19/05/2025
সান্তাহার সমিতির-ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানপ্রিয় সান্তাহারবাসী এবং ঢাকাস্থ সান্তাহারবাসী আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সান্তাহার সমিতি-ঢাকা, প্রথমবারের ন্যায় এবার ঈদের তৃতীয় দিন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সান্তাহার ডাক বাংলতে আয়োজন করার পরিকল্পনা করেছে। সান্তাহারের যে সকল মানুষ ঢাকাতে বসবাস করেন তারা অংশগ্রহণ করতে পারবেন, সেই সাথে সান্তাহার বাসীরাও অংশগ্রহণ করতে পারবেন। সকলের জন্য চাঁদা ধার্য করা হয়েছে জনপ্রতি ৩০০.০০ টাকা (তিনশত টাকা মাত্র)। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যারা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহন করতে ইচ্ছুক এসএসসি ৮৮,৮৯,৯০,৯১ ব্যাচরা সাইফুল ইসলাম খোকন-০১৭১১ ২৪৪৮৪২, এসএসসি ৯২,৯৩,৯৪ ব্যাচরা লুৎফর রহমান বাবলু-০১৭১২৮৮৭৪১৩, এসএসসি ৯৫,৯৬ ব্যাচের জিয়াউর রহমান জিয়া- ০১৮১৭০৪৬১৮৮, এসএসসি ৯৭,৯৮,৯৯ ব্যাচের এসএম রায়হানুল ইসলাম- ০১৭১৭৭০৪৫৬০, এসএসসি-২০০০, ২০০১,২০০২,২০০৩,২০০৪ ব্যাচের রওশনোজ্জামান জামান ০১৭১৭৬৭৬৮৬৭, এসএসসি ২০০৫, ২০০৬, ২০০৭ সহ অন্যান্য আসাদুজামান নূর পাভেল-০১৭৬৮১৪৩২০৩, এসএসসি ব্যাচের ২০০৯.২০১০ সহঅন্যান্য এবং এসএসসি ২০১১, ২০১২ এবং ২০১৩ সহ অন্যান্য বাচের সাথে রাকিবুল হাসান রাকিব ( ০১৩০৩৬৬৭৪৪৩) এবং সমিতিরি উপদেষ্টা সদস্য,সভাপতি/ সাধারন সম্পাদক অন্যান্য সকল ব্যাচসহ ঢাকা এবং সান্তাহারের ব্যক্তির সাথে যোগাযোগ করবেন। সান্তাহারের কোন ব্যক্তি যদি ভলেন্টারী করতে চান আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আশা করি সকলের সহযোগিতায় একটা ভালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমরা বিশ্বাস করি অতীতের মতো সকলের সহযোগিতা অব্যাহত থাকবে।ধন্যবাদান্তে সভাপতি/সাধারন সম্পাদক সান্তাহার সমিতি-ঢাকা