আমাদের সান্তাহার /Amader Santahar

আমাদের সান্তাহার /Amader Santahar আমাদের সান্তাহার—ইতিহাস, ঐতিহ্য ও মানুষের গল্প তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। রেলশহর সান্তাহারের অতীত ও বর্তমানের সংযোগ স্থাপনই আমাদের উদ্দেশ্য।

বগুড়ার সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেন, ছনি বানু ও মমিনুল ইসলাম নামে তিনজন মাদক কারকারীকে গ...
15/09/2025

বগুড়ার সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেন, ছনি বানু ও মমিনুল ইসলাম নামে তিনজন মাদক কারকারীকে গ্রেপ্তার করেছে নওগাঁর ডিবি পুলিশের একটি দল। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বি:দ্র:- শুধু এই নেতা নয়, এ রকম আরও অনেক নেতা সান্তাহারে আছে সাবধান হয়ে যান। এখনও সময় আছে ভালো হয়ে যান...
নিউজঃ

14/09/2025

রঞ্জিত কুমার সাহা আমাদের সবাইকে মুগ্ধ করেছেন অসাধারণ কণ্ঠের জাদু দিয়ে! বাড়ি মান্দা, নওগাঁ থেকে তিনি শোনালেন হৃদয়স্পর্শী গান “আজ আঠারো বছর পরে পুরনো দিঘির পারে”।মানুষের প্রতিভা কখনো বৃদ্ধ হয় না—এটি সত্যিই প্রমাণ হলো।আমাদের সান্তাহার পেজে শেয়ার করা হলো, সবাই দেখুন এবং মুগ্ধ হোন। #রঞ্জিতকুমারসাহা #বাংলাগান #লোকগীতি #নওগাঁ #মান্দা #সান্তাহার #অসাধারণগান #পুরনোদিঘিরপারে #বাংলারপ্রতিভা #সঙ্গীত

Santahar souvenir  আমাদের সান্তাহার /Amader Santahar    #সংবাদ_সান্তাহার
20/08/2025

Santahar souvenir
আমাদের সান্তাহার /Amader Santahar
#সংবাদ_সান্তাহার

15/08/2025

সান্তাহারের সাইলো রোডের করুণ দৃশ্য।
প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
এলাকার মানুষের দাবি – দ্রুত এই রোড সংস্কার করা হোক।

11/08/2025

এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।
-আইনস্টাইন

10/08/2025

বগুড়া গাবতলীর লাংলুহাটের IELTS এর মাস্টার ওরফে ফায়ারম্যান লাইভে এসে জাদুখেলা দেখাচ্ছে।
কেউ ডিস্টার্ব করো না

08/08/2025

এক সাংবাদিকের হাড্ডিগুডি গুড়াগুড়া করে দেয়ার
২৪ ঘন্টার মধ্যে আরেক সাংবাদিককে শত শত মানুষের সামনে জবাই করে হত্যা। কিসের ইঙ্গিত কার ইঙ্গিত?
ফ‍্যাক্টঃ সাংবাদিক তুহিন

সান্তাহার রেলস্টেশনটি ১৮৭৮ সালে নির্মিত হলেও ১৯০১ সালে পরিপূর্ণ ভাবে জংশন হিসেবে স্বীকৃতি লাভ করে।১৯১০ থেকে ১৯৩০ সালের ম...
07/08/2025

সান্তাহার রেলস্টেশনটি ১৮৭৮ সালে নির্মিত হলেও ১৯০১ সালে পরিপূর্ণ ভাবে জংশন হিসেবে স্বীকৃতি লাভ করে।

১৯১০ থেকে ১৯৩০ সালের মধ্যে প্রথম এই শহরে উন্নয়নে প্রকৃত ছোঁয়া উপলদ্ধি করে।১৯০১ সালে জংশনের মর্যাদা অর্জনের পর পরই বৃটিশদের সিদ্ধান্তে গড়ে ওঠে বিশাল ইয়ার্ড, সিগন্যাল অফিস, ওয়ার্কশপ, আর স্টোর ইত্যাদি ।তবে সবচেয়ে জরুরি ছিল রেলের কাজে নিয়োজিত অসংখ্য কর্মচারীদের আর তাদের পরিবারদের বাসস্থান। তাই শুরু হল অফিসার কোয়ার্টার থেকে শুরু করে গ্রেডভিত্তিক স্টাফ কোয়ার্টার, স্কুল, হাসপাতাল, বাজার—সবকিছু পরিকল্পিতভাবে গড়ে তোলার কাজ।ধীরে ধীরে ছোট্ট শহরে রুপান্তরিত হয়। যেখানে রেলকর্মীদের জন্য তৈরি হয়েছিল নতুন নতুন সুযোগ-সুবিধা,পাশাপাশি সৃষ্টি হয় সাধারণ মানুষের কর্মসংস্থান।

তবে এই শহরটির প্রাণ স্পন্দন করতো তখন এক বিশাল পানির ট্যাংকি থেকে। রেলের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার জন্যই তৈরি হয়েছিল এই উঁচু ট্যাংকটি, যা সান্তাহারের এক বিশেষ চিহ্নে পরিণত হয়েছিল। দূর থেকে দেখা যেত লালচে রঙের ট্যাংকির বিশালাকৃতির দেহ।

প্রায় শত বছর কেটে গিয়েছে, অনেক কিছু বদলে গেছে, কিন্তু সান্তাহারের সেই পানির ট্যাংকি আজও যেন অতীতের স্মৃতি জাগিয়ে তুলে, শোনায় সেই দিনের গল্প, যখন রেলের কলোনী ধীরে ধীরে এক ছোট শহরে পরিণত হচ্ছিল।এটি আমাদের সান্তাহারের ঐতিহ্যের, ইতিহাসের, এবং সংগ্রামের এক অটুট প্রতীক।

আমাদের সান্তাহার

06/08/2025

৫ আগস্টের পরে এভাবেই মানুষ পাল্টে গেছে। পল্টি মারার ১ বছর পূর্ণ হলো আজ 😅😅

Address

সান্তাহার , আদমদিঘী , বগুড়া
Santahar
5891

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের সান্তাহার /Amader Santahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share