আমাদের সান্তাহার /Amader Santahar

আমাদের সান্তাহার /Amader Santahar বর্তমানে এ শহর সান্তাহার নামে পরিচিত হলেও এর পূর্ব নাম সুলতানপুর।

30/06/2025

অভিনন্দন ও গর্বের এক নতুন অধ্যায়! 🇧🇩⚽
পাহাড়ের সীমা পেরিয়ে, উন্নত রাষ্ট্রে থেকেও দেশের টানে ফিরে এসেছেন এক ফুটবলপ্রেমী তরুণ — বীতশোক চাকমা।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে নাম লিখিয়েছেন ‘ক্যাভান সুলিভান লাইট’ নামধারী এই উদীয়মান ফরোয়ার্ড। শুধুমাত্র চাকমা সম্প্রদায়ের নয়, বরং সমগ্র আদিবাসী সমাজের জন্য এটি এক অনন্য গৌরবের মুহূর্ত।

বঙ্গবন্ধু সেতুর পাশেই যমুনা রেল সেতু চালু হওয়ায় মূল সেতু থেকে রেল লাইন তুলে ফেলা হলো।
28/06/2025

বঙ্গবন্ধু সেতুর পাশেই যমুনা রেল সেতু চালু হওয়ায় মূল সেতু থেকে রেল লাইন তুলে ফেলা হলো।

🎉 Facebook recognised me as a top rising creator this week!
25/06/2025

🎉 Facebook recognised me as a top rising creator this week!

17/06/2025

#বগুড়া

16/06/2025

আমাদের সান্তাহার /Amader Santahar

15/06/2025

গরিলা এখন সান্তাহার

একটি হারানো বিজ্ঞপ্তি একজন মানসিকভাবে অসুস্থ নারী নিখোঁজ হয়েছেন। আপনার সামান্য সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা হতে প...
20/05/2025

একটি হারানো বিজ্ঞপ্তি
একজন মানসিকভাবে অসুস্থ নারী নিখোঁজ হয়েছেন। আপনার সামান্য সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা হতে পারে।

নাম: শামীমা খানম (শিমু)
পরিচয়: মানসিক রোগী
গ্রাম: হলুদঘার, ৬ নং ওয়ার্ড, সন্তাহার, আদমদীঘি, বগুড়া

হারানোর তারিখ ও সময়:
গত ১৬ মে ২০২৫, আনুমানিক ভোর ৩টা ৩০ মিনিটে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

বয়স: ৩৪ বছর
গায়ের রং: শ্যামা
চুলের ধরন: ছোট ছোট করে কাটা (Boy cut)
পোশাক: থ্রি-পিস পরনে ছিল, হিজাব পরা ছিল না

যদি কেউ তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য থাকে, তাহলে অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করুন:

যোগাযোগ:
[যোগাযোগ : বড় ভাই নুরুজ্জামান রনি মোবাইল : ০১৭৭৬১৭৪২৮৮, ০১৯৮৬০৭৩১৫৩]

দয়া করে পোস্টটি শেয়ার করুন, যাতে করে তিনি দ্রুত তার পরিবারের কাছে ফিরে আসতে পারেন।

#সান্তাহার

19/05/2025

সান্তাহার সমিতির-ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানপ্রিয় সান্তাহারবাসী এবং ঢাকাস্থ সান্তাহারবাসী আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সান্তাহার সমিতি-ঢাকা, প্রথমবারের ন্যায় এবার ঈদের তৃতীয় দিন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সান্তাহার ডাক বাংলতে আয়োজন করার পরিকল্পনা করেছে। সান্তাহারের যে সকল মানুষ ঢাকাতে বসবাস করেন তারা অংশগ্রহণ করতে পারবেন, সেই সাথে সান্তাহার বাসীরাও অংশগ্রহণ করতে পারবেন। সকলের জন্য চাঁদা ধার্য করা হয়েছে জনপ্রতি ৩০০.০০ টাকা (তিনশত টাকা মাত্র)। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যারা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহন করতে ইচ্ছুক এসএসসি ৮৮,৮৯,৯০,৯১ ব্যাচরা সাইফুল ইসলাম খোকন-০১৭১১ ২৪৪৮৪২, এসএসসি ৯২,৯৩,৯৪ ব্যাচরা লুৎফর রহমান বাবলু-০১৭১২৮৮৭৪১৩, এসএসসি ৯৫,৯৬ ব্যাচের জিয়াউর রহমান জিয়া- ০১৮১৭০৪৬১৮৮, এসএসসি ৯৭,৯৮,৯৯ ব্যাচের এসএম রায়হানুল ইসলাম- ০১৭১৭৭০৪৫৬০, এসএসসি-২০০০, ২০০১,২০০২,২০০৩,২০০৪ ব্যাচের রওশনোজ্জামান জামান ০১৭১৭৬৭৬৮৬৭, এসএসসি ২০০৫, ২০০৬, ২০০৭ সহ অন্যান্য আসাদুজামান নূর পাভেল-০১৭৬৮১৪৩২০৩, এসএসসি ব্যাচের ২০০৯.২০১০ সহঅন্যান্য এবং এসএসসি ২০১১, ২০১২ এবং ২০১৩ সহ অন্যান্য বাচের সাথে রাকিবুল হাসান রাকিব ( ০১৩০৩৬৬৭৪৪৩) এবং সমিতিরি উপদেষ্টা সদস্য,সভাপতি/ সাধারন সম্পাদক অন্যান্য সকল ব্যাচসহ ঢাকা এবং সান্তাহারের ব্যক্তির সাথে যোগাযোগ করবেন। সান্তাহারের কোন ব্যক্তি যদি ভলেন্টারী করতে চান আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আশা করি সকলের সহযোগিতায় একটা ভালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমরা বিশ্বাস করি অতীতের মতো সকলের সহযোগিতা অব্যাহত থাকবে।ধন্যবাদান্তে সভাপতি/সাধারন সম্পাদক সান্তাহার সমিতি-ঢাকা

