Ayna-আয়না

Ayna-আয়না জীবন থেকে বেশি কিছু আশা রাইখেন না,কপালে না থাকলে নিরাশ হলে সইতে পারবেন না।🌸

এমন জামাই কই পাওয়া যায় 😒🥹
21/09/2025

এমন জামাই কই পাওয়া যায় 😒🥹

আমার পছন্দের জিনিস গুলো! 😋
29/08/2025

আমার পছন্দের জিনিস গুলো! 😋

আমার রিজিক আল্লাহ কোথায় রাখলো🙂
01/08/2025

আমার রিজিক আল্লাহ কোথায় রাখলো🙂

01/08/2025

পৃথিবীতে সবচাইতে ভালো আমি তোমাকেই বাসলাম৷ অথচ দেখো, সেই তুমিই কিনা আমাকে বুঝলে না! সবচাইতে ভরসা আমি তোমায় করেছি, এখন এত হতাশা, একাকিত্বের দায়ভার তুমি নিলে না!

তুমি কখনো দেখেছো, যত্ন ছাড়া মানুষ থাকে? কখনো দেখেছো, কথা বলা ছাড়া সম্পর্ক ভালো থাকে? আমি তো তোমার দিনরাত ২৪ ঘন্টার ভাগিদার হতে চাইনি। ২৩ ঘন্টা তোমারই থাকুক, শুধু চেয়েছি বাকি ১ ঘন্টা তুমি আমার জন্যই বরাদ্দ রাখো৷ ঐ ১ ঘন্টা শুধু আমার। তোমার ভাণ্ডারে সেটুকুও কমতি পড়ে গেল!

আমি তোমার কাছে এই সময়, যত্ন, আর আদর ছাড়া আর কি চেয়েছি? যতবার অভিমানে দূরে সরে যাওয়া, নিজেকে তীলে তীলে কষ্ট দেয়া, সব তোমার অবহেলার কারণে! পৃথিবীতে সবচাইতে বড় যন্ত্রণার ব্যাপার বোধহয় কাউকে তীব্র ভাবে ভালোবেসে তার কাছ থেকে দূরে সরে যাওয়া, তার সাথে কথা না বলা, তাকে দুচোখ দিয়ে দেখতে না পারাটা!

আমার ভীষণ কষ্ট হয়, নিজেকে বড্ড একা লাগে। তোমার না থাকা জুড়ে মাইগ্রেন, একাকিত্ব, জ্বর, কোনোকিছু ভালো না লাগা অনুভূতি বিরাজ করে! আমি জানি, তোমার সময় নেই। মানুষ যাকে ভালোবাসে, এবং সত্যি ভালোবাসে, তার জন্য শত ব্যস্ততার মাঝেই সময় বের করে নেয়।

যতবার দূরে সরে যাওয়া, চোখের আড়াল হওয়া, কথা না বলা, দেখা না হওয়া –তোমার তাতে অনুশোচনা নেই, শোক নেই। সময় তোমার, মনও তোমার। তাই সেখানে আমার কোনো অংশীদারিত্ব নেই! আমার সবকিছু তোমার হলেও, তোমার সবকিছুই শুধু তোমার। সেখানে আমার কোনো আধিপত্য নেই, কোনো অধিকার নেই!

তোমায় ভালোবাসার বিনিময়ে যে যন্ত্রণা আমায় দিলে, এত যন্ত্রণা আমার শ ত্রু ও তার ঘৃণায় কখনো দেয়নি!

ভালো মেয়েরাই কেন সবসময় বেশি ক'ষ্ট পায়?প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত!একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই পে...
01/08/2025

ভালো মেয়েরাই কেন সবসময় বেশি ক'ষ্ট পায়?
প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত!

একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই পেরেছি। বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে। কীরকম চাহিদা? মাছ ছাড়াও দিব্যি ভাত খেতে পারে। অর্থাৎ ওর মাছের প্রয়োজন নেই। ও তো চায়নি, তার মানে এটাই স্বাভাবিক। ওর সাজের জিনিসের প্রয়োজন নেই। কোনও দিন মুখ ফুটে বলে না তো, তাহলে ওর লাগে না।

কখনও কোনও অসুখে ও মাগো বাবাগো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে বা সত্যিই সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয়। ওই যে চাহিদা কম!
যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয়নি।

এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্খিত জিনিসের চাহিদাই দাম পায় না। কারণ তারা চায় না দামি লিপস্টিক, সখের ফোন, প্রিয় চকলেট, দু দিনের উইকেন্ড, ব্র্যান্ডেড ফেসিয়াল, দামি হেয়ার কাট। এর জন্য কী হয় যখন সত্যিই কিছুর ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না। কারণ মেয়েটার তো কোনও ডিম্যান্ডই নেই।

এইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেনি। এর ফলে এরা সকলের কাছেই মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে। এদের সখের জামা লাগে না, প্রয়োজনের জুতো লাগে না, অসুস্থতা হলে কেয়ার লাগে না, এমনকী যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না সহ্য করতে পারি।

যে মেয়েদের ডিম্যান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গী ভাবে ও তো এমনিতেই থাকবে। আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে, এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দূর কি বাত এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ। কারণ এরা ক'ষ্ট হজম করতে পারে।

অন্যদিকে বাড়ির লালুনি পুষুনি মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নে তা জুটে যায়। মাসের শেষে পার্লার খরচা কসমেটিক্স খরচা, জামা কাপড়ের খরচা বেশ মিলে যায়। এদের সখ মেটাতে আপত্তি হয় না কারও ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে। কারণ তাঁরা নিজেদের দাম বোঝাতে পেরেছে....

🙂
01/08/2025

🙂

30/07/2025

"নারীর হাসি-কান্নার চাবিকাঠি একজন পুরুষের হাতেই থাকে…"❤️

একটা মেয়ের ভালো থাকা কিংবা ভেঙে পড়া—এটা অনেক সময়ই নির্ভর করে তার ভালোবাসার পুরুষটির আচরণের ওপর।🥰
একজন মেয়ে যখন কাউকে মন থেকে ভালোবাসে, তখন সে আর কিছু লুকিয়ে রাখে না। নিজের বুকের মধ্যে জমে থাকা স্বপ্ন, ভয়, বিশ্বাস, মায়া—সব কিছু উজাড় করে দিয়ে দেয় সেই একজন পুরুষের হাতে। এবং ঠিক তখনই, তার সুখ-দুঃখের চাবিকাঠি সেই পুরুষটির হাতে তুলে দেয় সে।

একজন পুরুষ চাইলে তার ভালোবাসার মেয়েটিকে একেবারে রানি করে রাখতে পারে।
ভালোবাসা, যত্ন, শ্রদ্ধা, সময়—এই ছোট ছোট বিষয়গুলো দিয়েই সে গড়ে তুলতে পারে এক পরিপূর্ণ নারীর মন।
কখনও কেবল একটি খোঁজ নেওয়া—“তুমি কেমন আছো?”—এই ছোট্ট কথাটিও মেয়েটির পুরো দিনের মেঘ কেটে রোদের ছোঁয়া এনে দিতে পারে।😘
একটু আন্তরিকতা, একটুখানি সময়—এইগুলোই মেয়েটির মুখে সেই প্রাণখোলা হাসিটা ফিরিয়ে আনতে যথেষ্ট।

কিন্তু একইভাবে, সেই পুরুষ যদি উদাসীন হয়ে যায়, বারবার কথা না রাখে, কথা বলার সময় চোখ সরিয়ে নেয়, অথবা ছোট ছোট আবদারগুলো অবহেলা করে চলে—তবে সেই মেয়েটির হৃদয়ে এক নিঃশব্দ ভাঙন শুরু হয়।
বাইরে থেকে মেয়েটি যতই শক্ত মনে হোক, তার ভেতরটা কিন্তু থাকে খুবই নরম।🥰

