29/10/2025
আলহামদুলিল্লাহ।। 🤲
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।। 🤲🤲
শুভ জন্মদিBRN Coffee Cornerer।। ❤️❤️গত পাঁচ বছর আগে আজকের মতোই এমন একটা সুন্দর দিনে পথ চলা শুরু হয়েছিলো।। 💙💙আজকে পাঁচ বছর পূর্ণ হয়ে গেলো।।💕💕এই ৫ বছরে অনেক কিছু শিখেছি। 🥰🥰অনেক রকম মানুষের সাথে পরিচিত হতে পেরেছি।😍😍কেক বানিয়ে অনেক সুনাম ও অর্জন করতে পেরেছি। 🙏🙏আলহামদুলিল্লাহ। 🌸🌸বিগত ৫ বছরে বেশ কয়েক হাজার কেক বানিয়েছি। 🥰🥰কিন্তু এখনও মনে হয় অনেক কিছু শেখার বাকি আছে। প্রতি নিয়ত এখনো শিখছি ,শেখার চেষ্টা করছি।🤲🤲ছোট ছোট বাচ্চারা যখন আমাকে দেখে বলে যে ,ঐ যে আমাদের কেক আন্টি ,তখন কি যে ভালো লাগে তা ভাষায় প্রকাশ করা যাবে না। 💕💕তবে সব সময় মনে করি সবার এই ভালোবাসাই হচ্ছে আমাদের সফলতা।🙏🙏আমি ও আমার হাজব্যান্ড আমরা দুজনে একসাথে এই পথ চলা শুরু করেছি। 💜💜আপনাদের দোয়া ও ভালেবাসায় আরো অনেক দিন আপনাদের মাঝে এভাবেই পাশে থাকতে চাই। 🙏🙏সবাই আমাদের পাশে থাকবেন আর এভাবেই সাপোর্ট করবেন প্লিজ। 🌸🌸এটা শুধু একটা ক্যাফে নয়।এটা আমাদের স্বপ্ন।।
বি:দ্র: নিচে অনেক গুলো কেকের ছবি একসাথে দিয়ে দিলাম।কার কোনটা ছিলো কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ। এত ছবি তো একসাথে দেওয়া সম্ভব না ,তাই সামান্য কিছু দিয়েছি।