির ট্রিপ বাতিল হতে পারে)

#সন্দ্বীপ
#ফেরী_আপডেট
#চট্টগ্রাম
#সন্দ্বীপের_কন্ঠস্বর

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়রিং স্টুডেন্ট'স ফোরাম এর ১ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত হয় যুগ পূর্তি অনুষ্ঠান..!
09/08/2025

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়রিং স্টুডেন্ট'স ফোরাম এর ১ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত হয় যুগ পূর্তি অনুষ্ঠান..!

08/08/2025
সন্দ্বীপের দরিদ্র জেলে সম্প্রদায়ের সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসনকে স্মারক লিপি প্রদান।সন্দ্বীপের ফেরী ও স্পীডবোট চ...
07/08/2025

সন্দ্বীপের দরিদ্র জেলে সম্প্রদায়ের সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসনকে স্মারক লিপি প্রদান।
সন্দ্বীপের ফেরী ও স্পীডবোট চলাচল পথে জেলেদের জাল বসানো যাত্রীদের জন্য অনিরাপদ, এজন্য জালগুলো অপসারণের যেমন বিকল্প নেই,তেমনি
বিকল্প নিরাপদ এলাকা চিহ্নিত করে সেটা জেলেদের জন্য উন্মুক্ত করে দেয়ার ও বিকল্প নেই। এটা শুধু দুই হাজার মানুষের জীবন- জীবিকার বিষয়ই নয়, সন্দ্বীপের জনসাধারণের লম্বা সময়ের খাদ্য সরাবরাহের বিষয়ও।

জেলে সম্প্রদায়ের সাধারণ সমস্যা গুলো কেউ শুনতে চায়না। উপজেলা প্রশাসন,গণশুনানির মাধ্যমে তাদের প্রতিনিধিদের ডেকে সমস্যা গুলো শুনতে পারে।

এহসানুল মাহবুব জোবায়ের
কেন্দ্রীয় সদস্য
জাতীয় নাগরিক পার্টি।

সেভ দ্যা সোসাইটি'র কার্যকরি পরিষদ (২০২৫-২০২৬ ইং) পূর্ণাঙ্গ কমিটি গঠন"চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা মুছাপুর ০৯ নং ওয়ার্...
06/08/2025

সেভ দ্যা সোসাইটি'র কার্যকরি পরিষদ (২০২৫-২০২৬ ইং) পূর্ণাঙ্গ কমিটি গঠন"

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা মুছাপুর ০৯ নং ওয়ার্ডস্থ ৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে ৭ সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সেভ দ্যা সোসাইটি সংগঠনের প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নিজেদের এলাকার আলম খুশি সড়কের দুপাশে আগাছা পরিষ্কার, বায়তুল মামুর জামে মসজিদের চারপাশের জঙ্গল ও মসজিদের কবরস্থান পরিষ্কারের কাজ সহ যুবকদের খেলাধুলার মধ্যদিয়ে নেতৃত্বের গুণাবলি অর্জন ও মাদকাসক্ত থেকে বিরত রাখার উদ্দেশ্যে ঘরোয়া ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ইত্যাদি টুর্ণামেন্টের আয়োজন এবং সন্দ্বীপের বিভিন্ন জায়গায় টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন। এছাড়াও সংগঠনটি সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে সক্রিয় থাকেন।
গত ২৬/০৭/২০২৫ ইং তারিখে সংগঠনটির সদস্যদের ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ ৪ চারটি পদে সভাপতি মোঃ ফরহাদ উদ্দিন, সাধারণ সম্পাদক মাইনুল হাছান মুরাদ, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্যাহ এবং অর্থ সম্পাদক জাহিদুর রহমান নির্বাচিত হন এবং এর পরবর্তীতে উপস্থিত সদস্যদের প্রস্তাব এবং মতামতে সংগঠনির ২৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটিতে যারা রয়েছেন ১। সভাপতি মোঃ ফরহাদ উদ্দিন
২। সহ সভাপতি রকিবুল হাসান রিপাত
৩। সহ সভাপতি মোঃ তৈয়ব হোসাইন
৪। সাধারণ সম্পাদক মাইনুল হাসান মুারাদ
৫। সহ-সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন রকি
৬। সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্যাহ
৭। সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সকিব
৮। অর্থ বিষয়ক সম্পাদক মোঃজাহেদুর রহমান
৯। সহ- অর্থ সম্পাদক আরাফাত হোসেন আরমান
১০। ক্রীড়া সম্পাদক তারেক রহমান
১১। সহ -ক্রীড়া সম্পাদক ইব্রাহিম রাহাদ (ফুটবল) ১২। সহ ক্রীড়া সম্পাদক সাহিদুল ইসলাম (ক্রিকেট)
১৩। তথ্য ও প্রচার সম্পাদক আজিম উদ্দিন ১৪। দপ্তর সম্পাদক মোঃ আশিকুল মাওলা
১৫। শিক্ষা -বিষয়ক সম্পাদক মোঃ মেহেরাজ ১৬। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারদিস শ্রাবণ ১৭। পরিবেশ বিষয়ক সম্পাদক পাভেল বাদশা ১৮। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদিপ হোসাইন
১৯। নারী ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস সুরাইয়া বেগম
২০। আন্তর্জাতিক ও প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান শান্ত
২১। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক জাহিদ ২২। ধর্ম বিষয়ক সম্পাদক মাও:মোঃআবুল হাসেম
২৩। কার্যনির্বাহী সদস্য মোঃ মহিউদ্দিন
২৪। কার্যনির্বাহী সদস্য মোঃ ইয়াছিন
২৫। কার্যনির্বাহী সদস্য মোঃ নুরুল আমিন