সে জীবনের হাজারো চাপ, সামাজিক জটিলতা, পারিবারিক দায়িত্ব—সব সহ্য করে নিতে পারে। কিন্তু যে ছেলেটাকে সে চোখ বুঁজে বিশ্বাস করেছে, ভালোবেসেছে—তার অবহেলা সে সহ্য করতে পারে না।
একটি ভুল শব্দ, একটি বিরক্ত ভঙ্গি, একটি মনোযোগহীনতা—এসবেই গুঁড়িয়ে যেতে পারে তার ভেতরের পুরো একটা জগৎ।🫠

অথচ, যদি সেই ছেলেটিই বুঝে, পাশে থাকে, সময় দেয়, শ্রদ্ধা করে—তবে মেয়েটির ভেতর থেকে যেন আলো ঝলমলে একটা পৃথিবী বেরিয়ে আসে। সে হয়ে ওঠে সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে হাসিখুশি, সবচেয়ে সুন্দর একজন মানুষ।

একজন পুরুষের আচরণই তখন ঠিক করে দেয়, সেই মেয়েটির প্রতিদিন কেমন যাবে—হবে কি তা একটা রঙিন সকাল, না কি বিষাদে ঢাকা বিকেল।

তাই বলা হয়, একজন পুরুষ চাইলে তার প্রেমিকাকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী বানাতে পারে। আবার বুঝতে না পেরে, অবহেলা করে, তাকে চুপচাপ নিঃশেষ করে দিতেও পারে।🥰

একটি মেয়ের কান্না বা হাসির পেছনে অনেক সময় থাকে একজন পুরুষের স্পর্শ—যেটা হতে পারে ভালোবাসায় ভরা এক আশ্রয়, অথবা অবহেলার এক চুপচাপ ধ্বংস।
পুরুষের হাতে দেওয়া সেই বিশ্বাস, সেই ভালোবাসা—তা যদি যত্ন পায়, তবে মেয়েটি প্রস্ফুটিত হয় এক পরিপূর্ণ নারীতে।

20/07/2025

প্রতিটা মুহূর্তে মেজাজ হারাচ্ছি,হুট করে কোথা থেকে যেন রাগ এসে ভর করে,আবার একটু পরেই বিষন্নতা চেপে ধরে, খুব কান্না পায়,এই যে মিনিটে মিনিটে অনুভূতি পাল্টাচ্ছে, এটা নিয়ে আমি নিজেও খুব ক্লান্ত,সবকিছু থেকে ধীরে ধীরে আগ্রহ হারাচ্ছি।

ভালোবাসতে শিখুন, নারী সর্বোচ্চ ছাড় দিতে শিখবে।♡︎
19/07/2025

ভালোবাসতে শিখুন, নারী সর্বোচ্চ ছাড় দিতে শিখবে।♡︎

মেয়েদের মা লাগে। পদে পদে লাগে। এক্কেবারে জন্মের পরের সময়ের মত, কোলে লেপ্টে থাকা সময়ের মত, হাঁটার আগের সময়ের মত। আবার মাক...
13/07/2025

মেয়েদের মা লাগে। পদে পদে লাগে। এক্কেবারে জন্মের পরের সময়ের মত, কোলে লেপ্টে থাকা সময়ের মত, হাঁটার আগের সময়ের মত। আবার মাকে লাগে।
খুব খুব করে লাগে। মনটা কেবল 'মা মা' করে।
প্রেগনেন্সিতে মা লাগে। পছন্দের খাবার রান্নার জন্য মা লাগে। শরীর খারাপ লাগলে মা লাগে।
তুলে তুলে খাওয়ানোর জন্য মা লাগে। মন খুলে কথা বলার জন্য মা লাগে। ভরসার জন্য মা লাগে। দুঃখ বুঝার জন্য মা লাগে!
🥀

Address

Sandwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayna-আয়না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share