
15/07/2025
মানুষের জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়৷ মনির নামের এই ভাই "সেই স্বাদ" ডায়লগ দিয়ে বেশি জনপ্রিয় কিন্তু একটা মানুষের ভেতরে না গেলে তার ক-ষ্ট কি জানবেন না৷
আজকে মনির ভাইর একটা ভিডিও দেখলাম! মা বাবা ছাড়া নানীর কাছে বড় হওয়া একটা মানুষের কি ক-ষ্ট সে জানে৷ পেটের ক্ষু-দা নিয়ে যারা বড় হয়েছে সেটা তারাই জানে জীবনের মানে কি!
উনার কাচা সবজি খাওয়া দেখে ভাবতাম এটা ইচ্ছা করে খায় কিন্তু আজ জানলাম পেটের খিদা দূর করতে তিনি এভাবে কাচা সবজি খাওয়া ধরেন৷
উনার গল্প শুনে নিজের জীবন নিয়ে কোনও অভিযোগ নেই৷ আল্লাহ উনাকে ভালো রাখুক এই দোয়া করি 🙂