উক্ত কমিটি এক বছরের জন্যে আহবায়ক কমিটি কর্তৃক অনুমোদন দেয়া হয় এবং সেই সাথে পুর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

উক্ত কমিটিবর্গ 'সেভ দ্যা সোসাইটির ' পরিচালনার দ্বায়িত্ব পেয়ে আন্তরিকতা ও ভালোবাসা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের সেবা করার মাধ্যমে সংগঠনটিকে এগিয়ে নেয়ার অঙ্গিকারবদ্ধ হোন।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মোঃ ফরহাদ উদ্দিন বলেন, পারিবারিক ও কর্ম ব্যস্ততার পাশাপাশি মানুষ চাইলে সংগবদ্ধ হয়ে দেশ ও সমাজের সেবা করতে পারে এবং সেভ দ্যা সোসাইটি তার উদাহরণ। আমাকে সেভ দ্যা সোসাইটির সভাপতির দায়িত্ব দেয়ায় আমি আমাদের সংগঠনের সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
আমি আমার মেধা, দক্ষতা ও সুশৃঙ্খল পরিচালনার মাধ্যমে সংগঠনটি এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ! এতে সংগঠনের কার্যকরী কমিটি সকল সদস্যাদের শারিরীক এবং মানসিক সাপোর্ট আশা করছি।

এছাড়াও সংগঠনের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যগন ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন।

সন্দ্বীপ থানার পক্ষ থেকে জুলাই গনঅভ্যুত্থানে সন্দ্বীপের শহীদ সাইমুনের প্রতি শ্রদ্ধা নিবেদন।  #সন্দ্বীপের_কন্ঠস্বর    #সন...
06/08/2025

সন্দ্বীপ থানার পক্ষ থেকে জুলাই গনঅভ্যুত্থানে সন্দ্বীপের শহীদ সাইমুনের প্রতি শ্রদ্ধা নিবেদন।

#সন্দ্বীপের_কন্ঠস্বর #সন্দ্বীপ

তেগবাজ ব্রীজে হালকা যান চলাচল শুরু, ভারী যানবাহনের ওপর নিষেধাজ্ঞা বহাল।• তানজিবুল হাকিম | বিশেষ প্রতিনিধি সন্দ্বীপ পৌরসভ...
05/08/2025

তেগবাজ ব্রীজে হালকা যান চলাচল শুরু, ভারী যানবাহনের ওপর নিষেধাজ্ঞা বহাল।

• তানজিবুল হাকিম | বিশেষ প্রতিনিধি

সন্দ্বীপ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তেগবাজ ব্রীজটি গতকাল হঠাৎ ভেঙে পড়ে। তাৎক্ষণিকভাবে পৌরসভা প্রশাসন জরুরি ভিত্তিতে ব্রিজটি আংশিকভাবে মেরামত করে হালকা যানবাহন—বিশেষ করে সাইকেল ও মোটরসাইকেল চলাচলের উপযোগী করে তোলে।

তবে, জননিরাপত্তার স্বার্থে এখনো ব্রিজটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। পৌরসভা মার্কেট থেকে হরিশপুর টাউন ও বাতেন মার্কেটমুখী রুটে ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, মিনি-পিকআপসহ বড় ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, নির্দেশনা মেনে চলুন এবং বিকল্প রুট ব্যবহার করুন।

05/08/2025

খালেদা-জিয়া স্লোগান দিয়ে যোগ দিচ্ছেন আজকের সন্দ্বীপ উপজেলা বিএনপির জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি বিজয় র‍্যালি ও সমাবেশে।

#সন্দ্বীপের_কন্ঠস্বর #সন্দ্বীপ #বিএনপি

05/08/2025

LIVE : জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সন্দ্বীপ উপজেলা বিএনপির বিজয় মিছিল

05/08/2025

আলা উদ্দিন শিকদারের নেতৃত্বে "দাঁড়িপাল্লা" স্লোগানে উত্তাল সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে।

#সন্দ্বীপের_কন্ঠস্বর #সন্দ্বীপ #জামায়াত #ইসলামী

05/08/2025

LIVE :সন্দ্বীপ জামায়াতে ইসলামীর গণমিছিল

Address

Sandwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপের কন্ঠস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share