30/04/2025
একটা বিরতি প্রয়োজন। লম্বা সময়ের জন্য সবকিছু ছেড়ে আসা প্রয়োজন। নিজের সাথে নিজের বোঝাপড়ার প্রয়োজন। মন আর মস্তিষ্কের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্যে হলেও লম্বা বিরতির প্রয়োজন।
কে কি বললো আর কি বলবে সে সব চিন্তা বাদ দেওয়া উচিত। মানুষকে খুশি করার চিন্তা বাদ দিয়ে নিজের কথা ভাবা দরকার। কারণ সবাইকে খুশি করতে গিয়ে দেখেছি;-আমাকে খুশি করার জন্যে কেউ আগ্রহী ছিল না। সকল দায়িত্ব, পিছুটান, আকাঙ্খা আর যাবতীয় কষ্টগুলো থেকে বেরিয়ে আসা প্রয়োজন। নিজেকে একটু সময় দেওয়া বড্ড বেশি জরুরি হয়ে উঠেছে.!
আমার খুব লম্বা বিরতির প্রয়োজন.!