23/02/2025
বোনদের জন্য বার্তা ‼️🚨
যেহেতু প্রচুর ধ*ষ*ণ এর খবর পাওয়া যাচ্ছে। সেজন্য নারীদের জন্য একটা মেসেজ। মূলতো একটা ঐতিহাসিক ঘটনা আরকি। ঘটনাটা পড়ে যা বুঝার বুঝে নিয়েন। সামাঝদারকে লিয়ে ইশারাই কাফি। ঘটনাটা হচ্ছে-
ওমর(রা:) এর শাসনামলে এক ব্যক্তি এক মহিলাকে খারাপ কাজের দিকে ইশারা করেছে৷ কিন্তু মহিলা রাজি হয় নাই৷ না হওয়াতে লোকটা জোরপূর্বক ধস্তাধস্তি শুরু করেছে৷ এমন সময় সেই মেয়েটা রাস্তা থেকে একটা পাথর উঠিয়ে এত জোরে ছুড়ে মারছে যে লোকটা সেই মুহূর্তেই রক্তাক্ত হয়ে মারা গেছে৷
এই ঘটনা যখন ওমর(রা:) দরবারে পৌছালো৷ বিচার বসল৷ ওমর(রা:) এক কথাতেই শেষ করলেন বিচার৷ বললেন, 'সেই লোক আল্লাহ কর্তৃক নিহত৷ অতএব তার রক্তপণ আদায় হবে না৷ মেয়ে দোষী সাব্যস্ত না৷’
যাই হোক। ঘটনাটা এমনি বললাম আরকি...।