Shout out to my newest followers! Excited to have you onboard!Shemul Molla, Rasel Masheter, Md Shakil Hossan, Krisha Bar...
15/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Shemul Molla, Rasel Masheter, Md Shakil Hossan, Krisha Barman, Partho Mondal, Farin Safa, Mohammad Balal Uddin, MD Bajlu Bajlu, Md Arju, Erina Erina, Asma Islam

শুভ সকাল সান্তাহার জংশন
15/05/2025

শুভ সকাল
সান্তাহার জংশন

এ যেন কেয়ামতে আলামত,ধর্ষণ নয় সমকামিতায় বাঁধা দেওয়ায় বাবাকে নৃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা.......পিতার উপর অভিযোগ তুলে...
10/05/2025

এ যেন কেয়ামতে আলামত,
ধর্ষণ নয় সমকামিতায় বাঁধা দেওয়ায় বাবাকে নৃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা.......

পিতার উপর অভিযোগ তুলে যে মেয়েটা পিতাকে খু"ন করেছে, সেটার কারণ সম্পূর্ণ ভিত্তিহীন।
মেয়েটার নাম জান্নাত জাহান শিফা। তার পিতা আব্দুস সাত্তার। তারা আরো দু'টি মেয়েসহ সাবলেট বসবাস করতেন।
আব্দুস সাত্তার ডাইনিং রুমে, তার মেয়ে এক রুমে এবং অপর দু'টি মেয়ে আরেকটি রুমে ভাড়া নিয়ে বসবাস করতেন। কিন্তু, জান্নাত আর অপর দু'টি মেয়ে নিজেদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে।
বিষয়টি টের পেয়ে আব্দুস সাত্তার মেয়েকে সতর্ক করেন।
তাদের কাজে ক্রমাগত বাঁধা দিতে থাকেন। এক পর্যায়ে ক্রুদ্ধ হয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকে জান্নাত তার পিতাকে নৃ"শংসভাবে হ"ত্যা করে ভিডিও করে এবং পিতার উপর বিভিন্ন অপবাদ দেয়।
তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘা"তক জান্নাত স্বীকার করে যে, বুধবার রাতে ভাতের সাথে ২০টি ঘুমের ঔষধ মিশিয়ে পিতা আব্দুস সাত্তারকে সে ভাত খাওয়ায়। এরপর ভোর ৪টার দিকে ধারালো অ"স্ত্র দিয়ে কুপিয়ে হ"ত্যা করে।
এটাই হলো প্রকৃত ঘটনা। বিভিন্ন মা"দকাসক্তে ও স"মকা"মি"তায় জড়িত জান্নাত তার রাস্তা থেকে পিতাকে সরাতে এরূপ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। এবং আইনের হাত থেকে বাঁচার জন্য ও জনগণের সমর্থনের জন্য মিথ্যে অপবাদ আরোপ করেছে।

[ সুত্রঃ- নয়া দিগন্ত ]

তাই একটি ঘটনা ঘটলে, পুরো ঘটনা না জেনে পোস্ট করা অনুচিত। সত্য উন্মোচনের জন্য কি কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। ওই মেয়েকে সমর্থন করে বলছে “উচিৎ কাজ করেছে।”
না জেনে সমর্থন করার স্বভাব আমাদেরকে বাদ দিতে হবে।

08/05/2025

Santahar Harvey Govt. Primary School 100 Years Celebration

27.12.2024

Address

সান্তাহার , আদমদিঘী , বগুড়া
Santahar
5891

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের সান্তাহার /Amader Santahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share