30/10/2025
সন্দ্বীপ পৌরসভা ২ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ মারুফ আহমেদের উদ্যোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন এর পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে স্থানীয় একটি স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার অসহায় ও নিম্নআয়ের শতাধিক পরিবারকে চাউল প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, মানবিক এই সহায়তা কর্মসূচি হতদরিদ্র মানুষের মুখে স্বস্তি ফিরিয়ে এনেছে। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় যুবদল নেতা মোঃ মারুফ আহমেদ বলেন, “আমরা সব সময় জনগণের পাশে আছি, সুখে–দুঃখে তাদের সহযোগিতা করাই আমাদের দায়িত্ব।”